আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুব সুন্দর ভাবে সাজাতে চান তাহলে আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাজানোর জন্য ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন সংগ্রহ করে নিতে পারেন এবং ফেসবুক স্ট্যাটাস হিসেবে সেগুলো পাবলিশ করে দিতে পারেন।
ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন হিসেবে যে সমস্ত অসাধারণ ফেসবুক ক্যাপশন রয়েছে, সে সংক্রান্ত ফেসবুক স্ট্যাটাস আপনি যদি সংগ্রহ করে নিতে চান, তাহলে বিভিন্ন ক্যাটাগরি ফেসবুক ক্যাপশন এখান থেকে সংগ্রহ করে নিতে সক্ষম হবেন।
পোস্টের ভিতরে যা থাকছে
আবেগি ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন
ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন এর মধ্যে যে সমস্ত আবেগী ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন রয়েছে, সে সমস্ত স্ট্যাটাস আপনি যদি সংগ্রহ করে নিতে চান, তাহলে তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু নিজে থেকে সংগ্রহ করে নিয়ে।
- নতুন করে হারানোর কিছু নেই,, আমরা এক স্মৃতি হারানো শহরে বসবাস করি।
- মানুষ সব কথা রাখার জন্য দেয় না,,
কিছু কথা দেয় মুহূর্তকে সুন্দর করার জন্য। - একা থাকার মাঝে একটা আলাদা ভালো লাগা আছে।
যা অন্য কোথায়ও নেই।
- বেচেঁ থাক না পাওয়ার অনুভুতি গুলো।
অমর হোক একাকীত্বের তৃপ্তি গুলো। - ঘুমাও কিংবা জেগে থাক, রাত করো জন্যে অপেক্ষা করে না।
ফেলে আসা সময়ের জন্যে আমরা যে সময় ব্যয় করি সে সময়ের হিসেব আমরা রাখি না।
কষ্ট অতীত সিক্ত করো চোখের অশ্রু দিয়ে , নির্ঘুমে ভোর কত হবে আর রাতের আকাশে চেয়ে।
কারোর বিশ্বাস নিয়ে কটাক্ষ করার মাঝে কোনরকম ক্রেডিট নেই !!বরং এটা হল নিজের দূর্বলতা।
পথের বুকের হাঁড়েহাঁড়ে মিশে আছে পথিকের সোনালী পদচিহৃ।
ফানি ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন
এছাড়াও আপনার ফেসবুক প্রোফাইল যদি বিভিন্ন রকমের ফানি স্ট্যাটাসে ভরপুর হয়ে থাকে তাহলে আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলের জন্য ক্যাপশন হিসেবে ফানি ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন সংগ্রহ করে নিতে পারেন।
আর আপনি যদি এই সমস্ত স্ট্যাটাস সংগ্রহ করে নিতে চান, তাহলে সেই সংক্রান্ত যাবতীয় স্ট্যাটাস নিচ থেকে সংগ্রহ করে নিন।
আমি ব্রিটিশ শাসন দেখেনি তবে সপ্তম শ্রেণীর মেয়েকে একটা আনাসের ছেলেকে শাসন করতে দেখিছি।
সিংহর কোনো কোনো দিন শিকার জোটে না; তার মানে এই না যে সিংহ শিকার করা ভুলে যায়।।
জীবনে কেউ কারো আপন না,,,, ঘুম হতে উঠে লুঙ্গিটারেও নিজের কোমরে পাইনা।
- ছোটবেলা School বন্ধের জন্য যত দোয়া করেছি,,,,,,, সব দোয়া ২০২১ সালে এসে কবুল হয়েছে।
- সবাই খালি কয়, এত তাড়াহুড়ো করস কেন???
- বাসায় কি বউ রাইখা আইছস?
- #কবে যে কথাটা সত্যি হইবে।
- ধন সম্পদ নিয়ে বড়াই করো না,কাল আমার ৫ জিবি ছিলো। আজকে আমি ফ্রি চালাই।
- তুমি” জানতে চাও আমার প্রিয় মানুষটি কে? তাহলে প্রথম শব্দটি আবার পড়ো।
- প্রেমের মরা নাকি জলে ডুবেনা। এজন্য প্রেমে ব্যর্থ হইয়া কেউ পানিতে ঝাপ দিয়া মরে না।
- সুন্দর সুন্দর পোজ নিয়ে ছবি তুলতে পারি না বলে এক ডিপি দিয়াই এক বছর পারি দিতে হয়।
বাপের বাড়ি না ছাড়ার অভিনব কৌশল -মোটা হওয়া। কারণ মোটার জন্য বিয়ে হবেনা।
অহংকার করে বলছি না! -প্রতিদিন ৫ থেকে ১০ টা অফার পাই? -ধন্যবাদ রবি অফিস!
উপরে যে সমস্ত ফেসবুক স্ট্যাটাস দেয়া হয়েছে, সেগুলো আপনি চাইলে আপনার ফেসবুকে অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন এবং ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করার মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল আরো বেশি একটিভ করে তুলতে পারবেন।
শিক্ষনীয় ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন
আপনি যদি শিক্ষনীয় কিছু স্ট্যাটাস সংগ্রহ করে নিতে চান এবং এই সমস্ত শিক্ষনীয় ফেসবুক স্ট্যাটাস ব্যবহার করার মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল আরো বেশি একটিভ করতে চান, তাহলে সেগুলো নিচে থেকে সংগ্রহ করে নিতে পারেন।
- কঠিন শব্দ দিয়ে কবিতা লেখা সহজ । সহজ শব্দ দিয়ে কবিতা লেখা কঠিন ।
- হ্যা আমি বেয়াদব কারন, আমি কথা বলি পয়েন্টে পয়েন্টে! তোমার ব্যথা লাগে জয়েন্টে জয়েন্টে।
- সময় না কাটলে কাটা চামচ দিয়ে চা খান কিন্তু কারও পেছনে কাঠি করবেন না।
- জীবনটা পুরো কাস্টমার কেয়ার হয়ে গেছে দরকার না পড়লে কেউ আজকাল খবরও নেয় না !!
- ফেসবুক হল অনেকটা ফ্রিজের মতো..! একটু পর পর খুলে দেখতে ইচ্ছা হয় ভালো কিছু আছে কিনা!
একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম! আর এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি।
হতাশা মানুষের ভাগ্যকে কপাল থেকে হাতের রেখায় নামিয়ে নিয়ে আসে।
সীমাহীন ভালোবাসার পরেও যার অন্য কারো প্রতি ঝোঁক সে মানুষটা আমার না হোক।
মানুষ যেই বিশ্বাসে বাচেঁ আবার সেই বিশ্বাসেই মরে!
- ভেবেছিলাম দুঃখের নদীটা পার হলেই সুখের সন্ধান পাবো! কিন্তু দুঃখের নদীটা পার হয়ে দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে..।
- আমি উল্লাসে মেতে উঠা মুক্ত জীবনানন্দ , চষে চলেছি জীবনের সব বিস্ময়ের পটভূমি।
- শীতল হাওয়ার পরশে তুমি থাকো কালে কিবা মহাকালে শ্রাবনের ধারা এলেই জড়িয়ে পড়ি তোমার মায়াজালে।
উপরে যে সমস্ত শিক্ষনীয় ফেসবুক স্ট্যাটাস তুলে ধরা হয়েছে সে সমস্ত শিক্ষনীয় ফেসবুক স্ট্যাটাস আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলে পাবলিশ করতে পারবেন এবং আপনার ফেইসবুক প্রোফাইল পূর্বের চেয়ে আরো বেশি সুন্দর করে তুলতে পারবেন।
এছাড়াও যখন কোন একজন ফেসবুক ভিজিটর আপনার ফেসবুক প্রোফাইলে আসবে তখন আপনার ফেসবুক প্রোফাইল থেকে সে কিছু শিখতে পারবে এবং আপনার ফেসবুক প্রোফাইলে ভিজিট করা তার জন্য সার্থক হবে।
কারণ ব্যাপারটা এরকম যে ফেসবুক পুরোটাই সময় নষ্ট কার্যক্রমে ভরপুর থাকে। আর যখন আপনি কোন একটি শিক্ষনীয় কার্যক্রমে আপনার ফেসবুক প্রোফাইল সাজাতে পারবেন,তখন আপনার ফেসবুক প্রোফাইলে ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আপনার প্রোফাইলের প্রতি মানুষজন বেশি আকৃষ্ট হবে।
ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন
আপনি যদি ইসলামিক ফেসবুক স্ট্যাটাস আপনার সংগ্রহ করে নিতে চান এবং আপনার ফেসবুক প্রোফাইলকে ইসলাম ময় করতে চান তাহলে যে সমস্ত স্ট্যাটাস সংগ্রহ করে নিতে পারেন সেগুলো নিচে তুলে ধরা হলো।
- ততটাই পাথর হতে চাই,,,
যতটা পাথর হলে রব ছাড়া
অন্য কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ পাবে না। - Successful তো সেই দিন হবো।
– যেদিন পুলসিরাত
পাড় করে জান্নাতে যাবো। - যার চরিত্র নিয়ে মহান আল্লাহ তাআলা
প্রসংশা করে ছিলেন।
তিনি হলেন হযরত মুহাম্মদ(সা:)।
- যখন আপনি শান্তির অভাব অনুভব করেন, তখন আপনার প্রভুর কাছে অনুতপ্ত হন। কেননা মানুষের পাপই অন্তরকে অস্থির রাখে।
- হে আল্লাহ, আমাকে পরিবর্তন করুন, যতক্ষণ না আমি এমন একজন হয়ে উঠি
মহানবী (সাঃ) বলেছেনঃ এমন এক সময় আসবে যখন দ্বীনকে ধরে রাখা হবে জ্বলন্ত কয়লার মত।
মুসলিম আমার নাম ! কুরআন আমার জান ! নামাজ আমার গাড়ি ! জান্নাত আমার বাড়ী ! আল্লাহ্ আমার রব ! নবী আমার সব ! ইসলাম আমার ধর্ম! এবাদত আমার কর্ম!
তোমরা সিজদায় বেশি- বেশি দোয়া করো। কেনোনা সিজদা হচ্ছে দোয়া। কবুলের উপযুক্ত সময়। মুসলিম হাদিস : ৮৭০
যখনি আমি অসুস্থ হতাম। তখন আমি কালো জিরা খেতাম। – হযরত মুহাম্মাদ [সাঃ]
উপরে উল্লেখিত স্ট্যাটাস গুলো আপনার ফেসবুক প্রোফাইলে ব্যবহার করার মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইল কে আরো বেশি সুন্দর করে তুলতে পারবেন এবং আপনার ফেসবুক প্রোফাইলের ভিজিটরকে আকর্ষণীয় কিছু উপহার দিতে পারেন।
এ সমস্ত স্ট্যাটাস কিভাবে ফেসবুক ব্যবহার করব?
আপনি চাইলে এখানে থাকা প্রত্যেকটি স্ট্যাটাস কপি করে আপনার ফেসবুক প্রোফাইলে ব্যবহার করতে পারেন। তবে আমাদের ওয়েবসাইটে ভিজিট এর সংখ্যা যেহেতু খুবই বেশি সেজন্য এখানে থাকা স্ট্যাটাস হয়তো পূর্বে অন্য কেউ কালেক্ট করে নেয়ার সম্ভাবনা খুবই বেশি৷
সেক্ষেত্রে আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলের ইউনিকনেস বজায় রাখতে চান, তাহলে আপনার ফেসবুক প্রোফাইলে এ সমস্ত স্ট্যাটাস পাবলিশ করার পূর্বে অবশ্যই এগুলো কিছুটা এডিট করে নিবেন।
অর্থাৎ আপনি চাইলে আপনার মনের মত কিছুই ইমোজি কিংবা কিছু শব্দ পরিমার্জন করার মাধ্যমে এটি অন্যদের চেয়ে আলাদা করে তুলতে পারেন।
ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন হিসেবে যে সমস্ত ক্যাপশন বিদ্যমান রয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপনি চাইলে এখানে থাকা ফেসবুক ক্যাপশন আপনার ফেসবুক প্রোফাইল ব্যবহার করতে পারেন৷