প্রথমেই ফেইসবুক হেলপ বিডি এর পক্ষ থেকে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।
আপনি হয়তো হ্যাপি নিউ ইয়ার 2020 এর শুভেচ্ছা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নিউ ইয়ার এসএমএস, মুভি কিংবা অন্য কিছু খুঁজছেন?
কিন্তু আপনি কোথায় পাবেন হ্যাপি নিউ ইয়ার এর এসএমএস মুভি কিংবা
পিকচার সমূহ?
নিউ ইয়ার এসএমএস, পিকচার, মুভি, এবং ওয়ালপেপার পাওয়ার জন্য আজকের এই পোস্টটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে।
পোস্টের ভিতরে যা থাকছে
নিউ ইয়ার এসএমএস 2020
>>গাছে ফুল ফুটেছে, আকাশে জমেছে তারার মেলা, নতুন বছর কাটবে ভালো, নেই তাতে কোন হেলা-
>>আগের দিনগুলো কেমন কেটেছে তাতে দিওনা নজর, নতুন বছর কিভাবে যাবে তাতে রাখো খবর। শুভ হোক তোমার এই বছর:)
>>নিউ ইয়ার দিচ্ছে উকি,
গাছে গাছে ডাকছে পাখি,
বন্ধু তোমায় বলে রাখি- হ্যাপি নিউ ইয়ার 2020″
>>নতুন বছর আসছে এবার,
হকনা কারো মনটা খারাপ’ ভালো কাটুক প্রতিটা দিন, এই কামনায় হোক তোমার জীবনটা রঙিন”
>>ঘড়ির কাঁটা আছে দেখো, বাকি আছে কিছুক্ষণ’ গুজবে তোমার সকল দুঃখ শুরু হবে নতুন ক্ষন, এই কামনায় জানাই তোমায়-হ্যাপি নিউ ইয়ার 2020″
>>পাখির ডানায় লিখে দিলাম নতুন বছরের নাম।
বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান”
>>সূর্য এবার দিচ্ছি উকি, খাটবে দুঃখ হাসবে সবি, নতুন বছর দিচ্ছে ডাক, আওয়াজটা এবার উঠিয়ে রাখো”
>>পুরনো বছরটি কেটেছে অসহনীয় যন্ত্রণায়, তবে এই ব্যাথা আর বেশি দূর নয়’ চলে এসেছে সেই দিন, নতুন বছরের প্রতিটি দিন হোক অমলিন- হ্যাপি নিউ ইয়ার 2020″
>>গত বছরে সমস্ত আঁধারের কালো মেঘ ছেয়ে গিয়েছিল তোমার পুরোটা জীবন, তবে আঁধারে ঘেরা কালো মেঘের এবার অবসান ঘটল, আসলো আরেকটি নতুন বছর, কাটবে এবার সোনার দিন, হাসবে ওই মেঘলা আকাশ- নতুন বছরের শুভেচ্ছা নিন -হ্যাপি নিউ ইয়ার 2020!
>>”হে নতুন সূর্য, ভুলিয়ে দাও,
আছে যত দূঃখ বেদনা।
তোমার সোনালি আলোয়।
>>হে নতুন সকাল, উড়িয়ে নিয়ে যাও,
না পাওয়ার বেদনা।
তোমার স্নিগ্ধ হাওয়ায়।
>>হে নতুন বছর, তুমি নিয়ে এসো
সুখ-আশা-স্বপ্ন আর ভালবাসার
অফুরন্ত ঝুরি লয়ে।”
>>মুছে যাক গ্লানি, ঘুচে যাক ধরা, নতুন বছরের আনন্দ সমস্ত সৃষ্টি হোক আনন্দে মাতোয়ারা-
>>মেঘের কোলে রোদ উঠেছে বাদল গেছে টুটি, নতুন বছরের আনন্দ আজকে মোদের ছুটি-
>>নিশি যখন ভোর হবে, ঝিঁঝিঁপোকার ডাকা বন্ধ হবে, সূর্য তখন উকি দিবে, শুরু হবে বছরের আরেকটি দিন’ বছরটি হক অমলিন-
>>আজকে কোন দুঃখ নয়, নয় কোন মলিন মুখ, নতুন বছরে আনন্দে মুগ্ধ সমস্ত ধরণীর বুক-
>>শুভক্ষণ শুভদিন বছরের বাকি মাত্র আর কয়েকদিন, স্বপ্নে সাজাবো নানান রঙ্গে, হাসো তুমি নানান ঢংগে- করবে না আর দুঃখ তুমি, হাসবে তুমি অন্তর্যামী-
>>এই বছরের দুঃখ গুলি থাকবে না তোমার জীবন ভর, নতুন বছরের আনন্দে হাসবে তুমি যাযাবর-
>>গতবছরের কষ্টগুলি নিল আজকে ছুটি, নতুন বছরের আনন্দে তোমার হকনা কোন টুটি-
>>জীবন থেকে নিল বিদায় আরো একটি বছর, মৃত্যুর দিকে আগাইতেছে তুমি সদা অগ্রসর’
>>ভুলগুলো শুধরে নেব, হাসবো এবার বাসবো ভালো- সবাইকে করে নিব আপন, নতুন বছরে এটাই হোক সবার জ্ঞাপন”
পুরানো সব দুঃখের আজ দাও ইতি মনের মাঝে মাতিয়ে তোল শুধুই সুখের স্মৃতি দুঃখটাকে আজ কুড়িয়ে নিয়ে দাও ফেলে সবার জন্য একটাই কামনা রইল পুরানো সব দুঃখ-কষ্ট, বেদনা ভুলে সুখের স্মৃতি সাথে নিয়ে এগ সবারই যেন এই বছরটিতে নতুন সব সুখের স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকে.”
2020 সালে ঝড় তুলবে এরকম কিছু মুভি নিয়ে এই পোস্ট এর দ্বিতীয় পর্ব শুরু করা যাক!
নতুন বছরের শুরুর দিকে আমরা তাকিয়ে থাকি নতুন কোন কিছুর দিকে, আর আমাদের পছন্দের তালিকার মুভি থাকতেই পারে।
সকলেই হয়তো নতুন বছরে ছুটিতে বিভোর থাকেন, আর মনের মধ্যে একটা ক্ষীণ আশা পুষে রাখেন- কোন মুভিটা এই বছরে মুক্তি পেল?
হয়তো সিনেমা হলে গিয়ে মুভি দেখার দুর্ভাগ্য সবার হয়না, তাই আমরা চেষ্টা করি ঘরে বসেই মুভি দেখতে।
কারণ ইন্টারনেটের জগতে এই মুভি দেখা একেবারেই সহজ, আপনি চাইলে ইউটিউব কিংবা যেকোন সার্চ ইঞ্জিনে আপনার পছন্দের মুভি লিখে সার্চ করলেই রেজাল্ট পেয়ে যাবেন।
এবং আপনি চাইলে আপনার পছন্দের মুভিটি একদম ফ্রিতে ঘরে বসেই যে কোন সময় যে কারো সাথে দেখতে পারেন।
তবে এখানে সবচেয়ে বড় বিষয় হলো- আপনি হয়তো জানেন না যে এই বছরের কোন মুভি গুলো মুক্তি পেয়েছে? জানলে ব্যাপারটা সহজ হয়ে যায় মুভি দেখার ক্ষেত্রে।
নিচে আমি এই বছরে মুক্তি পাবে এরকম কিছু অসাধারণ মুভির তালিকা দিয়ে দিচ্ছি,
ঢালিউড মুভি 2020
মুভির নাম- বীর
অভিনয়- শাকিব খান ও বুবলি
পরিচালক- কাজী হায়াৎ
মুক্তি পাবে- 2020 সালের প্রথম দিকে।
মুভি নাম- ক্যাসিনো
অভিনয়- নিরব ও বুবলি
পরিচালক- সৈকত নাসির
মুক্তি পাবে- 2020 সালে
সম্প্রীতি বাংলাদেশ ক্যাসিনো নিয়ে এক বিরাট সমস্যা সৃষ্টি হয়েছে, আর এরই দৃশ্যকল্পে পরিচালক সৈকত নাসির এটি তৈরি করার চিন্তা করেছে।
তাছাড়া এই প্রথমবার বুবলিকে শাকিব খান ছাড়া অন্য কারো সাথে অভিনয় করতে দেখা যাবে এই মুভিতে।
মুভি নাম- ডেঞ্জার জোন
অভিনয়ে- বাপ্পি ও জলি
পরিচালনায়- বেলাল সানি
মুক্তি পাবে- 2020 সালে
হরর মুভি দেখতে আপনি যদি পছন্দ করে থাকেন তাহলে এই মুভিটি আপনার জন্য, ইতিমধ্যে বাপ্পি ও জলি এই মুভিতে অভিনয় করার প্রেক্ষিতে আলোড়ন সৃষ্টি করেছেন।
তাছাড়া এটি বাংলাদেশে নির্মিত প্রথম ভুতের ছবি। আশাকরি মুভিটি মুক্তি পাওয়ার পর এর প্রথম ভিউয়ার্স আপনি হবেন।
মুভি নাম- শাহেনশাহ
অভিনয়- শাকিব খান, নুসরাত ফারিয়া, রোদেলা
পরিচালনায়- শামীম আহমেদ রনি
মুক্তি পাবে- 2020 সালে
শাহেনশা মুভির অসাধারণ দৃষ্টিভঙ্গি এবং গানের জন্য বর্তমানে মুভিটি অনেক সুনাম অর্জন করেছে,
ছবিটি পরিচালনা করেছেন চিত্রনায়ক শাকিব খানের অন্তরঙ্গ বন্ধু শামীম আহমেদ রনি, ছবিটি মুক্তি পাওয়ার পর এটি ঢালিউডের ঝড় তুলবে।
মুভি নাম- মিশন এক্সট্রিম
অভিনয়- আরফিন শুভ, তাসকিন, ঐশী
পরিচালনায়- সানি এবং ফয়সাল
মুক্তি পাবে- 2020 সালে
আপনি যদি আরফিন শুভর ঢাকা অ্যাটাক মুভিটি দেখে থাকেন, তাহলে এই মুভিটি ঢাকা অ্যাটাক এর চেয়েও আরও উন্নত করে তৈরি করা হয়েছে।
যার ফলে এই মুভিটি যে কোন মুভি প্রেমিকের মন কেড়ে নিতে যথেষ্ট, তাই মুক্তি পাওয়ার সাথে সাথেই দেখে নেবেন আপনার স্মার্টফোনে কিংবা সিনেমা হলে।
মুভির নাম- শান
অভিনয়- সিয়াম, পূজা, তাসকিন
পরিচালক- এম রহিম
মুক্তি পাবে- 2020 সালে
পোড়ামন 2 অভিনয় করা সিয়ামের এই মুভিটিও শুরুর দিকে তোলপাড় শুরু করে দিয়েছে, বেশ আলোড়ন সৃষ্টিকারী এই মুভি কাজ প্রায় শেষ।
মুভিটির ফাস্ট লুক দর্শককে উজ্জীবিত করেছে, এবং সবাই এবার তাকিয়ে আছে কখন মুক্তি পাবে এই মুভিটি? এই আশায়।
মুভি নাম- ঢাকা 2040
অভিনয়- বাপ্পি ,নুসরাত ফারিয়া, তিশা
পরিচালক- দীপঙ্কর দীপন
মুক্তি পাবে- 2020 সালে
আপনি যদি ঢাকা অ্যাটাক মুভিটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই পরিচালক দীপঙ্কর দীপন কে জানেন, কারণ তিনি ঢাকা এটাক মুভি পরিচালনা করেছেন।
এরই ধারাবাহিকতায় তিনি এই মুভিটি আবারো পরিচালনা করেছেন, এবং এই মুভির মূল প্রেক্ষাপট হলো কেমন হবে ঢাকা শহরের পরিবেশ 2040 সালে?
এছাড়াও মুভিটির অসাধারণ কারুকার্য ঢালিউডের বড় পর্দায় ঝড় তুলতে পারে, এবং সিনেমার জগতকে নিয়ে যাবে বহুদূর।
মুভি নাম- অপারেশন সুন্দরবন
অভিনয়ে- সিয়াম, রিয়াজ, নুসরাত ফারিয়া তাসকিন, রশান
পরিচালনায়- দীপঙ্কর দীপন
মুক্তি পাবে- 2020 সালে
বেশ কয়েক তারকা সমন্বয়ে গঠিত এই মুভিটি ইতিমধ্যে ঢালিউডের পর্দায় ঝড় তুলেছে, এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম।
এছাড়াও আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং আরো অনেকে। জনপ্রিয় এই মুভিটির ফার্স্ট লুক ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
মুভিটির কাজ ইতিমধ্যে পুরোপুরি শেষ হয়েছে, 2020 সালে যে কোন সময় মুক্তি পেতে পারে মুভিটি।
নিউ ইয়ার 2020- ওয়ালপেপার
নতুন বছরে সবকিছু নতুন এর কারণে আমাদের মধ্যে যারা স্মার্টফোন ইউজার তারা এটা চান যে তাদের স্মার্টফোনের ওয়ালপেপার টি ও হোক নিউ ইয়ার এর রিলেটেড।
তাই তারা হয়ত প্রতিনিয়ত কয়েকটি ইউনিক-android উপযোগী ওয়ালপেপার খুঁজে থাকেন, আর এই পোস্টটিতে এরকম ওয়ালপেপার নিয়ে আলোচনা করা হয়েছে।
আপনি চাইলে নিচের দোয়া অ্যাপস থেকে অনেকগুলো ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন, তাও একদম ফ্রিতে।
এর আগে আপনি চাইলে নিচের দেয়া স্ক্রিনশটগুলো এক নজরে দেখে নিতে পারেন।
আর উপরের দেয়ায় স্ক্রিণশটের মত অ্যাপসটিতে কয়েক শত ওয়ালপেপার আছে, যা আপনার অ্যান্ড্রয়েড ফোনকে সাজিয়ে তুলবে অন্যরকমভাবে।
তাহলে আর দেরি না করে নিচে থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিন, আর ইনজয় করুন হ্যাপি নিউ ইয়ার 2020।
New year 2020- wallpaper
তাহলে আজকে এই পর্যন্ত, উপরের দেওয়া নিউ ইয়ার 2020 এর সেরা এসএমএস, মুভি এবং ওয়ালপেপারগুলো ইনজয় করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে।
নতুন বছরটি আপনার শুভ হোক এই কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।