আপনি যদি ফেসবুকে মোটিভেশনাল পেইজ তৈরি করতে চান, তাহলে ফেসবুকে মোটিভেশনাল পেইজ তৈরি করার জন্য আপনাকে যে বিষয়টির দিকে সর্বপ্রথম মনোনিবেশ করতে হয় সেটি হল, মোটিভেশনাল পেজের নাম সংগ্রহ করে নিতে হয়।
আর ফেসবুক পেইজের নাম হিসেবে আপনি যদি facebook মোটিভেশনাল পেইজের নাম সংগ্রহ করে নিতে চান, তাহলে সেটি এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। এজন্য, ফেসবুক পেইজের জন্য নাম সংগ্রহ করার ক্ষেত্রে এই সমস্ত নাম বাছাই করে নিতে পারেন।
পোস্টের ভিতরে যা থাকছে
মোটিভেশনাল পেজের নাম
আপনার যদি একটি ফেসবুক মোটিভেশনাল পেজ থেকে থাকে এবং আপনি যদি সে মোটিভেশনাল পেইজের জন্য নাম সংগ্রহ করে নিতে চান অথবা ফেসবুক মোটিভেশনাল পেজ তৈরি করার জন্য নাম সংগ্রহ করে নিতে চান, তাহলে সেগুলো নিচে থেকে সংগ্রহ করে নিতে পারেন।
- জীবনের স্বর্গসাধনা
- মুক্তির পথিক
- চিরন্তণ উদ্যান
- আগ্রহের আকাশ
- পরিবর্তনের পথিকা
- সৃষ্টিতে ভরা
- জীবনের সৌন্দর্যের গান
- অনুপ্রেরণার পথে
- প্রেমের প্রকাশনা
- অতীতের স্পর্শে
- মহৎ পরিবর্তনের গান
- নিজের অর্জনে মুক্তি
- জীবনের ব্যাপারে
- সবুজ সমীক্ষা
- আলোর ছায়ায় চলা
- পরিবর্তনের সীমানায়
- অতীতের সাক্ষাৎকার
- জীবনের উচ্চারণ
- পরিবর্তনের দায়িত্ব
- বিজয়ের কাব্যধারা
- জীবনের সীমানাবদ্ধতার পারে
- আনন্দের আকাশ
- সৃষ্টিতে প্রবাহিত
- অগ্নিপথে আকাশ
- পরিবর্তনের সংসার
উপরে যে সমস্ত পেইজের নাম দেওয়া হয়েছে সেগুলো আপনি চাইলে আপনার ফেসবুক পেজের নাম হিসেবে ব্যবহার করতে পারবেন, এবং আপনার ফেসবুক পেজের যে নাম রয়েছে সেই নামের বিষয়টি পরিপূর্ণ করতে পারবেন।
মোটিভেশনাল পেইজের নাম সংগ্রহ করা নিয়ে কিছু কথা
এখানে যে সমস্ত মোটিভেশনাল পেইজের নাম দেয়া হয়েছে সেগুলো হয়তো ইতিমধ্যে অনেকে সংগ্রহ করে নিয়েছেন কিংবা অনেকেই হয়তো এ সমস্ত নাম তাদের ফেসবুক পেজে ব্যবহার করে ফেলেছেন।
এবার আপনি যদি ঠিক একই নাম ব্যবহার করেন তাহলে সেটি আপনার ফেসবুক পেইজের যে সবার চেয়ে আলাদা হওয়ার ব্যাপারটা রয়েছে সেটি মান্য করবে না। সেজন্য আপনার ক্ষেত্রে সর্বাধিক রিকমেন্ডেশন থাকবে এখানে যে সমস্ত নাম দেয়া হয়েছে সমস্ত নামের মধ্যে থেকে পছন্দের নামটি বেছে নেয়া।
এবং এখানে যে নামটি আপনার পছন্দ হয়েছে সেই নামটি বেছে নেয়ার পরে এই নামটিকে সরাসরি ফেসবুকে ব্যবহার না করা। সে ক্ষেত্রে আপনি চাইলে এই নামের আইডিয়া নেয়ার মাধ্যমে ঠিক একই রকম আরেকটি নাম তৈরি করতে পারেন।
এতে করে আপনি আপনার ফেসবুক পেইজের জন্য আনকমন একটি নাম সংগ্রহ করে নিতে পারবেন এবং তারপরে সেটি আপনার ফেসবুক পেজে ব্যবহার করার মাধ্যমে আপনার ফেসবুক পেজকে অন্যদের তুলনায় আলাদা করে দেখাতে পারবেন।
এছাড়া আপনি যদি কোন একটি ইউনিক নাম দিয়ে ফেসবুক পেজ তৈরি করেন তাহলে সেটি সহজেই সার্চ করে পাওয়া যাবে। আপনি যদি একই নামে বিভিন্ন facebook পেইজ তৈরি করেন তাহলে সেটি সার্চ করে খুঁজে বের করা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে।
সেজন্য, ফেসবুক পেজে ব্যবহার করার জন্য আনকমন নাম ব্যবহার করতে পারেন।
ফেসবুক ফেসবুক পেজের জন্য আরো কিছু নাম
এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরির ফেসবুক পেজের জন্য আপনি যদি আরও বিভিন্ন নাম সংগ্রহ করে নিতে চান, তাহলে সেগুলো নিচে থেকে সংগ্রহ করে নিতে পারেন।
সংগ্রহ করুন: facebook পেজের জন্য আনকমন নাম
উপরে উল্লেখিত লিংকে যখন আপনি ভিজিট করবেন তখন ফেসবুক পেজের জন্য আনকমন নাম সংগ্রহ করে নিতে পারবেন। এবং এখান থেকে নাম সংগ্রহ করে নেয়ার পরে আপনি আপনার ফেসবুক পেজে কিছুটা পরিবর্তন, পরিমার্জন করে ব্যবহার করতে পারবেন।