আর আজকের এই পোস্টে আমি আলোচনা করেছি মন খারাপের কবিতা,স্ট্যাটাস, ছবি, উক্তি এবং মন খারাপের কথা। আপনাদের মন বুলাবে নিশ্চয়ই।
পোস্টের ভিতরে যা থাকছে
মন খারাপের স্ট্যাটাস
তোমার সাড়া না পেয়ে একদিন বিড়ির ধোয়া উঠে থাকবে। রাস্তার পাশে ফিল্টার পড়ে থাকবে। সুখটানের কথা কেউ আর বলবে নাহ:)
ঘুম জড়ানো কন্ঠে, ভালোবাসি বলা মানুষটা আজ নিখোজ!!
যখন তোমার প্রচন্ড অবসর, নেই কোন কাজের সমারোহ, তখন অনীহা হলেও ভেবো আমাকে নিয়ে কিছু সময়
তোমাকে ঠিক ততটাই ভালবাসতাম, যতটা ভালবাসি ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি তার শেষ প্রতিটা দিনকে'
তোমাকে হয়তো নিজের মতো করে কখনো পায়নি, তবুও তোমার কথা মনে হলেই চোখ দুটো ভিজিয়ে ফেলি মনের অজান্তে'
হারাবো কি, ভালোবাসাই তো পেলাম না.. ভালোবাসতে ও ভয় হয় আজ কাল, চারিদিকে এতো অভিনয়, এতো মিথ্যা, এতো স্বারথপরতা। আমি আজ ক্লান্ত, সত্যিই ক্লান্ত কষ্টটাকে ও ক্লান্ত মনে হচ্ছে।..
কিছু কিছু সময় খুব জোরে গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করে, ঠিক তার পরের মুহূর্তে মনে পড়ে যায় আমি তো ছেলে, আমার যে কাঁদতে নেই!!!"
তুমি আমার কাছে কি জানো? মাঝরাতে বুকের পাজরে লেগে থাকা ব্যাথা
অথচ চেয়েছিলাম তোমার সাথে কান্না করতে। "তোমার কারনে নয়"
তারপর কেটে যাবে অনেক বছর, শরীরের চামড়াতেও পড়বে বয়সের ছাপ, বদলাবে প্রিয় অভ্যেসগুলো, জীবনে জড়াবে আরও অনেক মানুষ, তবুও মনের কোনো এক জায়গায় কিছু স্মৃতি থাকবে স্বযত্নে অম্লান, যেমন করে মানুষ খুব সাবধানে সংরক্ষন করে রাখে নথিপথ, তেমন করেই মন আর মগজের একপাশে পড়ে থাকবে তুমি নামক মানুষটা, যাকে সত্যিই নিজের করে পেতে চেয়েছিলাম সম্পুর্ণভাবে। সম্পুর্ণভাবে।
মন খারাপের উক্তি-
আল্লাহ তা'আলা অবশ্যই তোমাকে দুঃখের পরে সুখ দিবেন - (আল কুরআন) কাজেই দুঃখ এসে গেলে মন ভেঙ্গে ফেলো না'
জীবনে তারাই সফলকাম, যারা দুঃখের সময় যথেষ্ট ধৈর্য ধারণ করে এবং এই সময় টিকে বেচেনে সাফল্যের একমাত্র হাতিয়ার হিসেবে:
আর তুমি যতদিন না কষ্টের মধ্যে থাকছো, ততদিন তুমি চিনতে পারবে না কাছের মানুষগুলোকে কারা তোমার আপন আর কারা পর""
কার জন্য কাঁদছো? তুমি আসলে বোকা, সে কখনোই তোমার ছিল না, আর কাঁদলেও হবে না কখনো..'
জীবনে চলার পথে দু একটা খারাপ সময় আসবে, জীবন যুদ্ধে টিকে থাকতে হলে এগুলোকে এড়িয়ে পাড়ি জমাতে হবে ভবিষ্যতে'
কার জন্য কাঁদছো রে মন? কার জন্য মনে আনাচে-কানাচে ঝড় উঠে ?সে কি ভাবে তোমায় কখনো?
জীবনে যে বা যারা সফল হয়েছে, তাদের একমাত্র মূলধন ছিল দুঃখ-কষ্ট, তারা এগুলোকে পুঁজি করেই সফলতা ছিনিয়ে এনেছে আর জায়গা করে নিয়েছে লাখো কোটি মানুষের মনে'
মন খারাপের সময় তুমি বড্ড খামখেয়ালি করো' জীবন যুদ্ধে পরাজিত হওয়ার মত আচরণ করো ,কিন্তু কেন?? হেরে যেতে চাও কি?
মন খারাপের কবিতা-
খুব বেশি কাছে এসো না, ভালোবেসো না আমাকে, ভালবাসলে এখন শুধু ছাই পাবে' ফিরে পাবে না কবু আমাকে"
এই যে নিষ্ঠুর জীবনটা থেমে গেল, অমাবস্যা ঘনিয়ে এলো আমার প্রতিটি মুহূর্তে, এর দায়ভার কে নিবে? হে নিষ্ঠুর প্রিয়তমা তুমি নয় কি?
তারপর একদিন অমাবস্যার কালো আঁধার ঘেরা এই মনের ভিতর দেখা মিলবে এক ফালি সূর্যের, তখন কি আর আমি বেঁচে থাকব? হয়তো পাড়ি জমাবো দূরের ওই গগনে, নয়তো পাগলের বেশে হেঁটে বেড়াবো এদিক নয়তো সে দিক'
মন খারাপ? একি কোন অমৃত সুধা? নাকি চৈত্রের দুপুরে খা খা রোদ্দুরে ফেটে যাওয়া ওই দূরের চিরচেনা সেই খালটা
এই যে আবার এলে? কি চাও তুমি? মন খারাপের এই তীব্র প্রচণ্ড জ্বালায় মনের আনাচে কানাচে তীব্র শৈত্যপ্রবাহ আর মুখের কোনে এক চিলতে হাসির অধিকার টুকু কি কেড়ে নিতে চাও?
মন খারাপের ছবি, পিক-

















যখন আমাদের প্রচন্ড অবসর, তখন মনের কিনারে হঠাৎই ভেসে আসে কেউ একজনের ছবি, এইতো সেই মাধবীলতা যার কারনে মনটা একদিন কেঁদেছিল।
পরক্ষনেই মনে পড়ে যায় কার জন্য আমি ভাবছি? কার জন্য বা মনের আনাচে-কানাচে উঠছে কালবৈশাখী ঝড়, সে তো আর আমার নয়:)
আর তখনই আমাদের শুরু হয় মন খারাপের গল্প, সময়টা যেন নিছক আমাদের চোখের একটা কোন দিয়ে এক ফোটা জল বার করিয়ে দেয়।
তখনই শুরু হয় নিজের সাথে নিজের যুদ্ধ, একাকীত্ব গ্রাস করে আমাদের, তখন আমরা নিজেদেরকে সামলানোর জন্য আপন করে নেই মন খারাপের কবিতা, স্ট্যাটাস, ছবি, উক্তি কিংবা মন খারাপের কথা।তখন এই জিনিসগুলো আমাদের নিকট আত্মীয় হয়, তখন আমরা আস্তে আস্তে ভুলে যেতে থাকি চোখের কোনে জমে থাকা এক ফোঁটা কান্নার আর্তনাদ।
তাহলে আজকে এই পর্যন্ত, উপরে দেয়া মন খারাপের স্ট্যাটাস উক্তি এবং ছবি ব্যবহার করতে পারেন আপনার মন খারাপের প্রতিটি সময়।
পোস্টে শেষ পর্যায়ে আপনার কাছে একটি আবদার রাখবো, যেভাবেই আপনার নিকটে দুঃখ আসুক না কেন? মনকে শক্ত করে এগিয়ে চলুন সামনের দিকে।ইনশাআল্লাহ এই মন খারাপের গল্পের শেষে সাফল্য আপনার দরজায় কড়া নাড়বে অবশ্যই’ ঢের শুভকামনা আপনার জন্য।
Also check: Download NA6 WhatsApp Apk