ভালোবাসা দিবসের sms | Valentine’s Day Sms বাংলায় |

ভালোবাসা দিবসের sms | Valentine's Day Sms বাংলায় |



ভালোবাসা প্রকাশের জন্য নির্দিষ্ট কোন দিনের প্রয়োজন নেই। ভালোবাসা সৃষ্টিলগ্ন থেকে ছিলো আর থাকবেও কিয়ামতের আগ পর্যন্ত। 



ভালোবাসা ছাড়া এই দুনিয়াটাই পুরোপুরি অচল হোক সেটা বান্দার প্রতি তার রবের কিংবা সমগ্র সৃষ্টিকুলের প্রতি সৃষ্টিকুলের।



আর এই ফলশ্রুতিতে প্রিয় ভালোবাসার মানুষটির সাথে ভালোবাসা শেয়ার করার জন্য তৈরী হয়েছে স্পেশাল একটি দিন যাকে আমরা ভেলেন্টাইনস ডে হিসাবে জানি। 



তবে ভালোবাসা প্রকাশের জন্য এদিনে আমরা আমাদের প্রিয় মানুষটির কাছে কিছু ভালোবাসা দিবসের sms পাঠিয়ে থাকি। 


কেউ শত শত কিলোমিটার দুরে থেকে ভালোবাসা খুজে পায়,আর কেউ কোলে শুয়ে থেকে ভাবে মাঝখানে এখনো শত শত কিলোমিটার দুরত্ব। 
ভালোবাসা দিবসের sms | Valentine's Day Sms বাংলায় |


যাতে করে প্রিয় মানুষটার কাছ থেকে আরো বেশি ভালোবাসা আশা করা যায়, এবং প্রকাশ করা যায় যে ওই মানুষটার প্রতি আপনার ভালোবাসার গভীরতা কতটুকু

এরই ফলশ্রুতিতে আজকের এই পোস্টটিতে আমি ভালোবাসা দিবসের কিছু sms নিয়ে যা আপনি চাইলে এখান থেকে কপি করে নিয়ে প্রিয় মানুষটার কাছে পাঠাতে পারবেন। 

আমার ভালোবাসা কোন গাছের পাতা নয় যে টান দিলে ছিঁড়ে যাবে,আমার ভালোবাসা তোমার হ্দয়ের সাথে আমার হৃদয় শক্ত করে বাধা, যা মৃত্যু ছাড়া আর কেউ আলাদা করতে পারবে নাহ।

ছোট এই জীবনে তোমায় শুধু চাই,আমার যত ভালোবাসা তোমায় দিতে চাই,আমার সুখ দিবো তোমায় দুঃখ দিও আমায়,সুখ দুঃখের মাঝে এভাবেই মিশে রবো দুজনে যুগ যুগ ধরে।

ভালোবাসা কখনও থাকে নাহ মোহে, ভালোবাসা থাকে বাস্তবতায় যাতে থাকে নাহ কোন চাওয়া পাওয়া, থাকে শুধু একজন আরেকজনকে কাছে পাওয়ার তীব্র ইচ্ছে।
ভালোবাসা দিবসের sms | Valentine's Day Sms বাংলায় |


প্রেম মানেই হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান, দুটি পাখির একটি নিড়,দুটি পাখির দুটি তীর,দুটি মনের একটি আশা তার নাম “ভালোবাসা”

পরীর মতো একটা মেয়ে সুন্দর তার হাসি,
চোখদুটো তার টানাটানা দেখতে অভিমানি,
প্রথন দেখায় মনটা আমার নিয়েছে সে কেড়ে, কেমন করে বলবো আমি ভালোবাসি তারে৷ 

বনে বনে ফুল ফুটেছে গাছে নতুন পাতা,কার হৃদয়ের মাঝে হলো আমার ফুল গাথা,ফুল তুই সবার প্রিয় হলি কেমন করে,আমিও যে থাকতে চাই তর মতো করে। 

কেউ কি হবে আমার জোৎন্সা রাতের চাদ? অন্তর খুজে ভালোবাসা বাড়িয়ে দিয়ে হাত,কষ্ট খুজে দুঃখ, সুখ খুজে হাসি।
আর আমার মন বলে সারাক্ষণ তোমায় ভালোবাসি। 

তুমি সুন্দর তাই মন ভরে তোমায় দেখি, তুমি অপুর্ব তাই দুচোখ দিয়ে তাকিয়ে থাকি।আর তাই তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি আসবে সেই অপেক্ষায় সারাক্ষণ পথ চেয়ে থাকি।
ভালোবাসা দিবসের sms | Valentine's Day Sms বাংলায় |


পথের ধারে প্রথম দেখা সেই মেয়েটির, যারা চোখে মায়াবী ছোঁয়া, মিষ্টি হাসি,আমি সেই মেয়েটির প্রেমে পড়েছি, আর তুমি কি নাম না জানা সেই মেয়েটি?

ফুলে সাজিয়ে রেখেছি এই মন,তুমি আসলে দুজন মিলে সাজাবো এই জীবন,চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আসা,তুমি আসলে ডাউনলোড দিবো আনলিমিটেড ভালোবাসা। 

তোমাকে আমি কতটা ভালোবাসি জানো? ওই নিল আকাশে তারা আছে যতটা ঠিক ততটাই বা তার চেয়েও বেশি। 

জানো তোমাকে তো খুব বেশি ভালোবাসি, অনেক বেশি আপন করে পেতে চাই তোমায়।হারাতে দিবো নাহ কখনও আর যদি হারিয়েও যাও কুড়িয়ে নিবো তোমায় সাথে সাথে।

জানো আজও কারো মন খুঁজাখুঁজি হয়নি, জানো কেন? তোমার মন পাবো বলে। 
আজও কারো কোমল হাতে স্পর্শ করিনি,শুধু তোমার হাতটি ধরবো বলে। 
আজও কারো সাথে শিশির ভেজা পথে হাটিনি তোমার সাথে হাটবো বলে। 
কাউকে আজও ভালোবাসিনি শুধু তোমায় ভালোবাসবো বলে। 

মন আজকে দিচ্ছে জানান, থেকোনা আর দুরে তুমি,
ভেতর থেকে বলছে হৃদয় আজকের ভালোবাসাটা শুধু তোমার।

ভালোবাসা সেটা নয় যা ভিতরের কামনাকে জাগিয়ে তুলে৷ সত্যিকারের ভালোবাসায় থাকে নাহ কোন কামনা, থাকে শুধু প্রিয় মানুষটার সাথে শিশির ভেজা পথে একসাথে হাটার ইচ্ছা, আর সময় পেলে চুলগুলোকে এলোমেলো করে দেওয়া। 

তোমায় কাজলে রাঙানো চোখগুলোতে যতবার তাকিয়েছি, মায়ার বাঁধনে হেরে গিয়েছি ফিরে আসতে পারিনি কবু স্বাভাবিকে।
ভালোবাসা দিবসের sms | Valentine's Day Sms বাংলায় |


মন চায় আমার স্বপ্নের মায়াজাল বুনতে,মন চায় আমার ওই আকাশের তারাগুলো গুনতে,মন চায় আমার মেঘের দিনে রংধনু গুনতে, আরো বেশি মন চায় তোমাকে অনাবিল ভালোবাসতে।

তাহলে উপরের দেওয়া ভালোবাসা দিবসের sms গুলো আপনার প্রিয় মানুষটির কাছে সেন্ড করুন। 


নিজে নামাজ পড়ুন এবং প্রিয় মানুষটাকেও নামাজের প্রতি আহ্বান করুন। যাতে করে পরকালেও একসাথে থাকতে পারেন। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top