জন্মদিন মানেই হলো জীবন থেকে একটি বছর চলে যাওয়া আর নতুন বসন্তের খুঁজে জীবনকে আবার পরিচালনা করা।যখন কারো জন্মদিন থাকে তখন আমরা নানানভাবে সেই ব্যক্তিটি কে জন্মদিনের শুভেচ্ছা চেষ্টা করি।
চেষ্টা করি ভুলিয়ে দিতে তার ফেলে আসা সকল দুঃখ বেদনা কে।আর সেই ব্যক্তিটি কে শুভেচ্ছা জানানোর মাধ্যমে আমরা হয়ে উঠি তার সমস্ত প্রিয় জনের মধ্যে গুরুত্বপূর্ণ কেউ। জন্মদিনের শুভেচ্ছা জানানোর অনেকগুলো পন্থা আছে।তবে আমরা যে কারো জন্মদিনে থাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য প্রতিনিয়ত তার কাছে নতুন কোন এসএমএস সেন্ড করি।
এতে করে ওই ব্যক্তিটি কিছুটা আনন্দ অনুভব করে, এবং এটা মনে করে যে তার জন্মদিন মনে রাখার জন্য হয়তো কেউ একজন এই পৃথিবীতে আছে।
আর এই ফলশ্রুতিতে এই পোস্টটিতে আমি আলোচনা করেছি শুভ জন্মদিনের শুভেচ্ছা এসএমএস নিয়ে, যা শেয়ার করতে পারবেন আপনার প্রিয়জনের সাথে।
জন্মদিনে শুভেচ্ছা নিও যদিও বিলম্বিত, বার্থডে ট্রিট পেলে বৎস হবো বড় প্রীত। ~শুভ জন্মদিন~
আল্লাহর আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক নতুন নতুন সুখের আতিশয্যে. আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক খুশির নানান আভাস। ~শুভ জন্মদিন~
তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনের এই বিশেষ দিনটিকে এতটা বিশেষ করে তোলার জন্যে…আমার জীবনের এটা সেরা জন্মদিন ছিল এখনও অবধি…
কারো শনিবার প্রিয় দিন কারো রবিবার আমার শুধু প্রিয় একটা দিন তোমার জন্মদিন ! শুভ জন্মদিন !
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর। ** শুভ জন্মদিন **
আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে। শুভ জন্মদিন…
আজকের এই বিশেষ দিন-এ হয়ে ওঠ আরও নবীন, ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন !
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ, হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ, বেঁচে থাক হাজার বছর ..শুভ জন্মদিন…
অতীতের সব না পাওয়া গুলো ভুলে গিয়ে আগামীর স্বপ্নগুলো সত্যি করার পথে এগিয়ে চলো… শুভ জন্মদিন..
তোমার জীবন ধন অন্বেষণের মতো। তুম অর্ধেকেরও কম পৌঁছে গেছো এবং এখনও তোমার জন্য অনেক ধনকোষ অপেক্ষা করছে! তোমাকে অনেক শুভ জন্মদিনের শুভেচ্ছা।
তোর জন্য ভালোবাসা , লক্ষ গোলাপ জুঁই, হাজার লোকের ভীরে আমার, থাকবি হৃদয়ে তুই । শুভ জন্মদিন
অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে, মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে, অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে… শুভ জন্মদিন…
দারুন দিনটায় জানাই অনেক অভিনন্দন ! চলার পথে সৌভাগ্যবান থেকো ; আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি। আজ দিনটা ভালোভাবে উপভোগ কোরো। শুভ জন্মদিন !
আরও একটি বছর এসে গেলো, বেড়ে যাবে আরও একটি বাতি, কালও ছিলাম আজও আছি, তোমার জন্মদিনের সাথি। **শুভ জন্মদিন**
অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও… মন দাও বর্তমানের দিকে.. অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে… শুভ জন্মদিন….
তোর্ কথাই ভাবছিলাম ..পুরনো দিনের কথা ভেবে হাসছিলাম …শুভ জন্মদিন আমার মনের সবথেকে কাছে থাকা বন্ধুকে ..
দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন ……. কিন্তু তোমার কথা-ই শুধু ভাবছি সারাদিন ! জন্মদিনের শুভেচ্ছা !
আমার জীবনের সেরা সময় তোমার মত প্রাণবন্ত বন্ধুর সাথে বড় হওয়া জীবনকে বর্ণময় করে তোলার জন্য ধন্যবাদ।
আল্লাহর আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক নতুন নতুন সুখের আতিশয্যে. আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক খুশির নানান আভাস। ~শুভ জন্মদিন~
শতবর্ষ পূর্ণ হোক তোমার মুখের মিষ্টি হাসিতে, হৃদয় তোমার ভরে উঠুক মধুর সুরের বাঁশিতে, দুঃখ বেদনা মিলিয়ে যাক আনন্দ ভরা খুশিতে, আলোকিত হোক জীবন ফোটা ফুলের সুভাষেতে
“জীবনে যদি আসে চন্দ্রগ্রহণ অভিমানে যদি ভরে মন, এনোনা নদীর বান অকারণে দুই নয়নে,” ***শুভ জন্মদিন***
“তোমার জীবনের দূর ভবিষ্যতের উজ্জ্বলতা কামনা করি,,, সঠিক জ্ঞানের আলোতে আলোকিত হয়ে আলোময় কর পৃথিবীকে” “” ভালো থেকো “” ******শুভ জন্মদিন*****
জন্মদিনের শুভেচ্ছা, পৃথিবীর ভালোবাসা, পৌঁছবে তোমার কাছে, আমার এই আশা, এই কবিতা পরে তুমি হাসবে হয়তো, কে বা জানে উদ্দেশ্য সফল হবে, যদি এই মেসেজ একটু হাসি তোমার মুখে আনে। ~শুভ জন্মদিন~
আজ তোমার জন্মদিন ,জীবন হোক তোমার রঙ্গিন । সুখ যেনো না হয় বিলীন , দুঃখ যেনো না আসে কোন দিন। ””Happy Birthday”” সবাইতো ফুলদিয়ে উইশ করে । আমি না হয় হৃদয় দিয়ে করবো । কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে । আমি না হয় এসএমএস দিয়ে বললাম । “” শুভ জন্মদিন “”
পোস্টের ভিতরে যা থাকছে
বান্ধবী/বন্ধুকে ইমপ্রেস করার মত জন্মদিনের শুভেচ্ছা
আজকে যদি আপনার কোন শুভাকাঙ্ক্ষী বন্ধুর জন্মদিন হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুকে জন্মদিনের উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা জানানোর জন্য কিছু এসএমএস এর প্রয়োজন।
আর আপনি চাইলে নিম্নলিখিত এসএমএস গুলো কপি করে আপনার বন্ধুকে শুভেচ্ছা এসএমএস হিসেবে প্রেরণ করতে পারেন। কারণ এই এসএমএসগুলো আপনার বন্ধুকে আরো বেশি অনুপ্রেরণা যোগাবে।
তাহলে আর দেরি করছেন কেন? এখনই নিম্নে বর্ণিত সমস্ত এসএমএস থেকে আপনার পছন্দনীয় যে এসএমএসটি রয়েছে সেই এসএমএস কপি করে আপনার বন্ধুকে সেন্ড করে দিন।
দারুন দিনটায় জানাই অনেক অভিনন্দন ! চলার পথে সৌভাগ্যবান থেকো ; আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি। আজ দিনটা ভালোভাবে উপভোগ কোরো। শুভ জন্মদিন !
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ, হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ, বেচে থাক হাজার বছর ……..শুভ জন্মদিন..
আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে। জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে।আজকের দিনটা ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে , আশা করছি সব প্রিয়জনেরা পাশেই আছে। জীবনে আরো উন্নতি ,সৌভাগ্য ,ঐশ্বর্য আসুক এই কামনাই করি। শুভ জন্মদিন
ঘড়িতে ১২ র কাঁটাটা ছোঁয়ার আগেই আমি তোমাকে জানাই যে , বয়সটা তো আরো একবছর বেড়ে গেল ! ..শুভ জন্মদিন
Diner seshe bolchi bote subho jonmodin..kintu tomar kothai shudhu bhabchhi saradin ! Happy birthday
Happy Birthday in Italian,Happy Birthday in French,Happy Birthday in Greek,Happy Birthday in Swedish,Happy Birthday in Welsh,Happy Birthday in Korean,Happy Birthday in Dutch
Aj Tumar Jonmodin,Jibon Hok Tomar Ronggin, .Sukh Jeno Na Hoy Bilin, Dukkho Jeno Na Ase Konodin, Happy Birthday!!
আশা রাখি জীবনের আনন্দযাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না .. জন্মদিনের শুভেচ্ছা নিও
নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু । যা হয় না যেন শেষ । জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই এসএমএস ।** শুভ জন্মদিন **
জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা সবথেকে উজ্জ্বল ও মজার মানুষটিকে ! তোমার একটা হাসিতে আলোকিত হয়ে ওঠে চারিদিক অনেক ভালবাসা নিও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা… তোমার জীবনের গল্প লেখো নিজের হাতে… শুধু মাথায় রেখো তাতে কল্পনা ও বাস্তবের মধ্যে যেন একটা সমতা থাকে…জন্মদিনে কি বা দেব তোমায় উপহার, বাংলায় নাও, ভালবাসা, হিন্দি তে নাও পারো ! শুভ জন্মদিন
আজকের এই রাত-তোমার জন্য দেখে আনুক সুখময় নতুন এক প্রভাত, আজকের এই দিন-তোমার জন্য হোক কষ্টহীন,আজকের এই সময়-টা সুধু তোমার জন্য আর তো কারো নয়..জানায় শুভ জন্মদিন- তোমার জন্যে আজ পৃথিবীটা হয়ে যাক রঙিন..শুভ জন্মদিন!
জন্মদিন আসে যায় , সবাই আরো একবছর বড় হয়ে যায়। উপহারগুলো খোলা হয়। … ফেলে দেওয়া হয়। কিন্তু আমি চাই আমার এই শুভেচ্ছা তোমার সাথে সারাজীবন থাকুক। শুভ জন্মদিন
কোনো রাজার সিংহাসন থেকে নয় , নয় কোনো হিমালয়ের পাদদেশ থেকে , ৭ সমুদ্র ১৩ নদী ওপার থেকে নয় , আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই । HAPPY BIRTHDAY TO U
আজ তোমার জন্মদিন ,জীবন হোক তোমার রঙ্গিন । সুখ যেনো না হয় বিলীন , দুঃখ যেনো না আসে কোন দিন। ””Happy Birthday””
চোখ খুলি বা বন্ধ করি তুমি ই ভেসে আসো! মেয়ে তুমি আমায় কি এমনি ভালবাসো? ” Happy Birthday”
আল্লাহ করুন প্রতিটি বছর তোমার জীবনে খুশি নিয়ে আসুক, জীবনের প্রতিটি মুহূর্ত নতুন আনন্দের উপহার নিয়ে আসুক, পরীক্ষা যেন আসুক তোমার জীবনে, প্রতিটি পরীক্ষা শুধুই সাফল্য নিয়ে আসুক! ~শুভ জন্মদিন~
কোনো রাজার সিংহাসন থেকে নয় , নয় কোনো হিমালয়ের পাদদেশ থেকে , ৭ সমুদ্র ১৩ নদী ওপার থেকে নয় , আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই । HAPPY BIRTHDAY TO U
শুভ জন্মদিন বোন
এছাড়াও আপনার আদরের বোনের যদি জন্মদিন থেকে থাকে, তাহলে তাকেও আপনি চাইলে নিম্নলিখিত এসএমএস গুলো থেকে যে কোন একটি এসএমএস সেন্ড করে শুভেচ্ছা জানাতে পারেন।
নিম্নলিখিত প্রত্যেকটি এসএমএস যে কারো সম্পূর্ণ কপি করার অনুমোদন রয়েছে, তাই আর দেরি না করে এখুনি এসএমএস গুলো কপি করে নিন।
আজ তোমার জন্মদিন ,জীবন হোক তোমার রঙ্গিন । সুখ যেনো না হয় বিলীন , দুঃখ যেনো না আসে কোন দিন। ””Happy Birthday””
অতীতের সব না পাওয়া গুলো ভুলে গিয়ে আগামীর স্বপ্নগুলো সত্যি করার পথে এগিয়ে চলো… শুভ জন্মদিন..
মিষ্টি সোনা যেন ছোট্ট পড়ি, জন্মদিনে বেশতো ভারী। সুন্দর কাটুক সারাটাদিন। মিষ্টি সোনার শুভ জন্মদিন।
গ্রীষ্মের ফুলগুলি, বর্ষার অঞ্জলী, শরতের গিতালী, হেমোন্তের মিতালী, শীতের পিঠাফুলি, বসন্তের ফুলকলী, এমনি করে ভরে থাক তোমার জীবনের দিনগুলি । … শুভ জন্মদিন …
আজকের এই শুভ জন্মদিনে কি দিব তোমায় উপহার? আমার এই ছোট্ট ঝুড়ি তে শুধু আছে ভালোবাসা নেই তো আর কোন কিছুর সমাহার` আকাশের পানে তাকিয়ে দেখো ওই লাল সূর্যটা আজ হাসছে, পাখিগুলো গান গাইছে, গাছেরা নাচিতেছে আপন তালে, তাহলে সবাইকে বলেছি আমি তোমাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে”
চলার পথে তোমার সাথে বেশি ঝগড়া হয়েছে, তর্কাতর্কি ও কম হয়নি, তবুও আরেকটি বসন্তে পাড়ি জমিয়েছে আমরা দুজনে একসাথে, সুন্দর এই ভুবনে সবচেয়ে আনন্দময় জীবন হোক তোমার, যে জীবনটাতে ধরা দেবে না কোন দুঃখ, সারাক্ষণ হাসি আর আনন্দে ভরে যাবে প্রতিটি ক্ষণ` আমি পুরোপুরি কৃতজ্ঞ আজকের এই দিনটার উপর, কারণ এই দিনেই জন্মেছিলে তুমি সুন্দর ধরার বুকে’ যার ফলশ্রুতিতে পেয়েছিলাম তোমার মত একজন অসাধারণ প্রিয় মানুষ`শুভ জন্মদিন
আমার ছোট্ট পরী, তুই আমার জীবনে দিনের আলো রাতের তারা। তোর জীবনের প্রতিটা দিন হয়ে উঠুক আনন্দময় আর খুশিতে ভরপুর। শুভ জন্মদিন” সূর্যের মতো তেজি হও, ফুলের মতো নরম যেখানেই যাও ভালোবাসা পাও এই আশীর্বাদই করি।জন্মদিনে অনেক আদর আর ভালোবাসা। তোমার প্রতিটা জন্মদিন খুব সুন্দর মুহূর্ত আর স্মৃতি নিয়ে আসে। তোমার হাসি দেখে আমার প্রাণ জুড়িয়ে যায়। সারাজীবন এভাবেই হেসে-খেলে কাটাও, এই প্রার্থনাই করি। শুভ জন্মদিন”
জীবনের পাতা থেকে হারিয়ে গেছে আরেকটি বছর, হয়তো গত বছরে কত দুঃখ কষ্টে লেগেছিল তোমার জীবনে, আঁধারে ঘেরা এ সমস্ত দিন গুলো পিছনে ফেলে পাড়ি জমিয়েছে নতুন একটি ক্ষণে” এটাই তো তোমার শুভ জন্মদিন`
দেখতে দেখতে তুমি অনেক বড় হয়ে গেলে, জীবনে জড়িয়ে গেলে আরেকটি নতুন বছরে` তবুও তুমি আমার কাছে রয়ে গেছো সেই আগের মতো,হোক সেটা ভালোবাসায় কিংবা মায়ায়” ফেলে আসা বছরে হয়তো অনেক কষ্টের সম্মুখীন হয়েছ তুমি, জীবনের মানেটা বুঝে নিয়েছো তুমি, তবে এই শুভ জন্মদিনে নতুন বছরে হকনা কোন দুঃখ তোমার, এই শুভ আশা শুধুই আমার”।
বিচিত্র এই ধরণীর বুকে দিবে না কখনো দুঃখ ধরা তোমায়, সুখের অনাবিল ছায়া ভড়ে যাবে জীবন তোমার, এই কামনায় জানাই তোমায় জন্মদিন” আজকে সমস্ত পাখিগুলো একত্র হয়েছে, মরা গাছগুলিতে নতুন পাতা গজিয়েছে, ফুরিয়ে গিয়েছে সমস্ত দুঃখের সাগর’ হাতের নাগালে এসেছে তোমার শুধুমাত্র আনন্দের প্রহর’ কারণ আজকে তোমার শুভ জন্মদিন”
জীবনে চলার পথে হয়তো তুমি একবার থমকে গিয়েছিলে, এটা কি কোন স্বপ্ন ছিল? তাহলে কেন এভাবে থমকে গিয়েছিল তুমি , সমস্ত দুঃখ যেন গ্রাস করেছিল তোমার, তবুও তো তুমি দমে যাওনি, পিছনের সমস্ত দুঃখ গুলো ভুলে পাড়ি জমিয়েছো নতুন একটি বসন্তের খুঁজে, আর এটাই তোমার শুভ জন্মদিন””
আজকের এই দিনের মতো তোমার জীবনের প্রত্যেকটি দিন হোক শুভ ময়, দুঃখ যেন না দেয় তোমার, শুভক্ষণ থাকে সব সময়” রাত যায় দিন আসে, সূর্যটা আকাশে ভাসে, সবাই তাকে সুদিনের আশায়, আর আমি থাকি বন্ধু তোমার জন্মদিনের আশায়” অতীতের সমস্ত না পাওয়ার দুঃখের ছড়াছড়ি গুলো ভুলে, এগিয়ে চলো নতুন গন্তব্যের পথে, এগিয়ে চলো নতুন বসন্তের খুঁজে” সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পুরন হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর । ** শুভ জন্মদিন *
রাজার আছে অনেক ধন, আমার আছে সুন্দর মন, পাখির আছে ছোট্ট বাসা, আমার মনে একটি আশা, দিবো তোমায় ভালোবাসা। খুশির আকাশে পাল তুলে যেও চিরদিন, হাসি আর গানে শোধ হয়ে যাবে যত ঋন, আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত, কোনদিন ছেড়ে দিওনা এই বন্ধুত্বের হাত।
জন্মদিনের শুভেচ্ছা প্রিয়তমা স্ত্রী
এছাড়াও আপনার আদরের প্রিয়তমা স্ত্রী যদি জন্মদিন থেকে থাকে, তাহলে তাকেও আপনি চাইলে নিম্নলিখিত এসএমএস গুলো থেকে যে কোন একটি এসএমএস সেন্ড করে শুভেচ্ছা জানাতে পারেন।
নিম্নলিখিত প্রত্যেকটি এসএমএস যে কারো সম্পূর্ণ কপি করার অনুমোদন রয়েছে, তাই আর দেরি না করে এখুনি এসএমএস গুলো কপি করে নিন।
জন্মদিন প্রতি বছর আসবে, কিন্তু সময় কখনো থেমে থাকবে না। সময়ের সঠিক ব্যবহার না করলে একটার পর একটা জন্মদিন আসবে কিন্তু জীবনে সফলতা আসবে না। তোমার ভবিষ্যতের উন্নতি কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।“
আজকের এই রাত-তোমার জন্য দেখে আনুক সুখময় নতুন এক প্রভাত, আজকের এই দিন-তোমার জন্য হোক কষ্টহীন, আজকের এই সময়-টা সুধু তোমার জন্য আর তো কারো নয়..জানায় শুভ জন্মদিন- তোমার জন্যে আজ পৃথিবীটা হয়ে যাক রঙিন.. শুভ জন্মদিন!
শুভ জন্মদিন দোস্ত। ৫০০ টাকা ধার দিতে পারবি? তোরে জন্মদিনের উপহার দিবো।“