বরাবরের মতো ফেসবুকে আমাদের সকলেরই নজর থাকে নতুন কোন স্টাইলিশ আইডি দিকে, যাতে করে ফেসবুকে আমাদেরকে প্রদর্শন করা হয় ভিন্নভাবে।
আর সেটা যদি হয় সিঙ্গেল নামের কোনো ফেসবুক একাউন্ট তাহলে তো আর কোনো প্রশ্নই নেই।
এটা যেন অমৃত সুধার মতো, যা আমাদের মন ভুলিয়ে দেয়। এবং ফেসবুকে কোন সিঙ্গেল নামের অ্যাকাউন্ট দেখলে আমাদের ইচ্ছে হয় এরকম সিঙ্গেল নামের একাউন্ট খুলতে।
তাহলে কিভাবে খুলবেন সিঙ্গেল নামে ফেসবুক একাউন্ট? জানতে হলে আজকের এই পোস্টটি শেষ পর্যন্ত দেখুন।
আপনি হয়তো এরকম কয়েক শত টিউটরিয়াল দেখেছেন কিন্তু সফলতা পাননি, তবে আজকের এই পোস্টের মাধ্যমে 100 ভাগ নিশ্চয়তা সহকারে আপনি ফেসবুকে সিঙ্গেল নাম তৈরি করতে পারবেন।
আপনি নতুন ফেইসবুক একাউন্ট এ সিঙ্গেল নাম তৈরি করতে পারবেন না, এর জন্য আপনার আগে থেকে কোনো ফেসবুক একাউন্ট থাকতে হবে।
কিংবা আপনি চাইলে প্রথমে একটি ফেসবুক একাউন্ট খুলে তারপর তার নাম পরিবর্তন করতে পারবেন। যেহেতু প্রথমদিকে ফেসবুকে আপনি একসাথে দুই বার নাম পরিবর্তন করার সুযোগ পান।
তাই আগে ফেসবুক একাউন্ট খোলা হয়ে গেলে প্রথমে আপনি নিচের দেয়া ভিপিএন ফ্রিতে ডাউনলোড করে নিন।
Download VPN
ডাউনলোড করা হয়ে গেলে ভিপিএন এর প্রক্সি কে ইন্দোনেশিয়াতে কানেক্ট করে দিন।
কারণ ফেসবুকে সিঙ্গেল নাম তৈরি করার জন্য ইন্দনেশিয়া প্রক্সি ছাড়া অন্য কোন প্রক্সিতে কানেক্টেড করে আপনি পারবেন না।
এটা সিম্পল একটা বিষয় আপনি যখনই ভিপিএন এ ঢুকবেন তখনই অনেকগুলো দেশে প্রক্সি দেখতে পারবেন। এখান থেকে ইন্দোনেশিয়াতে ক্লিক করে তারপর কানেক্ট এ ক্লিক করুন।
ভিপিএন কানেক্ট করা হয়ে গেলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন। তারপর যথাক্রমে নাম চেঞ্জিং অপশনে চলে যান।
এবং এখানে লাস্ট নেম মুছে দিন শুধুমাত্র ফাস্ট নেমে জায়গায় যে নামটি আপনি বসাতে চান তা বসিয়ে দিন। এরপর রিভিউ চেঞ্জ ক্লিক করুন।
তাহলে এবার আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেয়ার মাধ্যমে নামটিকে সেভ করে নিতে পারবেন।
যার মানে হল আপনি সফলতার সাথে ফেসবুকে সিঙ্গেল নাম এর অ্যাকাউন্ট তৈরি করতে পেরেছেন। স্বাগতম আপনাকে।