ফেইসবুকের আইডির নাম সবার থেকে আলাদা হোক এটা সাধারনত এটাই আমাদের সকলের ইচ্ছা।
আমরা সবসময় এটা চাই যে ফেইসবুকে আমরা অন্যদের থেকেও আলাদা হই, যাতে সবাই আমাদের গুরুত্ব দেয়।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে 420 নামের আইডি তৈরী করতে হয়।এটা একদম সিম্পল একটা প্রসেস। এর জন্য আপনাকে কোন ধরনের ভিপিএন ব্যবহার করতে হবে।
তাছাড়া এই প্রসেসে আপনি যেকোন ধরনের জামেলা ছাড়াই এই আইডিটি তৈরী করতে পারবেন।
এর জন্য প্রথমে আপনি আপনার ফেইসবুক একাউন্টে লগ ইন করুন।
তারপর Setting এ চলে যান। এবং তারপর Account Information-Name-Change Name
তারপর আপনাকে একটা সিম্বল ব্যবহার করতে হবে। আর সিম্বল টি:Կ. Ձ. Օ.
তারপর আপনি আপনার Name Change Option এ চলে যান।
তারপর First name, Middle name and last name এ সিম্বল তিনটি ভালোভাবে বসিয়ে দিন।
তাহলেই কাজ হয়ে যাবে।
অসুবিধা হলে নিচে দেওয়া স্ক্রিনশটটি ফলো করতে পারেন।তাহলে কাজটা আরো সহজ হবে।
এরকম করার পর আপনি যেকোন একটি নাম চয়েজ করেন৷ যেটা আপনার ইচ্ছা।
নাম চয়েজ করা শেষ হয়ে গেলে আপনি আপনার ফেইসবুকের পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিন।
তাহলেই কাজ শেষ। এখন আপনি আপনার ফেইসবুক একাউন্টের প্রোফাইলে ভিজিট করলে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
এই সেই সিম্পল প্রসেস আপনি যদি উপরের তথ্য অনুযায়ী কাজ করেন তাহলে আপনি এইরকম একটি স্টাইলিশ আইডি তৈরী করতে সক্ষম হবেন।