পুতুল আমাদের সকলেরই কম বেশি পছন্দের। এখন এই পছন্দের জিনিসটি যদি আপনার ফেইসবুকের নাম হয় তাহলে কেমন হয়?
আমি কি মজা করছি? আসলেই নাহ৷ এরকমও সম্ভব, একটি পুতুল নামের ফেইসবুক একাউন্ট খুলা।
কিংবা আপনি যদি আপনার যেকোন অল্ড আইডিটার নামটাকে বদলে পুতুল নাম আইডি করে ফেলতে পারবেন তাও খুব সহজেই।
এই বিষয়টা শুনতে যতটা না কঠিন মনে হয়, এই আইডিটা তৈরী করা ঠিক তার চেয়েও আরো সহজ।
আপনি নিজেই এটা তৈরী করতে পারবেন।এটা দেখতে যেমন সুন্দর তেমনি আপনার প্রিয়জনকেও গিফ্ট করতে পারবেন।
মজার ব্যাপার হলো আপনি অন্যান্য রকমের স্টাইলশি আইডি অনেক বেশি পরিমানে দেখতে পারবেন।
কিন্তু পুতুল নামের আইডি আপনি ফেসবুকে খুব কম পরিমানে দেখতে পারবেন৷
এতে করে আপনার আইডিটা সবার চেয়ে আলাদাভাবে দেখা যাবে।
এটা একটা ফ্রি এবং সিম্পল প্রসেস।এর জন্য আপনাকে কোন ধরনের ভিপিএন ব্যবহার করতে হবে নাহ।
অর্থাৎ ভিপিএন কানেক্টের জামেলা থেকে অন্তত আপনি বাচতে পারবেন। শুধুমাত্র একটি সিম্বল ব্যবহার করতে হবে।
এর জন্য প্রথমে আপনার ফেইসবুকের Setting অপশন থেকে Personal Information এ গিয়ে নাম চেন্জ অপশনে যান।
এর পর আপনাকে নামের যায়গায় সিম্বলটি বসাতে হবে। তাহলেই কাজ শেষ।
সিম্বল টি হলোঃ-1st name =(ဗီူံဗီူံ)
2nd ফাকা রাখুন
3rd Name=(ဗီူံဗီူံ)
না পারলে নিচের স্ক্রিনশটটি ফলো করতে পারেন।
এবার নামটি সেভ করার জন্য আপনার ফেইসবুকের পাসওয়ার্ড দিয়ে, তারপর রিভিও চেন্জ অপশনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে।
আশা করি এখন আপনি আপনার ফেইসবুক আইডির নাম চেন্জ অপশনটি উপলব্ধি করতে পারবেন।