ফেসবুকে নাম ছাড়া আইডির দিকে আমাদের একটু বেশিই নজর থাকে।
অবশ্যই আপনি ফেইসবুকে যতটা স্টাইলিশ আইডি দেখেছেন কিংবা দেখবেন আপনার ফেসবুকে নাম ছাড়া আইডির দিকে একটু বেশিই নজর যাবে।
কারন এটা যে শুধু দেখতে সুন্দর তা নয় আপনার এই আইডিটা দেখলে যেকোন সাধারন পাব্লিক থমকে যাবে।
কিন্তু এই কল্পনাগুলো তখনই সত্যি হবে যখন আপনি একটা অদৃশ্য অর্থাৎ ব্লাঙ্ক আইডি তৈরী করতে পারবেন?
আজকের এই পোষ্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি ব্লাঙ্ক আইডি তৈরী করবেন?
এটা সবচেয়ে সহজতর একটা বিষয়। এর জন্য আপনাকে কোন ভিপিএন এর সাহায্য নিতে হবে নাহ।
কোন ধরনের ভিপিএন ছাড়া আপনি ব্লাঙ্ক আইডিটি তৈরী করতে পারবেন। শুধুমাত্র এই পোস্টটিকে শেষ পর্যন্ত ফলো করতে থাকুন।
এর জন্য আপনাকে আপনার ফেইসবুকের Name Change অপশন এ যেতে হবে। এটা সবাই পারেন হয়তো বলা লাগবে নাহ।
আপনি আপনার ফেইসবুক একাউন্ট থেকে Setting -Personal Information এ গেলে এটা দেখতে পারবেন।
তারপর আপনাকে একটি অদৃশ্য টেক্সট ব্যবহার করতে হবে। যার সাহায্যে আপনার কাজটি হয়ে যাবে৷
কোডটি নিচে থেকে কপি করুন। এটা একটি অদৃশ্য টেক্সট।
Code link:-Download Invisible Text.
ডাউনলোড শেষে কোডটি কপি করা হয়ে গেলে এটা যথাযতভাবে First name এবং Second name এ বসিয়ে দিন।
Middle name অপশনটি আপনি ফাকা রাখতে পারেন।এখানে কিছু দিতে হবে নাহ।
তারপর সেভ সেটিংয়ে ক্লিক করে৷ আপনার পাসওয়ার্ড দিয়ে সেভ করে বেরিয়ে আসুন৷
তাহলেই আপনার কাজ শেষ। আপনি এখন প্রোফাইলে ভিজিট করলে পুর্বের ন্যায় আপনি আপনার একাউন্ট এর কোন নাম দেখতে পারবেন নাহ।
যার মানে হলো আপনি সফলভাবে ফেসবুকে নাম ছাড়া আইডি তৈরী করতে সক্ষম হয়েছেন।
I like the helpful information you provide in your articles.
I will bookmark your weblog and check again here frequently.
I’m quite sure I’ll learn many new stuff right here!
Best of luck for the next!