“ফেইসবুক”বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত সোসিয়াল গনমাধ্যম। এবং নিঃসন্দেহে এটা সবচেয়ে জনপ্রিয় সোসিয়াল গনমাধ্যম৷
যত দিন যাচ্ছে এটার জনপ্রিয়তা অনেক বেড়ে যাচ্ছে।তাছাড়া এখন প্রায় সবাই তাদের অবসর সময়টা ফেসবুকে কাটাতে ভালোবাসেন।
ফেইসবুক নিয়ে আমাদের অনেকেরই অনেক কৌতুহল আছে। আর তার মধ্যে একটি হলো স্টাইলিশ আইডি।
যদিও কৌতূহল থাকা সত্তেও আমরা সাধারণত স্টাইলিশ আইডি তৈরী করতে পারি নাহ৷
আইডি তৈরী করার জন্য অনেকের কাছে যেতে হয় অনেকে গিফ্ট করে আবার অনেকে আশা দিয়ে নৈরাশ করে।
আজকের এই পোষ্টে আমি আলোচনা করবো কোন রকমের ভিপিএন ছাড়া একটি Ak-47 একটি আইডি ক্রিয়েট করবেন।
এই আইডিটার অসাধারন দেখতে । যার কারনে সবাই এই আইডিটা তৈরী করতে চায়।
এর জন্য প্রথমে আপনার ফেইসবুক আইডিতে লগ ইন করতে হবে। যে আইডিটা আপনি স্টাইলিশ করতে চান।
তারপর প্রসেসটা ফলো করতে পারেন।
লগ ইন করা হয়ে গেলে Setting- Personal Information- Name.
যখন আপনি নাম সেটিংয়ে চলে যাবেন। তখন আপনাকে একটি সিম্বল ব্যবহার করতে হবে।
আর সিম্বলটি হলো 1st name .(气亠 亠)
2nd ফাকা রাখুনঃ
3rd=(ジ气覀)
আপনাকে যা করতে হবে শুধু সিম্বলটি কপি করতে হবে।
বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রিনশটটি ফলো করতে পারেন।
কাজ ঠিকমত হয়ে গেলে পরের পেজে আপনি এই নামানুযায়ী আরো কয়েকটি নাম দেখতে পারবেন।
নামটি সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে আপনার ফেইসবুকের পাসওয়ার্ড দিতে হবে।
আপনি যখন আপনার আইডির পাসওয়ার্ডটি সঠিকভাবে দিয়ে দিবেন তখন আপনি আপনার ফেইসবুকের প্রোফাইল ভিজিট করবেন।
কি দেখতে পাচ্ছেন। স্বপ্নের Ak-47 ফেইসবুক আইডি।
ব্যাস কাজ হয়ে গেলো। আপনি যদি আমার দেওয়া তথ্যমতো কাজ করেন তাহলে আপনি নিশ্চয়ই সফল হবেন৷
এবং Ak-47 আইডি তৈরী করতে পারবেন।