আমাদের সকলেরই পুরনো ফেসবুক আইডির দিকে একটু বেশি নজর থাকে! অর্থাৎ আমরা সব সময় এটা চাই যে আমরা যে কোন একটি পুরনো আইডি ব্যবহার করি।
আর পুরনো আইডি ব্যবহার করা অনেক সুবিধা আছে তার মধ্যে একটি ভাল সুবিধা হলো এই আইডি গুলা এত সহজে নষ্ট হয় না।
এবং কেউ যদি এই সমস্ত আইডিতে রিপোর্ট করে নষ্ট করতে চায় তাহলে তাকে অনেক কষ্ট করতে হয় এবং অসংখ্য রিপোর্ট করতে হয়।
আর আপনি এই সমস্ত আইডি দিয়ে যদি কারো আইডি কে ক্লোন করে রিপোর্ট করেন তাহলে খুব সহজেই তার আইডিকে ডিজেবল করে দিতে পারেন।
এই পোস্টে আমি আলোচনা করেছি- কিভাবে আপনি ইউএসএ এর ফোন নাম্বার দিয়ে খুব সহজে অনেকগুলা অল্ড ফেসবুক আইডি এক্সেস নিবেন
এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এ পোস্টটিকে শেষ পর্যন্ত ফলো করুন!
প্রথমে নিচের থেকে এপস টি কে ডাউনলোড করে নিন। যেখানে আপনি ইউএসএ নাম্বার পাবেন এবং যা দিয়ে সকলেই কমবেশি ফেইসবুক আইডি খুলে থাকে।
Link:Download Apk
কিছু কথাঃ
আপনি হয়তো এখানে অনেক গুলা ফোননাম্বার পাবেন এবং আপনার ইচ্ছা করবে ওই নাম্বার গুলোকে আপনার ফেসবুক আইডিতে যুক্ত করার।
মোট কথা হল এই ভুল কাজটি কখনো করবেন না! তার কারণ হলো এই অ্যাপসটি এতটা সক্রিয় নয়।
অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলেছেন অন্য কোন গ্রাহক যদিও অ্যাপসটিতে লগইন করেন তাহলে আপনার নাম্বারটি পেয়ে যেতে পারে।
আর এতে করে সে যদি ফরগোটেন পাসওয়ার্ড এ ক্লিক করে তাহলে খুব সহজেই আপনার ফেসবুক আইডিটা কে সে হ্যাক করে নিতে পারবে।
তাই কোনরকমে এই ভুল কাজটি করবেন না!
তো প্রথমেই অ্যাপস টি ডাউনলোড হয়ে গেলে অ্যাপস টি ওপেন করুন এবং নিচের মত যে কোন একটি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একটি একাউন্ট খোলার চেষ্টা করুন।
একাউন্ট খোলার পরে তারা আপনার কাছে যে সমস্ত এক্সেস চাইবে এই গুলা ইচ্ছা থাকলে দিন কোন সমস্যা হবে না। আর যদি ইচ্ছা না থাকে তাহলে এড়িয়ে চলুন।
তারপর একটি কান্টি কোড দিতে হবে যা দ্বারা যেকোন একটি দেশের নাম্বার তৈরী হয়। আপনি চাইলে এখানে দুইটা কোড ব্যবহার করতে পারেন।
আর সেগুলো হলো 712 এবং 815! আমি নিচে 712 দিয়েছি আপনি চাইলে 815 দিতে পারেন এগুলা ইউএস এর নাম্বার গুলোর সিরিয়াল।
সবকিছু ঠিক থাকলে এবার আপনি নিচের স্ক্রীনশটএর মত দেখতে পারবেন তারা আপনাকে অনেক গুলা নাম্বার দিয়েছে।
এখান থেকে যেকোন একটি নাম্বার সিলেক্ট করুন এবং continue-তে ক্লিক করুন!
তাহলেই আপনি ওই নাম্বারের ড্যাসবোর্ডে যেতে পারবেন!
এবার নাম্বার টি কে কপি করুন এবং যে কোন ব্রাউজারের ফেইসবুক এর ওয়েবসাইটে যান এবং ফরগেট পাসওয়ার্ড এ ক্লিক করুন।
এবং এখানে এই নাম্বারটি দিন, ভাগ্য যদি ভাল থাকে তাহলে আপনি আইডি পেতে পারেন! অন্যথায় নয়।
তবে একটা কথা নিজের অভিজ্ঞতা থেকে বলি আপনি এখানে প্রতি 100 টা সার্চের মধ্যে প্রায় 70 থেকে 80 টা ফেসবুক আইডি পেতে পারেন।
তবে এখান থেকে কিছু আইডি ফেসবুকে থাকবে কিংবা অন্য যে কোন সিকিউরিটি সমস্যা থাকবে আপনি ওই নাম্বার গুলো দিয়ে এগুলা বাইপাস করতে পারবেন।
দেখেন আমি আমার নাম্বার দিয়ে সার্চ করেছি এবং একটি আইডি পেয়েছি এবার continue-তে ক্লিক করুন!
তাহলেই দেখবেন এই অ্যাপসটিতে যে নাম্বার আপনি দিয়েছেন ওই নাম্বারে একটি কনফারমেশন কোড গেছে।
আর আপনি ওই কোডটি এখানে বসিয়ে দিলেই তারা আপনাকে সাজেস্ট করবে একটি নতুন পাসওয়ার্ড সিলেক্ট করতে!
আপনি এখানে একটি নতুন পাসওয়ার্ড দিলেই ওই আইডিটা আপনি পেয়ে যাবেন।
দেখুন আইডিটা 2013 সালের আমি যথাযথভাবে এক্সেস নিতে সক্ষম হয়েছি!
তবে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে আর সেটা হলো আপনাকে অবশ্যই ধৈর্য্যসহকারে কাজ করতে হবে।
এমনও হতে পারে আপনি সব সময় পুরাতন আইডি নাও পেতে পারেন কিন্তু একটুও হার্ড ওয়ার্ক করলে এটা অসম্ভব নয়।
আর এই সেই সিম্পল প্রসেস যার মাধ্যমে আপনি অনেক পুরনো ফেসবুক আইডি কে নিজের করে নিতে পারবেন।