হ্যাকার আসলে কারা? কিভাবে ফাপরবাজ হ্যাকারদের চিনবেন?

আচ্ছা হ্যাকারদের কাছে কি কোন সোনার কাঠি আছে? যার সাহায্যে তারা খুব সহজেই যে কোন কিছু হাতিয়ে নিতে পারে।

দুঃখজনক হলেও সত্যি যে বর্তমানে আপনি  প্রতি হাজার ফেসবুক ইউজার এর মধ্যে কমপক্ষে পাঁচশত জন হ্যাকার পাবেন।

আসলে এরা কি হ্যাকার নাকি ফাপরবাজ?আসলে আমরা সাধারন ইউজারদের যদি কেউ একটু হুমকি দেয়- “বেশি কথা বলিস না নয়তো তোর আইডি হ্যাক করে দেব”

তাহলে আমাদের মাথা কাটা পড়ে গেলো। আমরা এতটাই ভয় পাই যে আমাদের ফেইসবুক থেকে উদাও হয়ে যাই। আমাদের ফেসবুক আইডিকে কিছু দিনের জন্য ডিএক্টিভ করার মাধ্যমে।  

আমরা আসলে তখন গুটিসুটি হয়ে বসে থাকি। আসলে এ ছাড়া আর কি উপায় আছে?

তারা কি আসলেই হ্যাকার?

আচ্ছা বলুন তো হ্যাকার কারা?

হ্যাকার আসলে তারাই যারা আপনার অনুমতি ছাড়াই আপনাকে না জানিয়েই আপনার যে কোন ইনফরমেশন অবৈধভাবে দখল করে।

তাহলে উপরে বর্ণিত হ্যাকার কি আসলেই হ্যাকার? নাকি অন্য কিছু!

আমার ধারণা মতে ও কেউ যদি আপনাকে এরকম হুমকি দিয়েছে তোমার আইডি আমি হ্যাক করে দেবো। এরকমটা কেউ বললে তাহলে তার চ্যালেঞ্জটা একসেপ্ট করুন।

ভয় পাবেন না! কারণ এরা আসলে হ্যাকার নয় এরা হলো গুটিবাজ।

আপনাকে এরকম কথা বলার পরে আপনি বলে দিবেন  হ্যাক করে দেখা তো আমার আইডিটা?

দেখবেন ভয় এর ছুটে সেই হ্যাকারই নিজের আইডি ফেসবুক থেকে গুম করে দেবে🤣

একটা কথা সবসময় মনে রাখবেন যে হ্যাকাররা কখন আপনার আইডি টি আপনাকে হুমকি দিয়ে হ্যাক করবে না।

তারা আসলেই সাইলেন্ট কিলার। আর আপনার অজান্তেই আপনার আইডিটা কে তারা নিজেদের দখলে নিয়ে নেবে।

কিন্তু প্রফেশনাল হ্যাকার নাকি আসলেই আমাদের মত সাধারণ মানুষের আইডি হ্যাক করার পিছনে সময় ব্যয় করবে?

একটা কথা সবসময় মনে রাখবেন-  হ্যাকাররা কখনোই অন্যের স্বার্থ হাসিলের জন্য কারো ফেসবুক আইডি হ্যাক করবে না?

আপনার আইডি হ্যাক করতে হুমকি দেওয়া টা তো অনেক দূরের ব্যাপার!

তাই আমার একটাই অনুরোধ কেউ যদি আপনাকে এরকম হুমকি দেয় তোর আইডি হ্যাক করে দেবো এরকম কিছু একটা।

তাহলে ভয় না পেয়ে আপনিও তাকে চ্যালেঞ্জ করুন!

আমি জোর গলায় বলতে পারি যে এরকম হ্যাকারের 99% জন আপনার আইডিটি হ্যাক করতে সক্ষম হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top