ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক এ যেন এক শিল্প কলায় পরিণত হয়েছে।
অনেক সময় অনেকেই বলে আমার পার্সোনাল ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে!😑
আসলে আপনি যদি আপনার আইডিতে পুরোপুরি সিকিউরিটি দিয়ে থাকেন। অর্থাৎ আমার আগে বর্ণিত পোস্ট গুলো ফলো করেন থাকেন তাহলে কখনো আপনার আইডিটি হ্যাক হবার নয়!
আপনার আইডিটি হ্যাক হওয়ার মূলে রয়েছে আপনার সিকিউরিটি দুর্বলতা!আপনার আইডির দুর্বলতার সুযোগ নিয়ে খুব সহজেই যে কেউ আপনার আইডিতে এক্সেস নিয়ে নিতে পারে।
আর আইডিটি হ্যাক হয়ে যাওয়ার পর প্রশ্নটা এভাবে দাঁড়ায়? যে কখনো কি আমার আইডি থেকে আর ফিরে পাবো না?
আপনার যদি প্রশ্নটি এরকম হয় তাহলে আমার উত্তরটা হ্যাঁ!
আপনি চাইলে আপনার আগের পাসওয়ার্ড দ্বারা আপনি খুব সহজে আপনার হ্যাক হয়ে যাওয়া আইডি আবারও রিকভার করতে পারবেন।
তো আপনার আইডিটি হ্যাক হয়ে যায় এবং আপনি যদি ওই আইডি টি রিকভার করতে চান তাহলে আমাকে ফলো করুন!
এর জন্য প্রথমে আপনি ওয়েব পেইজ টি কে ডেক্সটপ করে নিয়ে তারপর ভিজিট করুন Hacked Recover এই লিংক!
আপনি যখন এই লিংকে ভিজিট করবেন তখন আপনার আগের সকল আইডি গুলোকে লগ আউট করে রাখুন এই ব্রাউজার থেকে।
এই লিংকে ভিজিট করার পর আপনি নিচের পেইজ এর মত একটি পেইজ দেখতে পারবেন!
এখানে উপরের স্ক্রীনশট এর মত ক্লিক করার পর আপনি আরেকটি পেইজ দেখতে পারবেন সেখানে আপনি আপনার আইডি সার্চ করে নিন!
এখানে আপনার ইমেইল কিংবা ফোন নাম্বার দিয়ে আপনার আইডিটি কে পেতে পারেন।
কিন্তু দুষ্কৃতিকারী যদি এগুলো চেঞ্জ করে নেয় তাহলে আপনি আপনার আইডি যে নামটি আছে, সে নামটি সার্চ করলেই আপনার আইডিটি কে পেয়ে যাবেন!
আইডিটি কে পাওয়ার পর আপনি নিচের স্ক্রীনশটএর মত কাজ করতে থাকুন!
এবার আপনাকে আপনার আইডির অল্ড পাসওয়ার্ডটি দিতে হবে যেটা আপনি কি সর্বশেষ পরিবর্তন করেছিলেন!
অল্ড পাসওয়ার্ডটি ঠিক থাকলে আপনি নিচের স্ক্রীনশটএর মত একটি পেইজ দেখতে পারবেন যেখানে আপনাকে তারা বলবে একটি সম্পূর্ণ নতুন নাম্বার দেওয়া জন্য।
এখানে একটি ইউনিক নাম্বার দিন কারণ এতে ফেসবুক কর্তৃপক্ষ ভেরিফিকেশন কোড পাটাবে যা দিয়ে নাম্বারটিকে কনফার্ম করতে হবে।
———-
এরপর সবকিছু ঠিক থাকলে ফেইসবুক আপনার আইডিটি কে আনলক করে দেবে এবার আপনি ওকে তে ক্লিক করুন!
এটা ক্লিক করার পর আপনি নিচের স্ক্রীনশটএর মত একটি পেইজ দেখতে পারবেন, এবং আমি যে অপশনটি সিলেক্ট করেছি সেই অপশনটিকে আপনিও সিলেক্ট করুন।
এবার আপনি “Get Started“এটাতে ক্লিক করুন!
এবার আমি নিচের স্ক্রীনশট যে অপশনটি সিলেক্ট করেছি আপনিও এটায় ক্লিক করুন!
তাহলে আপনি নিচের স্ক্রীনশটএর মত আরেকটি পেইজ দেখতে পারবেন যেখানে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন পাবেন।
অর্থাৎ এখানে আপনি আপনার আইডির জন্য একটি নতুন পাসওয়ার্ড দিতে পারবেন।
তাহলেই আপনার কাজ শেষ! এবার আপনি আপনার আইডি টির নিউজ ফিড যেতে পারবেন!
আর এভাবেই আপনি আপনার হ্যাক হয়ে যাওয়া যেকোন ফেসবুক একাউন্টকে রিকভার করতে পারবেন।
আমার আইডি hack হইছে
ইনফোরমেশন দিয়ে আমাদেরকে মেইল করুন, আমরা চেষ্টা করবো উদ্দারের জন্য।
ভাইয়া আমি আমার পারসোনাল নম্বর দিয়ে ফেইসবুক আইডি খুলছিলাম,কিন্তু পরশুদিন আমার ফেইসবুক আইডিটা suspended করে দিছে,কিন্তু যে নম্বর দিয়ে আইডি খুলছিলাম সে নম্বর টা দিয়ে সার্চ দিলে আইডিটা আসে,পাসওয়ার্ড দিলে ভুল মাতাই।এখন আমি সঠিক বুজতেছি না-আইডি টা হ্যাক হয়েছে নাকি suspended হয়ে গেছে।
আমাকে সাহায্য করার জন্য অনুরোধ রইলো ভাইয়া।
[email protected] এই ইমেইলে আপনার ফোন নাম্বার দিয়ে রাখতে পারেন! সময় করে কল দেয়া হবে এবং সহযোগিতার চেষ্টা করা হবে। ইনশাআল্লাহ