এই পোস্টে আলোচনা করেছি কিভাবে একটি সিম্বল ব্যবহার করে খুব সহজেই টিক চিহ্ন সিম্বল আইডি তৈরি করতে পারবেন।
যা দেখতে অনেকটা প্রফেশনাল আইডির মতো লাগবে। এবং এতে করে আপনি আপনার বন্ধুদের সাথে অনেক মজা করতে পারবেন।
দুইটি সিম্বল এর সাহায্যে আপনি এই আইডি টা কে তৈরি করতে সক্ষম হবেন।
তবে হ্যাঁ এর জন্য আপনাকে আপনার প্রক্সি যদি বাংলাদেশী হয় কিংবা অন্যকোন দেশী হয়, তাহলে সেটা কে চেঞ্জ করে স্পেনে কানেক্ট করতে হবে!
তাহলে আপনি নামটা সেভ করতে পারবেন অন্যথায় তা সম্ভব নয়!
সব কিছু করা হয়ে গেলে অর্থাৎ আপনার ভিপিএন টি কানেক্ট করা হয়ে গেলে, আপনি আপনার ফেসবুক আইডিতে চলে যান যে আইডি টির নাম আপনি চেঞ্জ করতে চান!
নাম সেটিং এ যাওয়ার পর নিচে দেয়া সিম্বল ফাস্ট নাম এবং লাস্ট নামে ভালোভাবে বসিয়ে দিন তাহলেই কাজ শেষ।
First Name:ꪜ.ꪜ.ꪜ.ꪜ
Last Name:ꪜ.ꪜ.ꪜ.ꪜ
বিষয়টি সহজ করার জন্য নিচের স্ক্রিনশট ফলো করুন।
তারপর সেভ করে দিন। তাহলেই নামটি আপনার আইডিতে যুক্ত হয়ে যাবে।