জীবন মানে কি এর সঠিক সংজ্ঞা দেয়া মোটেও সম্ভব নয়। তবুও এটা বলা যায় যে আপনি মাত্র একবারই এই পৃথিবীতে আসতে পারবেন।
আর এই পৃথিবী থেকে যদি আপনি একেবারে চিরতরে বিদায় হয়ে যান তাহলে আপনি আর কখনো এই পৃথিবীতে আসতে পারবেন না।
অনেকে এটা মনে করেন যে জীবন মানে একটি প্রেম মরন খেলা, যা দাড়ায় এরকম- প্রেমে ব্যর্থ হয়েছেন তো গলায় দড়ি দিয়ে মরে যান কিংবা ইদুরের ঔষধ খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ুন- মূলত এটা কতটা যৌক্তিক?
আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে আজকে আপনার কাছে যে জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।
এই জিনিসটার বদৌলতে আপনি এটা ভাবছেন যে পুরো পৃথিবী টিকে যদি বিক্রি করেও এই জিনিসটা করার করা যায় তাহলে আমি খুশি, কিন্তু একটা সময়ে এসে আপনি একটা লক্ষ্য করবেন যে এই অতি পছন্দের জিনিসটা আপনার কাছে বিষাদ লাগছে।
আপনি পূর্বে যে জিনিসটার জন্য পুরো পৃথিবীটা বিক্রি করে দিতেও একটুও দ্বিধাগ্রস্থ হননি এখন আপনি এই বিষয়টির কথা শুনে হাসতে হাসতে একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়েন, কি ভাই এই জিনিসগুলো?
এখানে একটি বিষয় কাজ করেছে সেটা কি জানেন – এই বিষয়টি হলো “সময়” অর্থাৎ সময় সবকিছু পরিবর্তন করে দেয়।
আপনার অতি পছন্দের জিনিসও কোন একটা সময়ে এসে এগুলোকে হাস্যকর করে তোলে।
তাই আপনার জীবনের মূল্য অনেক, এক্ষেত্রে আপনি যখনই কোন কিছুর বদৌলতে একটি ডিসিশন নিতে চাইবেন তখন একটু সময় করে ভাববেন।
আপনি যা করতে চাইছেন সেটা কি আদৌ বৈধ? এটা কি আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ নিয়ে আসতে পারে? কিংবা এটা কি আপনার জীবনের জন্য উত্তম সমাধান?
বিশ্বাস করেন এই জিনিসগুলো যদি আপনি একবার ভাবেন তাহলে আপনি মোটেও ভুল সিদ্ধান্ত নিতে পারবেন না।
জীবন মানে কি?
“জীবন মানে একটাই সুযোগ পৃথিবীতে আপনার একটি অস্থিত্ব রেখে যাওয়ার”
“জীবন মানে একটাই সুযোগ নিজেকে সবার সামনে ভালো ভাবে তুলে ধরার!”
“জীবন মানে একটাই সুযোগ এই কর্কট আকীর্ণ পৃথিবীতে নিজের আস্তরণ করে তোলার!”
“জীবন মানে একটাই সুযোগ হার না মেনে এগিয়ে চলার!”
অর্থাৎ আপনাকে জীবনে হেরে গেলে চলবে না, আপনাকে অবশ্যই যেকোনো ধরনের খারাপ মুহূর্তে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে হবে।
ভুলে যেতে হবে আপনি খারাপ সময়ে ছিলেন, এটা সবসময় মনে রাখবেন খারাপ সময় গুলো ক্ষণিকের জন্য আর এর থেকে শিক্ষা নেওয়া বিষয়গুলো সারাজীবন আপনার সফলতার চাবিকাঠি হিসেবে থেকে যায়।
জীবন মানে কি শুধুই কষ্ট?
অনেকেই এটা মনে করেন যে জীবন মানে শুধু কষ্ট? কষ্টের জীবন রেখে আর কি লাভ কি দরকার শুধু শুধু এত কষ্টের স্বাদ ভোগ করা?
আপনি তো মনে করেন যে আপনার জীবন কষ্টের আঁধারে ডুবে গেছে, আপনিই ধামাচাপা জীবনে শুধু কষ্ট নিয়ে বেঁচে আছেন, সুখের আকাশের নীড় যেন আপনার জীবনে ধরাই দিচ্ছে না।
এটা আসলে ভুল ধারণা, কষ্টের পরে সুখ আসে, আর সুখের পরে দুঃখ জীবনটা এরকমই।
আপনি যখনই অতি দুঃখের মধ্যে জীবন যাপন করবেন তখন এটা ভুলে যাবেন যে সুখ আসলে কী? ঠিক একই রকম ভাবে আপনি যখন অতি বিলাসিতা এবং সুখের মধ্যে জীবন যাপন করবেন তখন এটা ভুলেই যাবেন যে দুঃখ জিনিসটা আসলে কি?
এটাই জীবনের নিয়ম জীবনটা হলো সুখ-দুঃখের মধ্যে গড়ে ওঠা একটি ক্ষনিকের প্রান ভোমরা ভোমরা। যা ঠিকে থাকবে যতক্ষণ আপনার শ্বাস থাকবে ততক্ষণই।’
তাই দুঃখে কখনো হেরে যাবেন না, দুঃখগুলোকে বুক চেপে রাখুন এবং শত কষ্ট বুকে রেখে মুখ দিয়ে এক ফালি হাসি বের করে বলুন: এইতো বেশ ভালোই আছি।’
আর এটাই জীবন, জীবনের মানে কি তার সংক্ষিপ্ত বিবরণ।