অনেক সময়ই ফেসবুকে আমাদেরকে অনেকই আনফ্রেন্ড করে দেয় কিন্তু আমরা এর নোটিফিকেশন পাই না!
এটা আসলে একটি সিরিয়াস সমস্যা। আর এটা আরো সিরিয়াস এ পরিণত হয়, যখন আপনি বুঝে উঠতে পারেন না যে এটা কিভাবে দেখবেন যে কে কে আপনাকে আনফ্রেন্ড করেছে?
আসলে এটা দেখা দরকার যদি আপনার কোন প্রিয়জন কিংবা অন্য কেউ আপনাকে আনফ্রেন্ড করে?তবে হ্যাঁ আপনার ফ্রেন্ড যদি অনেক কম হয় তাহলে আপনি এটা অনুমান করতে পারেন।
আর আপনার ফ্রেন্ড যদি অনেক হয় 3000-4000 এরকম হয় তাহলে আপনি কিভাবে বুঝলেন যে কে আপনাকে আনফ্রেন্ড করেছে?
আজকে আমি আলোচনা করেছি কিভাবে আপনি বুঝবেন যে ফেসবুকে কোন কোন ফ্রেন্ড আপনাকে আনফ্রেন্ড করেছে?
এর জন্য অনেক ওয়েবসাইট আছে যেগুলা ফেইক।
আপনি যদি আপনার ফ্রেন্ডলিস্টে দেখতে চান যে কে আপনাকে আনফ্রেন্ড করেছে তাহলে আপনাকে একটি এক্সটেনশন ডাউনলোড করতে হবে।
আপনার যদি পিসি ল্যাপটপ থাকে তাহলে আপনি ক্রোম এক্সটেনশন খুব সহজেই ডাউনলোড করতে পারেন।
কিন্তু অ্যান্ড্রয়েডের তা সম্পূর্ণ ভিন্ন। এর জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। নাম হল ইয়ান্ডেক্স ব্রাউজার এটাতে আপনি ক্রোম এক্সটেনশন ডাউনলোড করতে পারেন।
অন্যথায় আপনি অন্য কোন ব্রাউজারে এটা ডাউনলোড করতে পারবেন না!
ডাউনলোড লিংক: Download Yandex Browser!
ডাউনলোড করা হয়ে গেলে আপনি ওটা তে ঢুকুন এবং সার্চ দিন “Unfriend Finder crome Extention“
তাহলে আপনি এই এক্সটেনশনটি পেয়ে যাবে এবং এই এক্সটেনশনটি আপনাকে অ্যাড করতে হবে এই ব্রাউজার। এর জন্য নিচের স্ক্রিনশট ফলো করুন!
তারপর ডাউনলোড করা হয়ে গেলে আপনি এটাতে ঢুকে আপনার আইডিটি লগইন করুন।
অর্থাৎ আমি ইয়ান্ডেক্স ব্রাউজার এর কথা বলছি। এখানে আপনার আইডি টি লগ ইন করুন তারপর ওই এক্সটেনশন টিতে ক্লিক করুন এটা কি ভাবে পাবেন দেখিয়ে দিচ্ছি!
তারপর এক্সটেনশন টিতে ঢোকার পর আপনি দেখতে পারবেন কে কে আপনাকে আনফ্রেন্ড করেছে?
আজ এই পর্যন্ত ধন্যবাদ!