মানুষ মরণশীল। আমরা যেহেতু এই পৃথিবীতে এসেছি আমাদেরকে একদিন না একদিন যেতেই হবে। মৃত্যুকে কেউ দমিয়ে রাখতে পারবে না!
কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মৃত্যুর পরে কি হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট?
কে ডিলিট করবে আপনার এই অ্যাকাউন্টটি। হ্যাঁ এ প্রশ্নটা কারো মনে আসেনি এরকম মানুষ আপনি খুবই কম পরিমাণে খুঁজে পাবেন!
কারণ মৃত্যুর পরে তো আর আপনি পৃথিবীতে ফিরে আসতে পারবেন না, এটা দেখতে যে আপনার ফেইসবুক একাউন্টটি কি ডিলিট হয়েছে।
কিংবা আপনি মৃত্যুর পরে তো আর আপনি চাইলেও আপনার ফেসবুক একাউন্টি ডিলিট করতে পারবেন না।এই পোস্টে আমি আলোচনা করেছি মৃত্যুর পরে কি হবে আপনার ফেসবুক একাউন্ট? কে ডিলিট করবে এই অ্যাকাউন্টটা কে।
আমরা কেউ আসলে এটা কখনই চাই না যে মৃত্যুর পরে কেউ আমাদের ছবিটি কিংবা পোস্টগুলো দেখতে পারুক।
এর কারনে ফেসবুকে আপনার জন্য legacy নামক একটি অপশন আছে, যেখানে আপনি আপনার কোন বিশ্বস্ত বন্ধু কিংবা প্রিয়জনকে উত্তরাধিকার দিতে পারেন।
আর আপনি যখন এটা করবেন। এবং যাকে আপনার আইডির উত্তরাধিকার দিবেন সে আপনার হয়ে কিছু কাজ করতে পারবে।
- আপনার প্রোফাইলে পিন পোস্ট করতে পারবে।
- আপনার ফেসবুকের প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারবে।
- কিংবা সে চাইলে আপনার অ্যাকাউন্ট ডিলিট এর জন্য ফেসবুকের কাছে আবেদন করতে পারবে।
কিন্তু সে আপনার হয়ে কাউকে কোন মেসেজ পাঠাতে পারবে না।এখন প্রশ্ন হলো আপনি কীভাবে কাউকেই উত্তরাধিকার টা দিবেন?
এর জন্য আপনাকে প্রথমে ফেসবুকে সেটিং অপশনে যেতে হবে তারপর স্ক্রিনশট ফলো করুন:
প্রথমে আপনার একাউন্ট সেটিং অপশনে চলে যান তারপর সেখান থেকে পার্সোনাল ইনফরমেশন এ চলে যান।
পার্সোনাল ইনফরমেশন এ ক্লিক করার পর নিচের স্ক্রিনশট ফলো করুন।
এখন আপনি Delete After Death অন করে দিন। এবং উপরের অপশনটি Chose Legacy Contact ক্লিক করুন না বুঝলে স্ক্রিনশট ফলো করুন।
Delete After Death অপশনে ক্লিক করার পর নিচের মত একটি স্ক্রিনশট দেখতে পারবেন। আপনাকে শুধু 3 নাম্বার অপশন টি তে টিক চিহ্ন দিয়ে সেভ করে দিতে হবে!
এরপর আবার আগের পেজের Chose Legacy contact এ ক্লিক করার পর আপনি নিচের স্ক্রীনশটএর মত একটি পেইজ দেখতে পারবেন। এখানে আপনি আপনার বিশস্ত বন্ধুদেরকে করে দিন!
তাহলেই আপনার কাজ শেষ। এখন আপনি যদি মারা যান তাহলে আপনার ওই সিলেক্ট করা বন্ধুরা চাইলে আপনার একাউন্ট ডিলিট করার জন্য ফেসবুকের কাছে আবেদন করতে পারে।