আমরা অনেক সময় এটা চাই যে আমাদের ফ্রেন্ড কিংবা অন্য কেউ কোন ছবিতে লাইক করেছে সেটা দেখার জন্য।
কারণ আপনি অন্যের লাইক করা ছবি দেখার পিছনে অনেক কারণ থাকতে পারে।
যেমন আপনি হয়তো চান আপনার গার্লফ্রেন্ড আপনার এক্স কিংবা আপনার বন্ধু-বান্ধব কোন কোন ছবিতে এ লাইক করেছে সেটা দেখার জন্য।
কিভাবে আপনি অন্যের লাইক করা ছবি দেখতে পারবেন?
উদাহরণস্বরূপ আমি একজন সেলিব্রেটির অনেক বড় ফ্যান এবং আমি তার লাইক করা পোস্ট গুলো দেখতে চাই।
এর জন্য আপনাকে ফেসবুকের সার্চ বারে কয়েকটি কিওয়ার্ড সার্চ করতে হবে যার সাহায্যে আপনি তার লাইক কৃত ছবিগুলো সহজেই পেয়ে যাবেন।
আমি নিচে কয়েকটি কিওয়ার্ড দিয়ে দিচ্ছি এগুলো আপনি ব্যবহার করতে পারেন!
“Photos liked by Dipika”
“Photos that Dipika liked”
“Photos liked by Dipika that are from 2019”
“Photos liked by Dipika from 2019”
‘Photos liked by Dipika that are from these Week”
“Photos liked by Dipika from last week”
আপনি উপরের নাম এবং তারিখ পরিবর্তন করে আপনার ইচ্ছামতো যেকোনো কারো নাম বসিয়ে তার লাইক করা ছবি খুব সহজেই দেখতে পারেন।
তাছাড়া আপনি চাইলে আপনার কীওয়ার্ড কে পরিবর্তন করে আপনি আপনার নিজের লাইক করা সমস্ত ছবিগুলো খুব সহজেই দেখতে পারেন।
এর জন্য আপনার কিওয়ার্ডের একটি পরিবর্তন করতে হবে আর সেটা হলঃ প্রতিটি কিওয়ার্ড এর শেষ অংশে আপনাকে লিখতে হবে – By me.
অর্থাৎ আপনি যদি আপনার নিজের লাইক করা ছবিগুলো পেতে চান তাহলে কিওয়ার্ড টি নিচের মত হবে।
“Photos liked by me”
“Photos that me liked”
“Photos liked by me that are from 2019”
“Photos liked by me from 2019”
আর এভাবে চাইলেই আপনি আপনার
কিংবা যেকোন কারো লাইক করা ছবিগুলো খুব সহজেই দেখতে পারবেন।