ইন্টারনেটের জগতে আছে কিন্তু ডার্ক ওয়েবের নাম শুনেনি এরকম মানুষই খুবই কম পাওয়া যাবে।
এটা আসলে ইন্টারনেটের একটি কালো জগৎ এবং ভয়ঙ্কর একটি জগত এ নিয়ে আমাদের কৌতুহলের শেষ নেই।
ডার্ক ওয়েব আসলে কী এবং এখানে আসলে কি কি ঘটে এ নিয়েই আজকের এই পোস্ট এর বিস্তারিত আলোচনা।
এটা আসলে ইন্টারনেটের একটি ভয়ংকর অধ্যায়। এই জগতটি আমাদের মত সাধারন ইউজারের জন্য ধরাছোঁয়ার বাইরে।
আপনি শুনলে অবাক হবেন যে আপনি যদি গুগলের এই ডার্ক ওয়েবের কোন তথ্য সার্চ করেন তাহলে আপনি এটা কখনো পাবেন না?
আপনি যদি ইন্টারনেট বিশাল সমুদ্রের সাথে তুলনা করেন তাহলে বিষয়টা এরকম হবে যে সমুদ্রের উপরে অংশটি হলো সকলের জন্য উন্মুক্ত তথ্য, আর নিচের বিশাল অংশটি হলো ভয়ানক ডার্ক ওয়েব!
অর্থাৎ আমরা সার্চ করার পর যতগুলো ডকুমেন্ট পাই তার মধ্যে থেকে সর্বচ্ছো ৫% গুগল সহ অন্যান্য সার্চ ইন্জিনের সহায়তায় আমরা পাই।
আর বাকি ৯৫% সুরক্ষিত ডার্ক ওয়েবে।
আসলে কি ঘটে ডার্ক ওয়েবে?
আসলে ইন্টারনেট জগতের যত রকমের অবৈধ কাজ গুলো আছে সবগুলোর কারখানা হলো ভয়ংকর ডার্ক ওয়েব।
এরই মধ্যে থেকে কয়েকটি বিষয়ে আলোচনা করা হল আসলে কি ঘটে এই ভয়ঙ্কর ডার্ক ওয়েবে?
অবৈধ অস্ত্র লেনদেন:-
আপনি জানলে অবাক হবেন যে অস্ত্র কিনা এবং বিক্রয় করার জন্য ডার্ক ওয়েব বিশাল একটি প্ল্যাটফর্ম!
এখানে আপনি AK-47 থেকে শুরু করে যেকোনো ধরনের অস্ত্র পাবেন!
এখানে শুধু যে বিক্রয় করা হয় এটা নয় এখানে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়।
অবৈধ ড্রাগ লেনদেন:-
এখানে যে কোন ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ লেনদেন করা হয় যা যে কারো শরীরের জন্য ক্ষতিকর।
আর আগে এরকম একটা সাইট ছিল সিল্ক রোড! এখানে আপনি চাইলে যেকোম ড্রাগস এর কত দাম সে সম্পর্কে সহজেই জানতে পারতেন।
2013 সালে এই সকল জিনিসের প্রধান কে ধরার পর এই বিষয় গুলো মানুষের সামনে প্রকাশ্যে ধরা পড়ে।
দুর্ধর্ষ অবৈধ হ্যাকিং:-
ডার্ক ওয়েবে শুধুমাত্র যারা টেকনোলজি বিষয়ে অনেক বেশি দক্ষ, কিংবা অনেক দক্ষ হ্যাকারদের আপনি দেখতে পাবেন।
অর্থাৎ সমস্ত ওয়েবে যতগুলো হ্যাকিং হয় তার সিংহভাগ আসে এই ডার্কওয়েবের হ্যাকারদের থেকে!
এছাড়া মানব ইতিহাসের নানা গোপন তথ্য এই ডার্ক ওয়েব থেকে আপনি পেতে পারবেন যা অন্য কোথায় পাবেন না।
এখানে হ্যাকারদেরকে ভাড়া করা হয় যে কোন কিছু অবৈধভাবে দখল করার জন্য।
পেশাদার খুনি:
আপনি জানলে অবাক হবেন যে এখানে আপনি এখানে আপনি অনেক পেশাদার খুনি কে পাবেন। অর্থাৎ যারা অনেক বড় ধরনের ক্রিমিনাল!
আপনি তাদেরকে বিপুল পরিমাণ অর্থ দেয়ার পর তারা আপনার কথা মত যে কাউকে খুন করতে পারেন।
এছাড়া এখানে জাল পাসপোর্ট, মানুষকে জোর করে ধরে এনে টর্চার, ধর্ষণ, আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক, পর্নোগ্রাফি ছাড়াও আরো অনেক ধরনের অবিশ্বাস্য ঘটনা ঘটে!
যা আপনার ধরা ছোঁয়া এবং কল্পনার বাইরে!