ফেসবুকে “Face Recognition” সমস্যায় ভুগছেন?

আমরা অনেক সময় দেখতে পারি যে কোন ছবি আপলোড দেওয়ার পর ওই ছবিটি যদি আমাদের হয় তাহলে ছবিটির ফেইস এ আমাদের ফেইসবুক আইডির নাম চলে আসে।

এটা আসলে ফেইসবুক এর একটি ফিচারস আর সেটা হলো “Facial Recognize

আর এই ফিচারস মাধ্যমে আপনি যদি আপনার কোন বন্ধুর ছবি আপনার ফেসবুকে আপলোড দেন।

তাহলে খুব সহজে আপনার ওই বন্ধুর যদি কোন ফেসবুক আইডি থাকে তাহলে তার ফেস কে রিকোনাইজ করে তার নাম কি ফেসবুক খুঁজে পায়।

এটা আসলে নিঃসন্দেহে একটি ভালো ফিচারস।কিন্তু আমরা অনেক সময় চাই যে এটা বন্ধ করতে।

কিন্তু কি ভাবে এটা বন্ধ করা যায় এ নিয়ে আজকে আলোচনা করেছি আপনি যদি জানতে চান তাহলে পোস্টটি কে ফলো করে!

এজন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক আইডিতে লগইন করতে হবে এবং তারপর এখান থেকে সেটিং অপশনে ক্লিক করতে হবে।

সেটিং অপশনে ক্লিক করার পর আপনি যখন পেজটিকে নিচের দিকে স্ক্রল করবেন তখন আপনি এই অপশনটি দেখতে পারবেন।

আর এই অপশনটি নাম হল “Face Recognition“। আপনি এটাতে ক্লিক করার পর নিচের স্ক্রীনশটএর মত পেইজ দেখতে পারবেন।



ফেইসবুক এ "Face Recognition" সমস্যায় ভুগছেন? জেনে নিন এর সমাধান!



এবার এটা যদি “Yes” করা থাকে তাহলে এটা কে “No” করে দিন!

ফেইসবুক এ "Face Recognition" সমস্যায় ভুগছেন? জেনে নিন এর সমাধান!

তাহলেই আপনার কাজ শেষ। এবার আপনার ফেইস ট্যাগ কখনো দেখাবে না!

আর এভাবেই আপনি এই অপশনের ফিচারস টি বন্ধ করতে পারবেন এবং নিশ্চিন্তে ফেইসবুক ব্যবহার করতে পারবেন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top