কিভাবে একটি ফেক অ্যাকাউন্ট ডিলিট করা যায়।
এই প্রশ্নটা আমাদের মধ্যে তখনই জাগে? যখন আমাদেরই ফেসবুক প্রোফাইলের নাম কিংবা ফটো ব্যবহার করে কেউ নতুন আরেকটি ফেসবুক একাউন্ট খুলে।
যার কারনে তারা একই নাম ব্যবহার করে আপনাকে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলতে পারে।
হোক সেটা খারাপ ছবি আপলোড করা কিংবা আপনার কোন প্রিয়জনের সাথে আপত্তিকর কোন কনভারসেশন।
এছাড়াও আরো অনেক সমস্যা হতে পারে, যার কারণে আমরা চাই যে আপনার আইডির মতো হুবহু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে কিংবা ডিজেবল করতে।
অনেক সময় দেখা যায়- এর জন্য আমাদের অনেকের কাছে যেতে হয়, অনেক এটা করে দেয়, আবার অনেকে রীতিমতো না বলে দেয়।
কিন্তু আজকের এই পোস্টটিতে আমি উল্লেখ করেছি -কিভাবে আপনার প্রোফাইল নাম দিয়ে ক্লোন করা আরেকটি ফেসবুক আইডি ডিজেবল করবেন।
এর জন্য আগে আপনাকে যে আপনার ফেসবুক আইডির মতো হুবহু যে আইডি আছে তার প্রোফাইলে ভিজিট করতে হবে।
তারপর “More” ক্লিক করুন এবং স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন।
এটাতে ক্লিক করার পর নিচের স্ক্রিনশট ফলো করুন। এখানে যদি আপনার নামে ফেক একাউন্ট খুলে তাহলে “Me“তে ক্লিক করবেন।
যদি আপনার বন্ধু হয় তাহলে ” A Friend” এ ক্লিক করবে আর যদি সেলিব্রিটি হয় তাহলে এর জন্য “celebrity” তে ক্লিক করুন।
আমরা যেহেতু আমাদের নিজেদের অ্যাকাউন্টে ইনফরমেশন দিয়ে খোলা ফেক অ্যাকাউন্ট বন্ধ করতে চাচ্ছি, তাই ” Me” তে ক্লিক করলাম।
তারপর নিচের মত একটা পেজ আসবে, আপনি ওইখানে রিপোর্টে ক্লিক করে সাবমিট করে দেন।
তারপর নিচের স্ক্রিনশটটি দেখানো অংশটিতে টিক চিহ্ন দিয়ে সাবমিট দিয়ে দিন। ইনশাআল্লাহ কিছু সময় পর ফেইসবুক এটাকে রিভিউ করবেন।
এবং আপনার তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে তারা এই আইডিটি কে ফেসবুক কতৃপক্ষ চিরতরে বন্ধ করে দেবে।