ফেইস লক এটা বর্তমানে ফেসবুকে সংগঠিত সবচেয়ে জটিল সমস্যাগুলোর মধ্যে একটি।
অর্থাৎ আপনি যখন একটি আইডি খুলতে যাবেন তখনই দেখা যায় যে আপনার আইডিটি ফেস লক হয়ে যায়।
কিন্তু কেন? কেনইবা ফেইসবুক এ পদ্ধতি টা চালু করলো?
এটা চালু করার মূল কারণ হলো যে কিছু অসাধু লোক আছে যারা একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন।
ফেসবুক মূলত এ পদ্ধতিটি দমন করার জন্য এই ফেইস লক অপশন টি কে চালু করেছে।
তবে দেখা যায় আমরাও যখন কোন একটা অ্যাকাউন্ট খুলি তখনই আমাদের রিয়াল অ্যাকাউন্টেও ফেস লক হয়ে যায়।
আসলে তা রোধ করা কিছুটা কষ্টসাধ্য। তবে অসম্ভব নয়। আমি আজকের এই পোস্টটিতে আপনাদেরকে দেখাবো কোন কোন কাজগুলো করলে আপনার আইডিতে কোন দিনও ফেসলক হবে না।
আপনি যদি এই সমস্যাটি সম্পর্কে পুরোপুরি না জানেন তাহলে হয়তো পরবর্তী ফেইস লক শিকারের হাত থেকে আপনিও রেহাউ পাবেন না।
এর জন্য নিচে দেওয়া বিষয়গুলো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন!
পোস্টের ভিতরে যা থাকছে
একাধিক ব্রাউজারে একটি আইডি ব্যবহার
এটা সম্ভবত তখনই দেখা যায় যখন আমরা আমাদের ফেসবুক আইডিটি আমাদের মোবাইলে হোক কিংবা অন্য কারো মোবাইলে বা একাধিক ব্রাউজার এ লগইন করি।
এতে ফেসবুক আপনাকে বাঁচাতে গিয়ে এটা মনে করে যে আপনার ফেইসবুক একাউন্টটি হয়তো অন্য কেউ হ্যাক করে নিয়েছে?
এবং তারা আপনার আইডি সেভ করার সুবিধার্থে তারা আসল মানুষটিকে যাচাই করতে চাই। এবং এর কারণে তারা আপনার আইডি তে ফেইস লক কিংবা ফটো ভেরিফিকেশন লাগিয়ে দেয়।
তাই সব সময় এটা চেষ্টা করবেন যে অতিরিক্ত ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন না করার।
ভিপিএন ব্যবহার করা:-
হ্যাঁ আমি এটা জানি যে বাংলাদেশ থেকে ফেসবুক অনেক ধরনের সুবিধা উঠিয়ে নিয়েছে।
অর্থাৎ আপনি এখান থেকে ফেসবুক চালালে এমন একটা সুবিধা পাবেন না। এজন্য আমরা যে কোন একটা ভিপিএন ব্যবহার করি।
এবং এই ভিপিএন এ প্রক্সি টা আমরা হয়তো অন্যান্য দেশ সিঙ্গাপুর অর্থাৎ ইউএসএ ইত্যাদি দেশে কানেক্ট করি, ভালো ধরনের সুবিধা পাওয়ার জন্য।
কিন্তু আপনি যখন ভিপিএন কানেক্ট করে আপনার একাউন্টে চালাবেন যদি আপনার প্রক্সি সিঙ্গাপুরে লাগানো থাকে।
তাহলে ফেসবুক কর্তৃপক্ষ মনে করবে যে এ আইডি টা হয়ত সিঙ্গাপুর থেকে খোলা হয়েছে কিংবা এখান থেকে ব্যবহার করা হয়।
কিন্তু আপনি যখন ভিপিএন ডিসকানেক্ট করবেন করে আবার আপনার নিজের দেশের লোকেশন এর ফেসবুক ব্যবহার করবেন!
তখনই ফেসবুক মনে করবে আপনার আইডিটি হয়তো হ্যাক হয়ে গেছে। যার কারণে আপনার সুবিধার্থে ফেসবুক আপনার আইডি ফেইস লক করে দিতে পারে দিতে পারে!
তাই সব সময় চেষ্টা করবেন নিজের আইডিতে অর্থাৎ আপনার রিয়েল আইডি তে থাকার সময় এসকল ভিপিএন ব্যবহার না করতে!
স্টাইলিশ আইডি নাম ব্যবহার করা:-
আসলে আমরা আমাদের আইডি মনোরঞ্জনের জন্য অনেক স্টাইলিশ নাম ব্যবহার করে থাকি। এটা আসলে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এর সম্পূর্ণ বিপরীত!
অর্থাৎ আপনি যদি এরকম কোন নাম ব্যবহার করেন তাহলে আপনার আইডিতে যেকোনো সময় ফেইস লক লেগে যেতে পারে।
কারণ ফেসবুক মনে করে যে আপনি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড অর্থাৎ তাদের রুলস গুলো ফলো করে আইডি তৈরি করেননি। এর কারণে ফেসবুক আপনার আইডিটি কে ফেইস লক করে দেয়।
কারণ খুবই স্পষ্ট! এখন আপনি যদি আপনার আইডি থেকে বাঁচাতে চান তাহলে অবশ্যই আপনার রিয়েল নাম ব্যবহার করতে হবে।
আর উপরের এই কারণগুলোর কারণে ফেসবুক কতৃপক্ষ আপনার ফেসবুক আইডিকে ফেইস লক করে দিতে পারে।
আর আপনি যদি এসকল বিষয় থেকে বাঁচতে চান তাহলে উপরের নিয়ম মেনে চলুন!