আমাদের অনেকেরই দুই তিনটা ফেইসবুক পেইজ আছে। অনেকে একটা পেইজ ব্যবহার করেন এবং বাকি গুলা অকেজো করে রাখেন।
অর্থাৎ আপনারা একটা পেইজ কেই প্রাধান্য দেন, ওই পেজে আপনাদের মূল্যবান পোষ্ট গুলো করেন এবং অন্য পেজ গুলো যে রকম আছে সে রকমই রেখে দেন।
কিন্তু অনেক সময় দেখা যায় আপনার সকল পেইজে মোটামুটি অনেক লাইক আছে।
আর আমরা চাই যে সকল পেইজে লাইক গুলা যদি একটা পেজ আনা যেত তাহলে কেমন হতো!
হয়তো অনেক ভালো হতো। এতে করে আপনি একটি পেজকে প্রাধান্য দিতে পারতেন এবং সকল লাইক এর সমন্বয়ে পেইজটি অনেক বড় হত।
আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করেছি কিভাবে আপনি আপনার অন্য পেইজে লাইক গুলোকে Merge করতে পারবেন।
এর জন্য প্রথমে আপনাকে আপনার পেজে যেতে হবে যে পেজটি লাইক আপনি Merge করতে চান।
একটা কথা মনে রাখবেন যে আপনার ওই দুটো পেইজ কিন্তু একই রকম হতে হবে।অর্থাৎ পেইজের নাম কেটাগরি সব এক থাকতে হবে।
কিন্তু মনে রাখবেন আপনাকে অবশ্যই ওই দুটি পেইজের এডমিন হতে হবে অন্যতায় কাজটি হবেনা।
এর জন্য প্রথমে আপনি আপনার পেজের সেটিং অপশনে যান এবং এখান থেকে “General” অপশনটি সিলেক্ট করুন।
তারপর আপনি একটু নিচের দিকে গেলে “Merge Page” অপশনটি দেখতে পারবেন ওটায় ক্লিক করুন!
এরপর আপনি “Merge Duplicate Page” এ ক্লিক করুন।
এতে ক্লিক করার পর এবার আপনি আপনার দুইটি পেইজের নাম দুইটি বক্সে দিয়ে দিন।
এবার নিচের স্ক্রীনশটএর মত দেখাবে আপনি পেইজের নাম ঠিকমতো দিয়ে তারপর “Continue” তে ক্লিক করুন।
এখন সাবধানে একটা বিষয় লক্ষ্য করুন -এবার আপনাকে ঐ পেজ টি সিলেক্ট করতে হবে যে পেইজে আপনি লাইক নিতে চান।
কারণ এখানে আপনি যেই পেইজটি সিলেক্ট করবেন ওই পেইজে লাইক যাবে এবং অন্য পেইজটি ফেসবুক থেকে রিমুভ হয়ে যাবে!
সিলেক্ট করা হয়ে গেলে নিচের মত” Keep Page” এ ক্লিক করুন!
এবার আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য নিচে আপনি দুইটি পেইজ দেখতে পারবেন।
এখানে ক্লিক করার পর এই আপনার আগের পেইজটি যে পেজটিকে থেকে লাইক এনেছেন ওই পেজটি ফেসবুক থেকে রিমুভ হয়ে যাবে।
আর এভাবেই আপনি খুব সহজেই এক পেইজে লাইক অন্য পেজে “Merge” করতে পারবেন!