ফেসবুকে অনাখাঙ্কিত মেসেজ গুলো আসলেই অনেক বিরক্তিকর!
আমরা আমাদের ব্যস্ততা কাটিয়ে সময় করে উঠতে পারি না সকলের মেসেজ দেখার জন্য, যদিও এটা খুব ইম্পরট্যান্ট হয়।
আর সেটা যদি হয় ফেইসবুক পেইজ এবং আপনার পেইজটি যদি হয় অনেক পপুলার এবং সেলিব্রেটিদের মত পেজ তাহলে তো আর প্রশ্নই নেই।
আপনার ফেসবুক পেইজে এরকম প্রতিদিন হাজার হাজার মেসেজ আসতে পারে।
তবে সমস্যাটা হলো একজনের কিংবা দুই জনের পক্ষে সকল মেসেজগুলোর রিপ্লাই দেওয়া সম্ভব নয়।
তাহলে আপনি যদি আপনার ফেসবুক পেইজ থেকে মেসেজ অপশন টি একেবারে বন্ধ করে দেন!
কেউ যদি আপনার ফেসবুক এই যে মেসেজ করতে না পারেন তাহলে আপনি এই বিরক্তিকর জিনিস গুলো থেকে বাঁচতে পারবেন।
তবে হ্যাঁ আপনার পেইজটি যদি হয় বিজনেস পেজ কিংবা প্রোডাক্ট রিভিউ পেজ তাহলে এই অপশনটি বন্ধ না করাই ভালো।
কারণ এরকম পেইজগুলো সফলতা সাধারণত কাস্টমার এর উপরই নির্ভর করে।
আপনি আপনার প্রোডাক্ট নিয়ে আপনি কতটুকু অ্যাক্টিভ তা ওই কাস্টমার যাচাই করার জন্য আপনাকে মেসেজ করতে পারে।
আপনার উচিত হলো মেসেজের যথাযথ রিপ্লাই দেওয়া এবং কাস্টমারের মন জয় করা। তাহলে আপনার বিজনেস সফলতা অনেকাংশে বেড়ে যাবে।
তবে হ্যাঁ আপনার খুব গুরুত্বপূর্ণ মনে হলে আপনি ফেসবুক পেজ থেকে মেসেজ অপশন টা সরিয়ে দিতে পারেন।
এজন্য প্রথমে আপনার পেইজে যেতে হবে এবং এখান থেকে আপনার পেইজের সেটিং এ যেতে হবে।
পেইজ এ যাওয়ার পর এখান থেকে জেনারেল অপশনটি সিলেক্ট করতে হবে তাহলে আপনি নিচের মত একটি অপশন দেখতে পারবেন।
এরপর নিচের দিকে স্ক্রল করলে আপনি নিচের স্ক্রীনশটএর মত একটি অপশন দেখতে পারবেন আপনাকে এই অপশনটি কে অফ করে দিতে হবে।
উপরে দেয়া অপশনটি আমি যেভাবে করেছি ঠিক সেভাবে করে দিন তারপর অন্যের আইডি দিয়ে ভিজিট করে দেখুন!
ফেসবুক পেজে আর মেসেজ অপশন টি শো করছে না। তাহলে আর কেউ আর আপনার ফেসবুক পেজে মেসেজ দিতে পারবে না।