লুকিয়ে ফেলুন ফেসবুকে লাইক করা পেইজ

অনেক সময় আমরা সাধারণত এটা চাই না যে আমাদের লাইক কৃত কোন পেইজ আমাদের ফ্রেন্ডরা কিংবা অন্যকেউ কোনভাবে দেখুক।
আমরা কোন না কোন কারনে আমাদের লাইক কৃত পেজগুলোকে শুধুমাত্র আমাদের জন্য Visible  করে রাখতে চাই।


তো এটা কিভাবে সম্ভব? এর জন্য আপনি আমাকে ফলো করতে থাকুন!


এর জন্য যদি ল্যাপটপ হয় তাহলে ভালো হয় আপনি ডেক্সটপে গিয়ে খুব সহজেই কাজটা করতে পারবেন! 


কিন্তু অধিকাংশ মানুষেরই মোবাইল ফোন ইউজ করেন যার কারণে আমি একটি লিংক দিচ্ছি লিংক এর মাধ্যমে আপনি পুরোপুরি ল্যাপটপ এর মত ফেসবুক ইউজ করতে পারবেন।


আপনি যেকোন ব্রাউজারে ঢোকার পর m.Facebook.com এর জায়গায় শুধুমাত্র আপনি যদি web.facebook.com দেন তাহলেই কাজ শেষ।


এবার আপনি আপনার প্রোফাইলে ঢোকার পর নিচের স্ক্রীনশটএর মত কাজ করে যান তাহলে আপনার ফেসবুকে লাইক পেজ গুলো কেউ দেখতে পারবে না।


প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে চলে যান।তাহলে আপনি ডান পাশে নিচে স্ক্রীনশট এর মত দেখতে পাবেন এটা ক্লিক করুন!

এবার কেউ দেখতে পারবে না ফেসবুকে আপনার লাইক কৃত পেইজগুলোকে!
 

এটা ক্লিক করার পর আপনি নিজের মতো আরেকটি পেজ দেখতে পারবেন এবং আমার দেওয়া ইনফর্মেশন অনুযায়ী কাজ করুন।

এবার কেউ দেখতে পারবে না ফেসবুকে আপনার লাইক কৃত পেইজগুলোকে!



এটায় ক্লিক করার পর আপনি নিচের মত দেখতে পারবেন এটা তে অনেক অপশন লেখা আছে আপনি শুধুমাত্র এখান থেকে Edit Privacy এ ক্লিক করুন!

এবার কেউ দেখতে পারবে না ফেসবুকে আপনার লাইক কৃত পেইজগুলোকে!



এবার ফেসবুকে আপনাকে একটি পেজে নিয়ে আসবে এবং এখানে দেখাবে যে আপনি আপনার লাইক করা পেজগুলোর ক্যাটাগরি।


আপনি এখান থেকে সকল ক্যাটাগরির প্রাইভেসি কে “Only me” করে দিবেন এতে করে এই পেজ গুলো শুধুমাত্র আপনি ছাড়া  আর কেউ দেখতে পারবে নাহ। 

এবার কেউ দেখতে পারবে না ফেসবুকে আপনার লাইক কৃত পেইজগুলোকে!

তাহলে কাজ শেষ ধন্যবাদ সাথে থাকার জন্য!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top