খারাপ কমেন্ট থেকে বাচান ফেসবুক পেইজ

একটা পেইজ কমবেশি আমাদের সকলের আছে। হয়তো এটা ব্যবহার করা হয় নিজের সৃজনশীলতা প্রকাশের জন্য অথবা আবেগ প্রকাশের জন্য।

অথবা নিজের বিজনেস এর প্রডাক্ট গুলো কে প্রোমোট করার জন্য।

কিন্তু অনেক সময় আমাদের লক্ষ্যে বাধা হয়ে দাঁড়ায় অনেক অসাধু মানুষের খারাপ কমেন্ট কিংবা ফিডব্যাক।

কিন্তু এই খারাপ কমেন্ট ফিডব্যাক  দেখে  অনেক মানুষ মনে করে যে আসলেই এগুলো সত্যি, এবং তারা আপনার পেজটাকে খারাপ মনে করে।

এর ফলে আপনার পেইজ টাকে যে উদ্দেশ্য হাসিলের  জন্য খোলা হয় সেই উদ্দেশ্য  কখনো বাস্তবে রূপ নেয় না।

তাই হয়তো আমরা সকলেই চাই কিভাবে এসব খারাপ লোকদের থেকে আমাদের পেজটা কে রক্ষা করবো?

অর্থাৎ কিভাবে তাদের খারাপ কমেন্ট গুলা ব্লক করে দেবেন। আপনি যদি তাদের কমেন্ট করার আগেই ব্লক করেন তাহলে ঠিক আছে!

কিন্তু আপনি যদি তাদের কমেন্ট করার পরে কিংবা সকলে দেখার পরে এগুলা ব্লক করে দেন তাহলে কিন্তু বিষয়টা অন্য দিকে মোড় নেবে।

আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার পেজ টা কে খারাপ কমেন্ট করা থেকে বাঁচাতে পারবেন।

এজন্য প্রথমে আপনাকে আপনার পেজ সেটিং থেকে জেনারেল অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর নিচের স্ক্রিনশটটি ফলো করুন!

General -page Moderation



উপরে উল্লেখিত স্ক্রিনশট এর বক্সে  আপনি যে যে কমেন্ট গুলো কে ব্লক করতে চান সে কমেন্টগুলো এখানে লিখে রাখুন।

এবং অ্যাড করে নিন তারপর ওই কমেন্ট গুলা কে সেভ করে দিন ব্যাস আপনার কাজ শেষ।

আপনি ওই বক্স টিতে যে যে ওয়ার্ডগুলো লিখে রাখবেন সেই ওয়ার্ড গুলো আর কেউ কমেন্ট করতে পারবে না।
আপনি চাইলে ওই ওয়ার্ড গুলা আবার রিমুভ করে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top