অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক আইডিতে কোন না কোন সমস্যার কারনে আমাদের যে কারো হেল্প নিতে হয়।
আসলে ফেসবুকে এরকম হাজারো গ্রুপ আছে যেখান থেকে আপনি আপনার সমস্যাগুলো সমাধান পেতে পারেন।
কিন্তু তারা কখনই আপনার সমস্যা চিন্হিত করে আপনাকে তার স্ক্রিনশট আকারে দিবে না কিংবা আপনাকে শিখিয়ে দিবে না।
এর জন্য আপনাকে অবশ্যই তাদেরকে আপনার ফেসবুক আইডির ইমেইল এবং পাসওয়ার্ড দিতে হয়।
(নিচে আমি একটি কথা বলব সেটা আসলে সবার জন্য প্রযোজ্য নয়)
আর আপনি কি কখনও এটা ভেবে দেখেছেন যে তারা চাইলেই আপনার ফেসবুক আইডি তাদের কাছে সারা জীবনের জন্য রেখে দিতে পারে?
কি থমকে গেলেন? আসলে বিষয়টা এরকমই আপনি এখন বলতে পারেন এটা কিভাবে সম্ভব?
আমি তো উনার কাছ থেকে আমার আইডি এনে তারপর আমি পাসওয়ার্ড টা কি চেঞ্জ করে দেবো।
আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা মানে কি আপনার আইডিটি সিকিউর? ভাবুন একটু।
আপনি যদি যে কাউকে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দেন এবং সে যদি আমার থেকে বোকা না হয় তাহলে সে নিশ্চয়ই এটা জানে যে ফেসবুকে এরকম সিস্টেম আছে।
যে আপনি চাইলে আরেকটি পাসওয়ার্ড তৈরি করতে পারেন এবং যেটা সাহায্যে আপনি যখন ইচ্ছা তখনই লগ ইন করতে পারবেন।
আর সেটা হল ফেসবুকের অ্যাপ পাসওয়ার্ড! হ্যাঁ এটা সাহায্যে ব্যবহারকারী যদি তা পাসওয়ার্ডটি ভুলে যায় কিংবা ওই আগের পাসওয়ার্ড ছাড়াই খুব সহজেই যে কোন সময় লগ ইন করতে পারবে!
আপনি যদি স্মার্ট হয়ে আপনার মেইল পাসওয়ার্ড বদলে ফেলেন তাহলেও।
তাই আপনার কাজ হবে আপনি যে কাউকে আপনার ফেসবুক আইডিটি দেওয়ার পর সেটিং থেকে App পাসওয়ার্ডটি দেখে নেবেন!
যদি এখানে কোন অ্যাপ পাসওয়ার্ড তৈরি করা থাকে তাহলে সিম্পলি ওটাকে ডিলিট করে দিবেন।
তাহলে আর কেউ আপনার ফেসবুকে লগইন করতে পারবে না।