ফেসবুক থেকে কিভাবে পুরোপুরি অদৃশ্য হবেন?

ফেসবুক থেকে একেবারে অদৃশ্য হয়ে যাওয়া! কিন্তু কেন আপনি ফেসবুক থেকে অদৃশ্য হতে চাইছেন? তার মূল কারণ অনেকগুলো হতে পারে।

কারণ আমরা সকলেই কম বেশি জানি যে ফেসবুক হল আসলে একটি খারাপ নেশা অর্থাৎ এটা যে শুধু আমাদের অবসর সময় টুকু কেড়ে নিয়েছে তা নয়।

এটা আমাদের অনেক দরকারি সময় গুলো কেউ কেড়ে নেয় যার প্রভাব পড়তে পারে আমাদের রিয়েল লাইফে।
আর এ কারণে আমরা চাই যে ফেসবুক থেকে একেবারে অদৃশ্য হয়ে যেতে অর্থাৎ কেউ যাতে আমাদেরকে ফেসবুকে না পায়।

এর জন্য অনেক সিস্টেম আছে তবে আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ পন্তা আপনাদেরকে শিখাবো।

এর জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক সেটিং এ চলে যান তারপর সেটিং থেকে “Privacy” অপশনটিতে ক্লিক করলে একটি অপশন দেখতে পারবেন। 

আর সেটা হলো “Who Can See Your Future Post” আপনি এটাকে অনলি মি করে দিতে পারেন।

তারপর আরেকটি সিস্টেম আছে আর সেটা হলো আপনি যদি আপনার ব্যক্তিগত মেসেজগুলো কে সীমাবদ্ধ করতে চান। 

তাহলে সিলেক্ট করুন “Whose massage i want filtered in to my inbox” এখান থেকে আপনাকে এটা সিলেক্ট করতে হবে তা হল “stickt filtering”
তারপর আপনি যদি আপনার প্রোফাইল দেখে বিজ্ঞাপন এড়াতে চান তাহলে সেটিং অপশন থেকে “Advert” অপশনটিতে ক্লিক করুন 

এবং এখান থেকে “Third party Sites” এ ক্লিক করে “No one” সিলেক্ট করুন! এবং তারপরে সেভ চেঞ্জ এ ক্লিক করে সেভ করে দিন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top