আমাদের সকলেরই একটা অনেক বড় কৌতুহল আছে। আর সেটা হলো- কেন ডার্ক ওয়েব সাইটটিকে কোন ধরনের ব্রাউজারে পাওয়া যায় না?
আমরা অনেকেই হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখে কিংবা অনেকে টিটোরিয়াল দেখে মনে করি।যে একটি ব্রাউজার আছে যার নাম টর ব্রাউজারের মাধ্যমে আমরা খুব সহজেই ডার্ক ওয়েবের লিংক এর এক্সেস পেতে পারি!
কিন্তু আসলে আপনি যদি এই ব্রাউজারটি কে আপনার কম্পিউটারের কিংবা আপনার ডিভাইসে ইনস্টল করেন তাহলে এটা আপনার কম্পিউটারের ভাইরাস অ্যাটাক দিতে পারে।
যা করে আপনার কম্পিউটারকে একেবারে ডিজেবল করে দিবে।
তাই কৌতুহল বসে কখনও টর ব্রাউজারটি ব্যবহার করবেন না! এতে মঙ্গল আপনারই হবে।
তাছাড়া এখানে সাইটগুলোর নাম ও কিংবা ডোমেইনগুলো অদ্ভুত ধরনের।
একটা সাইটের নাম যদি আমি বলি তাহলে সেটা এরকম হবে http://nzfbqc6hd3.onion
অর্থাৎ আপনি কখনোই এরকম সাইটের নাম গুলো মুখস্ত করতে পারবেন না! তাছাড়া এই ডার্ক ওয়েবের ডোমেইন .com/.net এরকম রকমের না।
এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি ডোমেইন যেটা হলো .onion
কিভাবে আসলে এখানে লেনদেন হয়?
এখানে আসলে লেনদেন আমাদের বাংলাদেশী টাকা কিংবা আমেরিকান ডলার এর মাধ্যমে হয় না!
তাহলে আপনার প্রশ্ন হয়তো তাহলে কি দিয়ে হয়?
এটা আসলে হয় বিটকয়েন দিয়ে! আর এটার নির্দিষ্ট কোন দাম নেই।
আপনি যদি বিটকয়েন এর হিসাব করেন তাহলে বর্তমানে এক বিটকয়েন সমান বাংলাদেশি প্রায় 9 লক্ষ 94 হাজার 87 টাকা।