ফেসবুকে আপনি আসলে কতটুকু সেইফ?
ফেসবুকে আমাদের অনেকের পার্সোনাল রিয়াল আইডি থাকে। যার মধ্যে মিশে থাকে আমাদের লাখো ভালোবাসা কাহিনী!
কিন্তু একটা ফেসবুক আইডি কতক্ষণই বা এখানে টিকতে পারে? আমি ফেসবুক আইডি সিকিউরিটি কথা বলছি।
তবে হ্যাঁ আপনার আইডিতে যদি কেউ অনেকগুলা রিপোর্ট করে তাহলে আইডিটা কে খুব সহজে নষ্ট করে দিতে পারে।
কিংবা কেউ চাইলে আপনার আইডি এক্সেস নিয়ে আইডিটা কে তার নিজের হাতে রাখতে পারবে।
তার কারণে একটি পেইজ হল সবচেয়ে বেশি ভালো এবং সিকিউর
আমি আপনাকে নতুন কোন পেইজ তৈরি করতে বলছি না। আমি বলছি আপনার ফেসবুক আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে ঠিক ততগুলো লাইক হবে সমন্বয়ে একটি আইডি তৈরি করার কথা। এতে করে আপনার আইডিটি নষ্ট হওয়ার ঝুঁকি কমে যাবে। এবং আপনি অনেকটা প্রফেশনাল ভাবে ফেসবুক ব্যবহার করতে পারবেন।
প্রথমে আপনাকে নিচের লিংকে যেতে হবে। এবং আর স্ক্রিনশট অনুযায়ী কাজ শেষ পর্যন্ত কাজ করুন।
তাহলেই আপনি আপনার ফেইসবুক আইডিকে পেজে কনভার্ট করতে পারবেন।
Link:-Go to Link
লিংকে যাওয়ার পর আপনি নিচের স্ক্রীনশটএর মত একটি পেইজ দেখতে পারবেন ওখান থেকে আপনি “Get Started“সিলেক্ট করুন-
এবার আপনার পেইজের ক্যাটাগরী সিলেক্ট করুন।
এরপর আপনার কাজ হল এখান থেকে আপনি আপনার সকল বন্ধুবান্ধবকে সিলেক্ট করেন।
কারণ এখান থেকে আপনি যতগুলো বন্ধু বান্ধবকে সিলেক্ট করবেন ঠিক ততলাইক সমৃদ্ধ আপনার পেইজটি হবে।
তারপর স্ক্রিনশট এর মতই এখান থেকে নেক্সট এ ক্লিক করুন তাহলেই হবে।
এবার আপনি যদি আপনার পেইজের ক্যাটাগরি টি চেঞ্জ করতে চান কিংবা অন্য কিছু বদলাতে চান তাহলে এখান থেকে করতে পারবেন।
এরপর “Create page” এ ক্লিক করুন!
তাহলেই আপনার কাজ শেষ। এবার আপনি আপনার প্রোফাইল ভিজিট করলে দেখতে পারবেন যে আপনার প্রোফাইল ছাড়াও আরেকটি পেইজ তৈরী করা হয়ে গেছে।