আমরা সকলেই ফেসবুকের বস হতে চাই। অর্থাৎ আমরা চাই যে ফেসবুকে এমন কোন কাজ অসম্পূর্ণ না থাকুক যা সম্পর্কে আমরা জানি না।
আসলে চাইলেই কি আর ফেসবুকের বস হওয়া যায়।এর জন্য দরকার যথেষ্ট জ্ঞান এবং সক্ষমতা।
কিন্তু এ সক্ষমতা কিভাবে অর্জন করা সম্ভব.। কিভাবে সকল হতাশার আঁধারের ঘেরা ঘোর কাটিয়ে আলোর দিশা পাওয়া যায়?
যাতে কেউ ফেসবুকে ঢুকলেই কোন সমস্যার সম্মুখীন হওয়ার পর আপনার কথা মনে করে!
পোস্টটি মাধ্যমে আপনি হয়তো সম্পূর্ণরূপে বস হতে পারবেন না। কিন্তু আপনি চাইলেই নিজের প্রচেষ্টায় তা করতে সক্ষম হবেন।
আপনি কাউকে কখনো ফলো করে বস হতে পারবেন নাহ। এর জন্য দরকার তা হল নিজের আত্মবিশ্বাস, কঠোর আগ্রহ এবং অসম্ভব সুন্দর মনোবল।
তবে হ্যাঁ আপনি কখনো একবারে জিরো থেকে নিজে থেকেই অনেক বড় হতে কখনই পারবেন না!
এর জন্য দরকার কারো না কারো সাহায্য কিংবা সহযোগিতা।
তখনই আপনি নিজেই নিজে থেকে সবকিছু করতে পারবেন যখন আপনি যা ইচ্ছা করতে চান।
আজকের এই পোস্টটিতে আলোচনা করেছি এমন একটি অ্যাপস এর সম্পর্কে যেটা হয়তো আপনাকে পুরোপুরি ফেসবুক বস করতে পারবে না কিন্তু অনেকটা সাহায্য করবে।
প্রথমে নিচের থেকে অ্যাপসটি ডাউনলোড করে ফেলুন!
Link:’Download APK
আচ্ছা ডাউনলোড না হয় পরে করবেন? আগে অ্যাপস এর ভিতরে কি কি আছে তা এক নজরে দেখে ফেলুন নিচের স্ক্রিনশটগুলোর এর সাহায্যে!
_____—–
______——–
তো আশা করা যায় আপনি একটি সম্পর্কে কিছুটা হলেও ধারনা পেয়েছেন উপরে দেওয়া স্ক্রীনশট গুলো সাহায্যে।
তাহলে ডাউনলোড করে ফেলুন আর ইনজয় করুন ফেইসবুক কে।
হ্যাপি ফেইসবুকিং!!