ক্লোন বলতে আসলে আমরা কি বুঝি? এটা হল এমন একটি পন্থা যার মাধ্যমে আপনার ফেইসবুক আইডিকে কপি করে হুবহু আপনার আইডির মত একটি আইডি তৈরি করা হয়!
হয়তো অন্য কোন নামের আইডি থাকে নামটি বদলিয়ে কিংবা আপনার সকল ইনফরমেশন গুলো দিয়ে ওই আইডিটি খোলা হয় আপনার ক্ষতি সাধনের জন্য।
এবং যার সাহায্যে খুব সহজে আপনার ফেসবুক আইডিটা কে প্রিটেন্ডিং ডিজেবল করা সম্ভব হয়।
বর্তমানে এটা ফেসবুকের একটি সবচেয়ে জটিল এবং ভয়াবহ সমস্যা।
অনেক সময় দেখতে পারি যে কেউ আমাদের নামে এবং আমাদের সকল ইনফরমেশন ডেট অফ বার্থ নাম এড্রেস সব গুলোকে কপি করে তাদের আইডিতে দিয়ে থাকে।
এতে করে আমরা অনেক সময় হ্যারেজমেন্ট এর শিকার হই।
কিন্তু এর শেষ কোথায়? কিভাবে এটা রোধ করা সম্ভব। আজকের এই পোষ্ট আমি আলোচনা করেছি কিভাবে আপনি আপনার আইডিকে ক্লোন হওয়া থেকে মুক্ত করতে পারবেন।
ক্লোন বলতে আসলে এটা কি বুঝায়? আপনার সকল ইনফরমেশন গুলো কে হুবহু অন্য আইডিতে কপি করে পেস্ট করা।
আর এটা তখনই হয় যখন আপনি যদি আপনার আইডির সকল ইনফরমেশন গুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করেন নাহ।অর্থাৎ অনলি মি করে রাখেন!
আরেকটি বিষয় হলো আপনি যদি এগুলা কে লুকিয়ে ফেলতে না পারেন তাহলে তো মাত্র একটি জিনিস লুকিয়ে ফেলুন।
এটা আপনার আইডি কে ক্লোন হওয়ার থেকে 90 শতাংশ সুরক্ষা দেবে!
আর তা হল আপনার ফেসবুকে ডেট অফ বার্থ!
আপনার আইডিটি হ্যাক হওয়া কিংবা এক্সেস নেওয়া এটাই মূল পন্থা। কেউ যদি আপনার ফেসবুক আইডির ডেট অফ বার্থ জেনে নেয়!
তাহলে আপনার বিপদ হবেই হবে।তাছাড়া আপনি যদি আপনার ডেট অফ বার্থ লুকিয়ে ফেলেন, তাহলে কোন মতেই সে আপনার আইডির মত হুবহু একটি ক্লোন তৈরি করতে পারবে না!
তাই ডেট অফ বার্থ টা কে অনলি মি করে রাখাই শ্রেয়।
তাছাড়া ফেসবুকে এখনো একটি সিস্টেম আছে সেটা হলো প্রোফাইল লক!আপনি চাইলে আপনার প্রোফাইল লক করে আপনার সকল ইম্পোর্টেন্ট ডকুমেন্ট গুলো লুকিয়ে রাখতে পারেন।
এতে করে আপনার বন্ধুবান্ধব ছাড়া অন্য কেউ আপনার প্রোফাইলের সকল ডকুমেন্ট কিংবা ছবিগুলোকে ডাউনলোড করতে পারবেন না!
বলতে পারেন এটা ফেসবুকের একটি ভালো সিকিউরিটি।আপনার ছবি কিংবা ডকুমেন্টগুলো কে সেইফ করার জন্য!
তাই আপনি যদি আপনার আইডিটা ক্লোন হওয়া থেকে বাঁচাতে চান তাহলে উপরের বিষয়গুলোর উপর ভালোভাবে গুরুত্বারোপ করেন।