Translate English to Bangla For Free

বর্তমানে আপনি চাইলে ইন্টারনেট কে কাজে লাগিয়ে ইংরেজি সম্পর্কে আপনার যতগুলো ভুল ধারণা আছে সবগুলো ভাঙ্গাতে পারেন translate english to bangla এর মাধ্যমে ।

যখনই আপনি এরকম কোন কঠিন ইংরেজি বাক্যের সম্মুখীন হবেন যার অর্থ খুঁজে বের করা আপনার দ্বারা সম্ভব নয়, এই বাক্যটিকে আপনি translate english to bangla করে খুব সহজেই সমাধান করতে পারবেন।

আর আপনি যখন সঠিক জায়গা নির্বাচন করবেন এরকম কঠিন ইংরেজি শব্দ গুলোকে ট্রান্সলেট করার ক্ষেত্রে তাহলে ইংরেজি সম্বন্ধে আপনার আর কোন সমস্যা থাকবেনা।

আর আজকের এই পোস্টটিতে আমি সম্পূর্ণ আলোচনা করব কিভাবে আপনি খুব সহজেই কয়েকটি ফ্রী টুলস এবং সাইটের সহযোগিতায় translate english to bangla করতে পারবেন?

প্রথমেই শুরু করা যাক যেকোনো ট্রান্সলেশনের ক্ষেত্রে বহুল ব্যবহৃত গুগল ট্রান্সলেটর ব্যবহার দিয়ে।

আপনি চাইলে খুব সহজেই গুগল ট্রান্সলেট অ্যাপ অফিশিয়াল অ্যাপস কিংবা ওয়েব ব্রাউজার ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই  translate English to Bangla  করতে পারবেন।

ওয়েব ব্রাউজারে translate English to Bangla 

এ জন্য প্রথমেই আপনাকে নিচের দেয়া লিঙ্কে ভিজিট করতে হবে। এবং তারপর এখানে দেয়া প্রথম বক্সে আপনার যে ইংরেজি শব্দ বাংলা  করতে অসুবিধা হচ্ছে তা বসিয়ে দিলে আপনার কাজ হয়ে যাবে।

গুগল ট্রান্সলেটর- ওয়েব

Translate English to Bangla| কঠিন শব্দ/প্যারাগ্রাফ ট্রান্সলেট করুন|

শুধু যে আপনি আপনার কাঙ্ক্ষিত ইংরেজি ওয়ার্ড তারা বাংলা করাতে এই গুগল ট্রান্সলেটের কাজ সীমাবদ্ধ হয়ে যাবে তা কিন্তু নয়।

আপনি যখনই আপনার কাঙ্খিত ওয়ার্ড কে translate English to Bangla করবেন তখন এই শব্দটির নিচের দিকে আপনি দেখতে পারবেন Adjective।

যা আপনাকে ওই একই রিলেটেড সমস্ত ইংরেজি শব্দের বাংলা রূপ দেখাতে সাহায্য করবে।

এবং যে ইংরেজি শব্দে আপনার সমস্যা থাকবে ঠিক একই রকম শব্দের অনুরূপ আরো কতগুলো ইংরেজি শব্দের বাংলা রূপ দেখলে, আপনার আর কোন সমস্যা থাকবে না।

 

Translate English to Bangla| কঠিন শব্দ/প্যারাগ্রাফ ট্রান্সলেট করুন|

 

এভাবে আপনি ওয়েব ব্রাউজার ব্যবহার করে যেকোনো কঠিন শব্দের translate English to Bangla করতে পারবেন খুব সহজেই।

তবে উপরে দেয়া ওয়েব ব্রাউজারের লিংক অনুযায়ী আপনাকে ট্রান্সলেট করতে হলে প্রত্যেকবার যেকোন ব্রাউজারে পদার্পণ করতে হবে।

যা প্রায় সময়ই আমাদের বিরক্তির কারণ হয়ে দাড়ায়, তবে আপনি যদি গুগল ট্রান্সলেটের অফিশিয়াল অ্যাপস ডাউনলোড করে নেন তাহলে এর কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং করে নিলেই তা এক নিমিষেই আপনি করতে পারবেন।

এক্ষেত্রে প্রথমে আপনি নিচে দেয়া লিঙ্ক থেকে গুগল ট্রান্সলেট অ্যাপস টি ডাউনলোড করে নিন।

গুগল ট্রান্সলেটর অ্যাপস

গুগল ট্রান্সলেট অ্যাপস টি ডাউনলোড করা হয়ে গেলে এবার আপনাকে অ্যাপসটিতে কিছু সেটিং করতে হবে, যে সেটিং গুলো আপনাকে বারবার যে কোন কিছুকে translate English to Bangla করতে অ্যাপসটিতে প্রবেশ করতে হবে না।

এক্ষেত্রে প্রথমে আপনাকে গুগল ট্রান্সলেট অ্যাপসটিতে প্রবেশ করতে হবে। এবং এর পরে আপনাকে একদম বেসিক যে কাজটি অর্থাৎ আপনি কোন ল্যাঙ্গুয়েজ থেকে অন্য কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে চান তা সিলেক্ট করতে হবে।

 

 

এরপর আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং করতে হবে যা আপনাকে বারবার ট্রান্সলেট করার ক্ষেত্রে এই অ্যাপসটিতে প্রবেশ করাতে বাধ্য করবে না।

এক্ষেত্রে গুগল ট্রান্সলেট অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনি বামদিকে মেনুবার দেখতে পারবেন। এবং তারপর সেটিং অপশনটিতে ক্লিক করতে হবে।

সেটিং অপশনটিতে ক্লিক করার পরে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে Tap to translate ক্লিক করে তারপর এটিকে Enable করে দিতে হবে।

 

এবার যখনই আপনি কোন কঠিন ইংরেজি শব্দের সম্মুখীন হবেন আপনি translate English to Bangla করার জন্য কপি করবেন তখনি আপনার ফোনের স্ক্রিনে গুগল ট্রান্সলেট এর আইকন ভেসে উঠবে।

আর আপনি যখনই এতে ক্লিক করবেন তখনই আপনার কাঙ্খিত লক্ষ্যে আপনি পৌছে যাবেন। এর মানে হলো সেটিং  দ্বারা আপনি আপনার কাজটি আরও খুব সহজেই করতে পারবেন। 

Translate English to Bangla  করার কয়েকটি টুলস

এখন আমি আপনাদেরকে কয়েকটি ফ্রি টুলস এর লিংক দেবো যে টুলস গুলোর  সহায়তায় আপনি খুব সহজেই translate English to Bangla করতে পারবেন।

ইয়ান্ডেক্স ট্রান্সলেটর

এটি একটি অবিস্মরণীয় টুলস যার সহযোগিতায় আপনি খুব সহজেই 90 টি ভাষাকে ট্রান্সলেট করতে পারবেন।

এটি 2011 সালে ইন্টারনেটের জগতে বিচরণ করে। শুধু তাই নয় আপনি চাইলে এর অফিশিয়াল অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে খুব সহজে ট্রান্সলেট এর কাজ করতে পারবেন।

I translate

এই টুলসটি অসাধারণ ডিজাইন এবং 100 টি ভাষা ট্রান্সলেশন সিস্টেম অবশ্যই আপনার মন কাড়বে।

আপনি যে শুধুমাত্র কিছু লেখার মাধ্যমে ট্রান্সলেট করতে পারবেন তা কিন্তু নয়। আপনি চাইলে ভয়েস টাইপিং ইমেজ এর ইংরেজি শব্দের বাংলা রূপ দিতে পারবেন।

তাই সবচেয়ে ভালো এক্সপেরিয়েন্স এর জন্য আপনি চাইলে নিচে দেয়া লিঙ্ক থেকে ওই টুলসটি ডাউনলোড করে নিতে পারেন।

Bing ট্রান্সলেটর অ্যাপস

আপনি হয়তো Bing নামক সার্চ ইঞ্জিনের নাম শুনেছেন। যে সার্চ ইঞ্জিন ধারা আপনি আপনার অনেক ধরনের কার্যসিদ্ধি করেছেন।

তবে আপনি কি জানেন এটিকে একটি পাওয়ারফুল ট্রান্সলেটর টুলস হিসেবে আপনি ব্যবহার করতে পারেন? হয়তো জানেন না।

এই ট্রান্সলেটর tool দ্বারা আপনি নয় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলার মাধ্যমে আপনার বাক্যগুলোকে ট্রান্সলেট করতে পারবে।

শুধু তা নয় আপনি যে কাজটির জন্য আজকের এই পোস্টটি পড়ছেন অর্থাৎ translate English to Bangla করতে পারবেন খুব সহজেই।

সবচেয়ে ভালো ইউজার এক্সপেরিয়েন্স এর জন্য আপনি চাইলে এর অফিশিয়াল অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন।

এই অ্যাপসটির সাইজ কিছুটা বড় তবে এর কার্যক্রম দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর তাই অবশ্যই আপনি এই অ্যাপসটি ব্যবহার করার চেষ্টা করবেন translate English to Bangla করার জন্য।

আর উপরে দেয়া টুলসগুলো সহযোগিতার আপনি ফ্রিতে ইংরেজি সম্পর্কিত যেকোন সমস্যার সমাধান পেয়ে যাবেন।

Translate English to Bangla এপসলিস্ট-

এবার জেনে নিন translate English to Bangla করার জন্য আপনার কাজটিকে আরও সহজ করে দিতে পারে যে অ্যাপস গুলো সেই অ্যাপস গুলোর লিস্ট।

অ্যাপস গুলোর মধ্যে প্রায় অধিকাংশ কার্যকরী অ্যাপস বাংলাদেশী ডেভেলপারদের তৈরি। এক্ষেত্রে আপনার কাজে কোন সমস্যা হবে না।

  1. Translate App
  2. Translate App
  3. Translate App

উপরের দেয়া অ্যাপস গুলো ব্যবহার করা খুবই সহজ। আপনি শুধুমাত্র লিংক থেকে এ অ্যাপসগুলোকে ফ্রিতে ডাউনলোড করে তারপরে এগুলো আপনার কাজে লাগিয়ে দিতে পারবে।

Translate English to Bangla যার মাধ্যমে আপনি সহজেই করতে পারবেন

translate English to Bangla করার ক্ষেত্রে হয়তো অনেক সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তাছাড়া আপনি পরীক্ষা কিংবা অন্য কোন সিচুয়েশনে যখন পড়বেন, যখন আপনার কাছে ফোন থাকবে না তখন কি করবেন?

এক্ষেত্রে আপনাকে অবশ্যই এই শব্দগুলোকে ভালোভাবে শিখতে হবে। আর এটা শিখার জন্য সর্বাপেক্ষা উত্তম একটি অ্যাপস এর লিঙ্ক আমি দিয়ে দেবো, এবং এটি দ্বারা কিভাবে কাজ করবেন তাও আমি শিখিয়ে দেবো।

এক্ষেত্রে প্রথমে আপনাকে নিচের দেয়া লিঙ্ক থেকে অ্যাপস টি কে ডাউনলোড করে নিন।

সহজ ট্রান্সলেটর

যখনই আপনি উপরে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিবেন তখনই 

ইংরেজি সমস্ত কঠিন শব্দের বাংলা অর্থ আপনি অফলাইনে সমাধান করতে পারবেন।

 

 

শুধু তা নয় যেকোনো একটি ইংরেজী শব্দ লেখার পর ওই শব্দের পারিভাষিক যতগুলো শব্দ আছে সবগুলোর সঠিক অর্থ যে একই রূপে প্রকাশ পায় তা আপনি শিখতে পারবেন।

সবচেয়ে ভালো ব্যাপার হলো এই যে এই অ্যাপসটি সহযোগিতায় আপনি যদি translate English to Bangla করতে চান তাহলে আপনার কোন ডাটা চার্জ প্রযোজ্য হবে না।

এর মানে হলো এটা যে আপনি ওই অ্যাপসটির সহযোগিতায় অনলাইন কিংবা অফলাইন যে কোন অবস্থাতেই আপনার ইংরেজি সম্বন্ধে যতগুলো খারাপ অভিজ্ঞতা রয়েছে তার সমাধান পেয়ে যাবেন।

আর এভাবে আপনি খুব সহজেই উপরের দেয় একটু সহযোগিতা ইংরেজি সম্পর্কিত আপনার যত ভুল ধারণা আছে তার সমাধান পাবেন।

বড় প্যারাগ্রাফ কিংবা বাক্যের জন্য কিভাবে করবেন translate English to Bangla?

আপনি যদি অনেক বড় বড় প্যারাগ্রাফ কিংবা বাক্যের জন্য translate English to Bangla করতে চান কিংবা তার উল্টোটা তাহলে আপনি ব্যবহার করতে পারেন গুগোল ট্রান্সলেট অ্যাপসটি।

এই অ্যাপসটি সহযোগিতায় আপনি যত বড় প্যারাগ্রাফ এর সঠিক বাংলা অর্থ জানতে চান, সেই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন।

আর কিভাবে এটি দ্বারা কাজ করবেন আমি কিছু উপরে আলোচনা করেছি।

এক্ষেত্রে আপনি যদি Bangla to English translate করতে চান এবং ওই বাংলা পেরাগ্রাফ এর আকার অনেক বেশি বড় হয় তাহলে এর সঠিক গ্রামাটিক্যাল পয়েন্টসহ ট্রান্সলেট করতে হবে আপনাকে একটি ছোট টিপস অবলম্বন করতে হবে।

কারণ আপনি যখন অনেক বেশি বড় প্যারাগ্রাফের বাংলা থেকে ইংরেজি রূপ ধারণ করতে চাইবেন, তখনই লক্ষ্য করলে দেখতে পারবেন- অনেক ক্ষেত্রে এর গ্রামাটিকাল পয়েন্টের সমস্যা হয়েছে।

আর এই সমস্যাগুলো দূর করে একেবারে নির্ভুল উপায় কিভাবে আপনি তা করতে সক্ষম হবেন, এটা আপনি কিছু পরেই জানতে পারবেন।

এজন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে যেটি আপনি ফ্রিতে পেয়ে যাবেন।

অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে এটিকে আপনার কিবোর্ড হিসেবে যুক্ত করুন। এটি যেহেতু একটি কিবোর্ড অ্যাপস তাই আপনি যখনই এটি ডাউনলোড করে প্রবেশ করবেন তখনই তা কিভাবে আপনার কীবোর্ড হিসেবে যুক্ত করবেন তার একটি পরিপূর্ণ গাইড পেয়ে যাবে।

এটিকে যখনই আপনার কিবোর্ড হিসেবে যুক্ত করবেন তখন যেকোন একটি প্যারাগ্রাফ এ নিয়ে এটি এডিট করার মুডে চলে যান।

এতে করে যে সমস্ত গ্রামাটিক্যাল প্রবলেম আপনার প্যারাগ্রাফে হয়েছে তা এই অ্যাপসটি সহযোগিতায় আপনি খুব সহজেই দূরীকরণ করতে পারবেন।

Translate English to Bangla| কঠিন শব্দ/প্যারাগ্রাফ ট্রান্সলেট করুন|

 

আর এভাবেই আপনি একেবারে নির্ভুলভাবে যেকোনো বড় বড় বাংলা প্যারাগ্রাফ ইংরেজি রূপ দিতে পারবেন।

তবে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার বড় কোনো প্যারাগ্রাফের ইংরেজি রূপ দেয়ার ক্ষেত্রে অবশ্য গুগল ট্রান্সলেট এর অফিশিয়াল অ্যাপসটি ব্যবহার করুন।

কারন গুগল ট্রান্সলেটর অফিশিয়াল ওয়েবসাইট মাধ্যমে আপনি অনেক বড় বড় পেরাগ্রাফ কিংবা রচনা ইংরেজি রূপ খুব সহজেই দিতে পারবেন।

আর উপরে দেয়া পরিপূর্ণ গাইড টি হল translate English to Bangla করার জন্য।

ইংরেজি কয়েকটি প্রবাদ বাক্যের ট্রান্সলেশন রূপ-

  1. To keep counsel – পেটের কথা পেটে রাখা
  2. To kill to bird with one stone –  এক ঢিলে দুই পাখি শিকার
  3. To leave one on the lurch- গাছে তুলে মই কেড়ে নেয়া
  4. To beggar can’t be bankrupt- মাথা নেই যার তার আবার মাথা ব্যাথা”
  5. A bad penny always turns up-অপদার্থ যেখান থেকে শুরু করে সেখানেই ফিরে আসে।
  6. A rotten sheep infects the flock- অসৎ সঙ্গে সর্বনাশ । 
  7.  Do not exchange your substance for shadow-অনিশ্চিতের আশায় নিশ্চিত ত্যাগ করিও না। 
  8. Fools rush in where angels fear to tread-হাতি ঘোড়া গেল তল, পিপড়া বলে কত জল। 
  9. Weal and weo come by turns.-হাসির পরে আসে কান্না। 
  10. All our sweetest hours fly fastest .-সুখের সময়গুলো দ্রুত চলে যায় । 
  11. Children and fools tell the truth .-
  12. শিশু এবং বোকারাই সত্য বলে । 
  13. To try to hush something up, when it already known to many.-শাক দিয়ে মাছ ঢাকা। 
  14. A full purse never lacks friends.-ভাত ছড়ালে কাকের অভাব হয় না। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top