গুগলকে আপনি চাইলে আপনি যে কোন দেশের বাসিন্দা হোন না কেন সেই দেশের ভাষা অনুযায়ী ব্যবহার করতে পারবেন।
এজন্য আপনার দরকার পড়বে কিছু কার্যকরী দক্ষতা এবং জ্ঞান, মূলত আপনি গুগলকে আপনার নিজের মাতৃভাষায় কিংবা গুগল বাংলা অর্থ সহকারে করতে আপনার খুব বেশি কষ্ট করতে হবেনা।
বাংলা গুগল ব্যবহারের ক্ষেত্রে আপনাকে যে কার্যকরী পদ্ধতি গুলো অবলম্বন করতে হবে তা সঠিক বর্ণনা আমি নিম্নরুপে।
গুগল বাংলা করতে হলে প্রথমে গুগলে সার্চ ইঞ্জিন এ প্রবেশ করুন, এবং তার পরে এটি বাংলাদেশের ভাষা ব্যবহার করতে হলে আপনাকে নিচের দেয়া লিঙ্কে প্রবেশ করতে হবে।
গুগল বাংলা ব্যবহার করতে হলে আপনাকে প্রথমে- https://www.google.com.bd/ এতে প্রবেশ করতে হবে এবং তারপরে আপনি পেইজটিকে নিচের স্ক্রিণশটের মত দেখতে পারবেন।
এবং এই পেইজের একদম নিচের দিকে আপনি যে বাংলাদেশের সুযোগ সুবিধা অনুযায়ী গুগল ব্যবহার করছেন তার একটি জ্বলন্ত প্রমাণ পেয়ে যাবেন।
আপনি দেখতে পারবেন পেজ টির নিচে দিকে বাংলাদেশের নামটি দেখাচ্ছে।
এর মানে হলো আপনি যে বাংলাদেশ থেকে গুগল ব্যবহার করছেন সেটি এখানে দেখাচ্ছে।
আর এভাবে আপনি খুব সহজেই বাংলা গুগল ব্যবহার করতে পারবেন।
শুধু তা নয় আপনি যে দেশের অধিবাসী হোন না কেন, শুধুমাত্র লিঙ্কটির শেষের দিকে আপনার সেই দেশের নামটি লিখে দিলেই আপনি ওই দেশের অধীনে গুগল ব্যবহার করতে পারবেন।