Google Drive কি? গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করব

গুগল ড্রাইভ এর নাম কখনো শুনেছেন? গুগল ড্রাইভ আসলে কি?  এটা কিভাবে ব্যবহার করা যায়? এরকম প্রশ্ন কি কখনো মাথায় ঘুরপাক খেয়েছে?

আপনি যদি গুগল ড্রাইভ কি এবং এটা কিভাবে ব্যবহার করে এই সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে চান, তাহলে এই পোষ্ট টি আপনার জন্য।

Google Drive কি?

গুগল ড্রাইভ হলো গুগলের একটি প্রোডাক্ট। এর মাধ্যমে আপনি অনলাইনে আপনার সমস্ত ডকুমেন্টগুলো গুগলের সিকিউরিটি সহকারে রাখতে পারবেন।

আপনি যদি কোন ডকুমেন্ট ছবি কিংবা ভিডিও রাখেন, তাহলে তা এই গুগল ড্রাইভের স্টোরেজে জমা হয়ে যাবে।

এতে করে যদি আপনার ফোন কোথাও হারিয়ে যায় কিংবা আপনার স্টোরেজ থেকে এই সমস্ত ডাটা গুলো ডিলিট হয়ে যায়, তাহলে আপনি তা খুব সহজেই খুজে পাবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো- গুগল ড্রাইভে আপনি যখন আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করবেন, তখন এতে আপনি প্রায় ১৬ জিবি স্পেস ফ্রিতে পাবেন।

আর এই ১৬ জিবি স্পেস এর মধ্যে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় সমস্ত ডাটা সংরক্ষণ করে রাখতে পারবেন।

আপনার যতগুলো গুগল একাউন্ট থাকবে আপনি প্রত্যেকটি গুগল একাউন্টে এরকম ১৬ জিবি ফ্রী স্পেসে আপনার সমস্ত ডকুমেন্ট সেভ করে রাখতে পারবেন।

গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করব?

আপনি যখনই এটা জেনে গেছেন যে Google drive আসলে কি তখনই হয়তো আপনার মনের মধ্যে এটা তোলপাড় খাচ্ছে, যে কিভাবে আপনি গুগল ড্রাইভ ব্যবহার করবেন?

এক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে আপনার ডিভাইসে গুগল ড্রাইভ এর অফিশিয়াল অ্যাপসটি ডাউনলোড করতে হবে।
Download Apk

আপনি যখনই গুগল ড্রাইভে লেটেস্ট ভার্সন ডাউনলোড করবেন,  তখনই নিচের স্ক্রিণশটের মত একটি পেইজ এর ড্যাশবোর্ডে দেখতে পারবেন।

এতে আপনার প্রয়োজনীয় ডাটা যেমনঃ ছবি, ভিডিও যুক্ত করতে হলে আপনাকে অবশ্যই (+) বাটনে ক্লিক করতে হবে।

এবং এরপর আপনি যখন Upload এ ক্লিক করবেন তখন এটা আপনাকে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে।

Google Drive কি?গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করব?

ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর আপনি যে ফোল্ডারের অডিও, ভিডিও,  ছবি ব্যাকআপ করে রাখতে চান, তা সিলেক্ট করুন।

এবং যখনি আপনি আপনার ছবি, ভিডিও সিলেক্ট করে নিবেন তখনই তা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এবং ওই ফাইলের সাইজ অনুযায়ী এটি আপলোড হবে এবং ডাটা চার্জ প্রযোজ্য হবে।

আর এভাবে আপনি আপনার যতগুলো ফাইল কিংবা ফোল্ডার দরকারী হিসেবে আপনি মনে করেন সেগুলো গুগল ড্রাইভে বাক্সবন্দি করে রাখতে পারবেন।

অফলাইনে ফাইল গুলো কিভাবে দেখবেন?

ইতিপূর্বে আপনি গুগল ড্রাইভে ফাইল কিংবা ফটো যুক্ত করেছেন  তা দেখতে হলে অবশ্যই আপনাকে ডাটা চার্জ প্রযোজ্য করা হবে।

এটা অনেক বিরক্তিকর যে প্রায় সময় আমাদের অনিচ্ছাসত্ত্বেও ডাটা অন করে তারপরে ফাইলগুলোকে Access নিতে হয়। তাছাড়াও প্রায় সময় আমাদের ফোনে মেগাবাইট থাকেনা।

ফলে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দেখার জন্য আপনাকে ততক্ষণ অবদি অপেক্ষা করতে হয় যতক্ষণ আপনি সামর্থ্যবান হয়ো ফোনে মেগাবাইট ঢোকাতে পারবেন।

তাহলে সময় থাকতে কিভাবে আপনার প্রয়োজনীয় ফাইলটির অফলাইনে দেখার উপযোগী করে রাখবেন? যাতে করে কোন টাকা খরচ করতে হবে না, যখন এই ফাইলটি আপনি আবার দেখতে চাইবেন।

এক্ষেত্রে যে ফাইলটি আপনি অনলাইনে বা অফলাইনে দেখতে চান, তাতে ক্লিক করুন এবং এরপর Make Available offline এই অপশনটিতে ক্লিক করলেই আপনার ফাইলটি অফলাইনে দেখার উপযোগী হয়ে যাবে।

 

Google Drive কি?গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করব?

 

আর এভাবে যে গুরুত্বপূর্ণ ফাইল ফটো গুলোকে আপনি অফলাইনে দেখতে চান,  তা অফলাইনে দেখার উপযোগী করতে পারবেন।

আর আপনি হয়তো এখন জেনে নিয়েছেন, Google drive কি? এবং উপরুক্ত উপায়ে আপনি খুব সহজেই গুগল ড্রাইভ ব্যবহার করতে পারবেন।

1 thought on “Google Drive কি? গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করব”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top