রেডমি ফোনের দাম ২০২২

বর্তমানে যে সমস্ত মোবাইল ফোন খুব দ্রুততার সাথে গ্রো করেছে এবং ইউজারদের মন জয় করে নিয়েছে, সেগুলোর মধ্যে থেকে রেডমি ফোন অন্যতম। রেডমি ফোনের দাম কত?

অর্থাৎ আপনি যদি একটি রিজেনেবল প্রাইস এর মধ্যে একটি রেডমি ফোন কিনতে চান, তাহলে কোম্পানি আপনার জন্য ভালো হবে এবং রেডমি ফোনের আসল দাম কত? সে সম্পর্কে জানার প্রয়োজন আছে।

আজকের এই আর্টিকেলের কিছু রেডমি ফোনের দাম সম্পর্কে আলোচনা করা হবে। যে সমস্ত ফোন আপনার জন্য সবচেয়ে ভালো ফিট হতে পারে।

তাহলে আর দেরি না করে এখনি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করা যাক।

রেডমি ফোনের দাম ২০২২

1-Xiaomi Redmi 10 2022

বর্তমান সময়ের জনপ্রিয় যে সমস্ত রেডমি ফোনে রয়েছে, সে সমস্ত ফোন গুলোর মধ্যে থেকে আমাদের লিস্টে প্রথমে যে ফোনটি জায়গা করে নিয়েছে সেটি হলঃ Xiaomi Redmi 10 2022.

 

এটি একটি অসাধারন মোবাইল ফোন। যা আপনার ইউজার এক্সপেরিয়েন্স বৃদ্ধি করবে এবং মোবাইল ফোন ব্যবহারে আপনাকে অন্যরকম এক্সপেরিন্স দিবে।

এই মোবাইল ফোনের কিছু ফিচার সম্পর্কে আলোচনা করা হয়ঃ

  • মোবাইল ফোনের নামঃ Xiaomi Redmi 10 2022
  • অপারেটিং সিস্টেমঃ Android 11 (MIUI 12.5)
  • ব্যাটারি ক্যাপাসিটGB
  • 5000 mAh
  • নেটওয়ার্ক অবস্থাঃ ২জি/ ৩জি/ ৪জি
  • মোবাইল ফোনের ওজনঃ ১৮১ গ্রাম
  • ডিসপ্লে রেজুলেশনঃ ফুল HD+ 1080 x 2400 পিক্সেল (405 ppi)
  • র্যামঃ ৪জিবি/ ৬ জিবি
  • রোমঃ ৬৪/১২৮ জিবি
  • ভিডিও রেকর্ডিংঃ ফুল এইচডি ১০৮০P
  • ক্যামেরাঃ কোয়াড 50+8+2+2 মেগাপিক্সেল
  • নোটিফিকেশন লাইটঃ হ্যা
  • সেন্সরঃ আঙুলের ছাপ, অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি, ই-কম্পাস
  • ফিঙ্গারপ্রিন্টঃ সাইড-মাউন্ট করা।

দামঃ ১৪,৯৯৯ টাকা; 4/64 GB
১৬,৯৯৯ টাকা; 6/128 GB

2- Xiaomi 11T

রেডমি মোবাইল ফোন গুলোর মধ্যে থেকে আরেকটি উল্লেখযোগ্য মোবাইল ফোন হল Xiaomi 11T. এই মোবাইল ফোনে রিজনাবল প্রাইসে এবং ইউজার এক্সপেরিয়েন্স যে কাউকে মুগ্ধ করবে।

রেডমি ফোনের দাম

  • মোবাইল ফোনের নামঃ Xiaomi 11T
  • অপারেটিং সিস্টেমঃ Android 11 (MIUI 12.5)
  • নেটওয়ার্ক অবস্থাঃ ২জি/ ৩জি/ ৪জি
  • মোবাইল ফোনের ওজনঃ ২০৩ গ্রাম
  • ডিসপ্লে রেজুলেশনঃ Full HD+ 1080 x 2400 pixels (395 ppi)
  • র্যামঃ ৮ জিবি
  • রোমঃ ১২৮/২৫৬ জিবি
  • ভিডিও রেকর্ডিংঃ Ultra HD 4K (2160p), gyro-EIS
  • ক্যামেরাঃ কোয়াড 50+8+2+2 মেগাপিক্সেল
  • নোটিফিকেশন লাইটঃ হ্যা
  • সেন্সরঃ আঙুলের ছাপ, অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি, ই-কম্পাস
  • ফিঙ্গারপ্রিন্টঃ সাইড-মাউন্ট করা।

দামঃ ৪৯,৯৯৯ টাকা; 8/128 GB
৫৩,৯৯৯ টাকা; 8/256 GB

Xiaomi 11T Pro

এছাড়াও রেডমির আরেকটি নতুন ভালো মোবাইল হল Xiaomi 11T Pro. নিচে থেকে এই মোবাইল ফোনের ফিচারস গুলো সম্পর্কে জেনে নিন।

  • মোবাইল ফোনের নামঃ Xiaomi 11T Pro
  • অপারেটিং সিস্টেমঃ Android 11 (MIUI 12.5)
  • নেটওয়ার্ক অবস্থাঃ ২জি/ ৩জি/ ৪জি/৫জি
  • মোবাইল ফোনের ওজনঃ ২০৪গ্রাম
  • ডিসপ্লে রেজুলেশনঃ Full HD+ 1080 x 2400 pixels (395 ppi)
  • র্যামঃ ৮ জিবি
  • রোমঃ ১২৮/২৫৬ জিবি
  • ভিডিও রেকর্ডিংঃ Ultra HD 4K (2160p), gyro-EIS
  • ক্যামেরাঃ ট্রিপল 108+8+5 মেগাপিক্সেল
  • নোটিফিকেশন লাইটঃ হ্যা
  • সেন্সরঃ আঙুলের ছাপ, অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি, ই-কম্পাস
  • ফিঙ্গারপ্রিন্টঃ সাইড-মাউন্ট করা।

দামঃ ৬৪,৯৯৯ টাকা ৮/২৫৬ GB

4-Xiaomi Redmi Note 10 Pro Max

এছাড়াও রেডমি ফোনের আরেকটি আকর্ষণীয় হ্যান্ডসেট হলো: Xiaomi Redmi Note 10 Pro Max.

মোবাইল ফোন ব্যবহারে আপনি অত্যাধুনিক সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন এবং ভালো ইউজার এক্সপেরিয়েন্স পাবেন।

রেডমি ফোনের দাম

মোবাইল ফোনটি সর্বপ্রথম রিলিজ হয়- ১৮ মার্চ ২০২১. ফোনটি রিলিজ হওয়ার দিন থেকে আজ অব্দি খুবই প্রশংসার সাথে মার্কেটে চলেছে।

মোবাইল ফোনের কিছু ফিচার সম্পর্কে জেনে নেয়া যাকঃ

  • অপারেটিং সিস্টেমঃ Xiaomi Redmi Note 10 Pro Max
    নেটওয়ার্ক অবস্থাঃ ২জি/ ৩জি/ ৪জি
    মোবাইল ফোনের ওজনঃ ১৯২ গ্রাম
    ডিসপ্লে রেজুলেশনঃ ফুল HD+ 1080 x 2400 পিক্সেল (395 ppi)
    র্যামঃ ৮ জিবি
    রোমঃ ১২৮/২৫৬ জিবি
    ভিডিও রেকর্ডিংঃ Ultra HD (2160p)
    ক্যামেরাঃ কোয়াড 108+8+5+2 মেগাপিক্সেল
    নোটিফিকেশন লাইটঃ হ্যা
    সেন্সরঃ আঙুলের ছাপ, অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি, ই-কম্পাস।
    অপারেটিং সিস্টেমঃ Android 11 (MIUI 12)
    ফিঙ্গারপ্রিন্টঃ সাইড-মাউন্ট করা।

দামঃ২৮,৯৯৯ টাকা, ৬/১২৮ জিবি
৩০,৯৯৯ টাকা ৮/১২৮ জিবি।

5- Xiaomi Mi 11 Lite

শাওমি রেডমি ফোনের মধ্যে আরেকটি অসাধারণ মোবাইল ফোন হল Xiaomi Mi 11 Lite. এই মোবাইল ফোনটি বেশ কিছুদিন আগে রিলিজ হয়েছে।

মোবাইল ফোনের মধ্যে রয়েছে অত্যাধুনিক ফিচারস এবং ইউজার মেটারিয়ালস। যার কারনে যে কোনো ব্যবহারকারী মোবাইল ফোনটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

রেডমি ফোনের দাম

এছাড়া মোবাইল ফোনের রিজনাবল প্রাইসে এবং অত্যাধুনিক ফিচারস এ কারণে এটি অনেক জনপ্রিয় একটি মোবাইল ফোন।

মোবাইল ফোনের বিস্তারিত ফিচারস নিচে আলোচনা করা হলোঃ

  • ফোনের অফিসিয়াল নামঃ Xiaomi Mi 11 Lite
  • নেটওয়ার্ক অবস্থাঃ ২জি/ ৩জি/ ৪জি
  • মোবাইল ফোনের ওজনঃ ১৫৭ গ্রাম
  • ডিসপ্লে রেজুলেশনঃ ফুল HD+ 1080 x 2400 পিক্সেল (402 ppi)
  • র্যামঃ ৬/৮ জিবি
  • রোমঃ ১২৮ জিবি
  • ভিডিও রেকর্ডিংঃ Ultra HD 4K (2160p), gyro-EIS
  • ক্যামেরাঃ ট্রিপল 64+8+5 মেগাপিক্সেল
  • নোটিফিকেশন লাইটঃ হ্যা
  • সেন্সরঃ আঙুলের ছাপ, অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি, ই-কম্পাস।
  • অপারেটিং সিস্টেমঃ Android 11, Expected upgrade to Android 12
  • ফিঙ্গারপ্রিন্টঃ সাইড-মাউন্ট করা।

দামঃ ২৮,৯৯৯ টাকা; ৬/১২৮ জিবি।
৩১,৯৯৯ টাকা; ৮/১২৮ জিবি।

উপরে যে সেরা পাঁচটি রেডমি ফোনের দাম সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেগুলো বর্তমানে সর্বাধিক ব্যবহৃত এবং ট্রেন্ডিং অবস্থায় রয়েছে।

ফোন হিসেবে রেডমি ফোন কতটা ভালো?

এই প্রশ্নের উত্তর জানার আগে আপনাকে এই বিষয়টি মাথায় ভালোভাবে গেঁথে নিতে হবে, যে কোন ফোন কোম্পানি এটা কখনোই চাইবে না তাদের তেরীকৃত ফোনটি খারাপ হোক।

এছাড়াও জেনে নিন: অফিসিয়াল ফোন চেনার উপায় সম্পর্কে জেনে নিন

আর আপনি যদি বর্তমান সময়ের দিকে লক্ষ্য রাখেন তাহলে দেখতে পারবেন, বর্তমান সময়ে যে সমস্ত মোবাইল ফোন বিপুল জনপ্রিয়তা লাভ করেছে, সেগুলোর মধ্যে থেকে রেডমি ফোন অন্যতম।

বর্তমান সময়ে, রেডমি কোম্পনী নেক্সট জেনারেশনের মোবাইল ফোন তৈরি করছে। এবং এই মোবাইল ফোন ব্যবহার করে ইউজাররা ভালো এক্সপেরিয়েন্স পাচ্ছে।

এছাড়াও রিজেনেবল প্রাইস এর মধ্যে আপনি যদি মোবাইল ফোন ক্রয় করতে চান এবং বেস্ট ইউজার এক্সপেরিয়েন্স উপভোগ করতে চান, তাহলে রেডমি মোবাইল ফোন আপনার জন্য এক অনন্য সহযোগী।

মোট কথা হল, আপনার প্রাইস রেঞ্জ আপনি যত বেশি বৃদ্ধি করতে পারবেন, মোবাইল ফোন ব্যবহারে তত বেশি স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারবেন অর্থাৎ ভালো ইউজার এক্সপেরিয়েন্স পাবেন।

তবে আপনার বাজেট যতই হোক না কেন রেডমি ফোন আপনার জন্য একটি ভালো সহযোগী।যা আপনাকে নেক্সট জেনারেশনে নিয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top