শাওমি সবচেয়ে কম দামি ফোন

শাওমি ফোন গুলো মানের দিক থেকে যেভাবে ভালো ঠিক একই রকমভাবে দামের দিক থেকেও অনেক বেশি এক্সপেন্সিভ। তবে খুজাখুজি করলে পেতে পারেন শাওমি সবচেয়ে কম দামি ফোন।

শাওমি ফোনের মধ্যে সবচেয়ে কম দামে যে সমস্ত ফোন রয়েছে, সে সমস্ত পণ্যের লিস্ট নিয়ে আজকের এই পোস্টে আলোচনা করা হবে।

আপনার বাজেট যদি স্বল্প পরিমাণে হয়ে থাকে, তাহলে আপনি এই আর্টিকেলের মাধ্যমে সেই সমস্ত কম টাকার মধ্যে ব্র্যান্ডেড ফোন গুলো দেখে নিতে পারেন।

শাওমি সবচেয়ে কম দামি ফোন

যেসমস্ত শাওমি মোবাইল ফোন গুলো সবচেয়ে কম দামের মধ্যে রয়েছে, সে সমস্ত শাওমি ফোন গুলোর সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

Xiaomi Redmi 9A

কম দামে শাওমি মোবাইল ফোন গুলোর মধ্যে থেকে অন্যতম একটি মোবাইল ফোন হলো Xiaomi Redmi 9A . এবং আপনি চাইলেই মোবাইল ফোনটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।

শাওমি সবচেয়ে কম দামি ফোন

এই মোবাইল ফোনের যে সমস্ত গুরুত্বপূর্ণ ফিচারস রয়েছে এবং এই মোবাইল ফোন ব্যবহার করে আপনি কতটা পারফরম্যান্স উপভোগ করতে পারবেন, সেই সম্পর্কে নিচে আলোচনা করা হলো৷

  • ফোনের নামঃ Xiaomi Redmi 9A
  • প্রসেসরঃ Octa core, 2.0 GHz
  • ডিভাইস স্টোরেজঃ ৩২ জিবি।
  • নেটওয়ার্কের অবস্হাঃ ২/৩/৪জি
  • ডিসপ্লে সাইজঃ6.53 inches
  • রেজুলুশনঃ HD+ 720 x 1600 pixels (269 ppi)
  • ক্যামেরা রেজুলুশনঃ ১৩/৫ ম্যাগাপিস্কেল
  • ভিডিও রেকর্ডিংঃFull HD (1080p)
  • ব্যাটারি ক্যাপাসিটিঃ Lithium-polymer 5000 mAh
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সরঃ নেই।

ফোনের দামঃ ৳8,799 * 2/32 GB

Xiaomi Redmi 9 Dual Camera

কম দামি রেডমি ফোন গুলোর মধ্যে থেকে, আরেকটি অসাধারণ মোবাইল ফোন হলো Xiaomi Redmi 9 Dual Camera.

এই মোবাইল ফোনটি ব্যবহারে আপনি অন্য রকম সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়াও এটি দামের দিক থেকে খুবই কম হওয়ার কারণে, যে কেউ এটি কেনার দিকে আগ্রহ প্রকাশ করতে পারেন।

শাওমি সবচেয়ে কম দামি ফোন

তাহলে, আর দেরি না করে এখনই এই মোবাইল ফোনের সমস্ত গুরুত্বপূর্ণ ফিচারস গুলো সম্পর্কে জেনে নেয়া যাক।

  • ফোনের নামঃ Xiaomi Redmi 9 Dual Camera
  • প্রসেসরঃ Octa core, up to 2.3 GHz
  • ডিভাইস স্টোরেজঃ 64 /128 GB
  • নেটওয়ার্কের অবস্হাঃ ২/৩/৪জি
  • ডিসপ্লে সাইজঃ6.53 inches
  • রেজুলুশনঃ HD+ 720 x 1600 pixels (269 ppi)
  • ক্যামেরা রেজুলুশনঃ ১৩+২ /৫ ম্যাগাপিস্কেল
  • ভিডিও রেকর্ডিংঃFull HD (1080p)
  • ব্যাটারি ক্যাপাসিটিঃ Lithium-polymer 5000 mAh
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সরঃ আছে।

ফোনের দামঃ ৳12,999 4/64 GB
৳14,499 4/128 GB

আপনি চাইলে এই দুইটি ভেরিয়েন্ট এর মধ্যে মোবাইল ফোনটি ক্রয় করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি প্রাইসের সীমা বেছে নিতে পারেন।

Xiaomi Poco M2 Reloaded

১৪ হাজার টাকার মধ্যে আরেকটি অসাধারণ মোবাইল ফোন হলো Xiaomi Poco M2 Reloaded. এ মোবাইল ফোনটিও বর্তমানে প্রায় অনেক ইউজারের মন কেড়ে নিয়েছে।

এই মোবাইল ফোনটি ব্যবহারে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফিচারস রয়েছে এবং এটি ব্যবহারে আপনি অন্য রকম সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।

এই মোবাইল ফোনের র্যাম হলো ৪ জিবি এবং এই মোবাইল ফোনের ডিভাইস স্টোরেজ হল ৬৪ জিবি৷

শাওমি সবচেয়ে কম দামি ফোন

নেটওয়ার্কের দিকে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পারবেন এই মোবাইল ফোনের নেটওয়ার্ক 2g 3g এবং 4g. আপনি চাইলে ইচ্ছামত নেটওয়ার্ক স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন।

এছাড়াও জেনে নিন:  রেডমি ফোনের দাম ২০২২

এছাড়াও এই মোবাইল ফোনে রয়েছে একটি অনেক বড় ব্যাটারি। এই বড় ব্যাটারি মাধ্যমে আপনি মোবাইল ফোনটি ব্যবহারে অনেক বেশি পরিমাণে ব্যাকআপ পাবেন।

এছাড়া ওই মোবাইল ফোনে যে সমস্ত গুরুত্বপূর্ণ ফিচারস না জানলেই নয়, সে সম্পর্কে নিচে আলোচনা করা হলোঃ

  • ফোনের নামঃ Xiaomi Poco M2 Reloaded
  • প্রসেসরঃ Octa core, up to 2.0 GHz
  • ডিভাইস স্টোরেজঃ 64 GB
  • র্যামঃ ৪ জিবি।
  • নেটওয়ার্কের অবস্হাঃ ২/৩/৪জি
  • ডিসপ্লে সাইজঃ 6.53 inches
  • রেজুলুশনঃ Full HD+ 1080 x 2340 pixels (395 ppi)
  • ক্যামেরা রেজুলুশনঃ ১৩+৮+৫+২ /৮ ম্যাগাপিস্কেল
  • ভিডিও রেকর্ডিংঃFull HD (1080p)
  • ব্যাটারি ক্যাপাসিটিঃ Lithium-polymer 5000 mAh
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সরঃ আছে।

ফোনের দামঃ ৳14,999 4/64 GB

Xiaomi Redmi 9C

১৩, ০০০ টাকা বাজেটের মধ্যে আরেকটি অসাধারণ মোবাইল ফোন হলো Xiaomi Redmi 9C. এই মোবাইল ফোনের অসাধারন কিছু ফিচার রয়েছে।

মোবাইল ফোনে একটি অনেক বড় ব্যাটারি রয়েছে। সেই ব্যাটারিটি অনেক সময় ধরে মোবাইল ফোনটি ওপেন করে রাখতে সহায়তা করবে।

এছাড়াও আপনি চাইলে দুইটি ভেরিয়েন্ট এর মধ্যে মোবাইল ফোনটি ক্রয় করতে পারবেন। অর্থাৎ, আপনার সামর্থ্য অনুযায়ী দুইটি ভিন্ন প্রাইস এবং অন্যান্য ফিচারস এর সহায়তায়, মোবাইল ফোন দিয়ে তৈরি করা হয়েছে।

এই মোবাইল ফোনের যে সমস্ত গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে না জানলেই নয়, সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হলোঃ

  • ফোনের নামঃ Xiaomi Redmi 9C
  • প্রসেসরঃ Octa core, 2.3 GHz
  • ডিভাইস স্টোরেজঃ 64 /128 GB
  • র্যামঃ ৩/৪ জিবি।
  • নেটওয়ার্কের অবস্হাঃ ২/৩/৪জি
  • ডিসপ্লে সাইজঃ 6.53 inches
  • রেজুলুশনঃ HD+ 720 x 1600 pixels (269 ppi)
  • ক্যামেরা রেজুলুশনঃ ১৩+২+২ /৫ ম্যাগাপিস্কেল
  • ভিডিও রেকর্ডিংঃ Full HD (1080p)
  • ব্যাটারি ক্যাপাসিটিঃ Lithium-polymer 5000 mAh
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সরঃ আছে।

দামঃ ৳13,999 3/64 GB
৳15,999 4/128 GB

Xiaomi Redmi Y3

রেডমি ফোনের মধ্যে থেকে আরেকটি অসাধারণ মোবাইল ফোন হলো Xiaomi Redmi Y3. কম দামি শাওমি ফোন হলেও ফোনের যে সমস্ত ফিচার রয়েছে, সেগুলো সম্পর্কে একে একে নিচে আলোচনা করা হলো।

  • ফোনের নামঃ Xiaomi Redmi 9 Dual Camera
  • প্রসেসরঃ Octa core, 1.8 GHz
  • ডিভাইস স্টোরেজঃ ৩২/৬৪ জিবি।
  • র্যামঃ ৩/৪ জিবি
  • নেটওয়ার্কের অবস্হাঃ ২/৩/৪জি
  • ডিসপ্লে সাইজঃ 6.26 inches
  • রেজুলুশনঃ HD+ 720 x 1520 pixels (269 ppi)
  • ক্যামেরা রেজুলুশনঃ ৩২ ম্যাগাপিস্কেল।
  • ভিডিও রেকর্ডিংঃ Full HD (1080p)
  • ব্যাটারি ক্যাপাসিটিঃ Lithium-polymer 4000 mAh
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সরঃ আছে।

দামঃ ৳14,999, 3/32 GB
৳16,999, 4/64 GB

Xiaomi Redmi 7

কম দামে রেডমি ফোন হিসেবে আপনার পছন্দের তালিকায় আরেকটি ফোন Xiaomi Redmi 7. এটি সর্বপ্রথম রিলিজ হয় 2009 সালের মার্চ মাসে।

এই ফোনের যে সমস্ত ফিচারস বিদ্যমান রয়েছে, সে সমস্ত ফিচারস সম্পর্কে আলোচনা করা হয়।

  • ফোনের নামঃ Xiaomi Redmi 7
  • প্রসেসরঃ Octa core, up to 2.3 GHz
  • ডিভাইস স্টোরেজঃ ১৬/৩২ GB
  • র্যামঃ ২/৩ জিবি
  • নেটওয়ার্কের অবস্হাঃ ২/৩/৪জি
  • ডিসপ্লে সাইজঃ 6.26 inches
  • রেজুলুশনঃ HD+ 720 x 1520 pixels (269 ppi)
  • ক্যামেরা রেজুলুশনঃ ১২+২ /৮ ম্যাগাপিস্কেল
  • ভিডিও রেকর্ডিংঃ Full HD (1080p)
  • ব্যাটারি ক্যাপাসিটিঃ Octa core, 1.8 GHz
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সরঃ আছে।

দামঃ ৳12,999 2/16 GB
৳13,499 2/32 GB
৳13,999 3/32 GB

Xiaomi Redmi 7A

শাওমি সবচেয়ে কম দামি ফোন হিসাবে এটিও একটি অসাধারন মোবাইল ফোন। Xiaomi Redmi 7A দামে খুবই সুলভ এবং কাজে অনেক বেশী ভালো।

মোবাইল ফোনে রয়েছে 2gb রেম এবং 32gb ফোন স্টরেজ। এছাড়াও ইন্টারনেট কানেকশন হিসেবে আপনি 2G, 3G, 4G ব্যবহার করতে পারবেন।

শাওমি সবচেয়ে কম দামি ফোন

মোবাইল ফোনে ভালো প্রসেসর বিদ্যমান রয়েছে, যা দামের তুলনায় অনেক বেশি পরিমানে ভালো এবং এটি আপনাকে মোবাইল ফোন ব্যবহারে অন্যরকম অভিজ্ঞতা যোগাবে।

তাহলে আর দেরি না করে এখনি জেনে নিন মোবাইল ফোনের গুরুত্তপুর্ণ সমস্ত ফিচারস সম্পর্কে।

  • ফোনের নামঃ Xiaomi Redmi 7A
  • প্রসেসরঃ Octa core, up to 2.0 GHz
  • ডিভাইস র্যাম / স্টোরেজঃ ২/৩২ জিবি।
  • নেটওয়ার্কের অবস্হাঃ ২/৩/৪জি
  • ডিসপ্লে সাইজঃ 5.45 inches
  • রেজুলুশনঃ HD+ 720 x 1440 pixels (295 ppi)
  • ক্যামেরা রেজুলুশনঃ ১২ /৫ ম্যাগাপিস্কেল
  • ভিডিও রেকর্ডিংঃ Full HD (1080p)
  • ব্যাটারি ক্যাপাসিটিঃ Lithium-polymer 4000 mAh
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সরঃ নেই।

দামঃ ৳10,499, 2/32 GB

শাওমি সবচেয়ে কম দামি ফোন মধ্য থেকে যে সমস্ত অসাধারণ মোবাইল ফোন সম্পর্কে আপনাকে জানিয়ে দেয়ার প্রয়োজন ছিল, সেগুলো সম্পর্ক বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

Images Source: Mi.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top