কে ভিজিট করেছে আপনার ফেসবুক প্রোফাইলে?

সর্বশেষ কে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করলো? এটা জানার জন্য আপনি হয়তো অনেক টিউটোরিয়াল দেখেছেন।

আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই টিউটোরিয়ালগুলো মধ্যে ৯৯% টিউটোরিয়ালে মিথ্যা। আপনি এই টিউটোরিয়ালগুলো দেখে কোন ফলাফল পাননি।

কারণ ফেসবুকে এমন কোনো নির্দিষ্ট সিস্টেম নেই যার দ্বারা আপনি এটা দেখতে পারবেন যে আপনার ফেসবুক প্রোফাইলে আসলে কে কে ভিজিট করেছে?

তবে আপনি চাইলে ফেইসবুক এর কিছু সিঙ্নাল ব্যবহার করে  জেনে নিতে পারেন আসলে আপনার ফেসবুক প্রোফাইলে কে ভিজিট করেছে?

আর আজকের এই পোস্টের মাধ্যমে আপনি সবচেয়ে কার্যকরী উপায়ে দেখতে পারবেন কে কে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করে প্রতিনিয়ত।

 আপনার ফ্রেন্ডলিস্ট

আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ড লিস্ট চেক করে দেখতে পারেন যে থেকে আপনার প্রোফাইলে সার্বক্ষণিক ভিজিট করে।

এক্ষেত্রে আপনার ফ্রেন্ডলিস্ট নামক অপশন টি তে ক্লিক করে সবচেয়ে উপরে থাকা কয়েকজন ফ্রেন্ডকে দেখতে পারেন,

আর উপরে থাকা সমস্ত ফ্রেন্ড গুলাই হল আপনার প্রোফাইলে নিয়মিত ভিজিটর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকজন।

 

সবচেয়ে সহজ উপায় জানুন কে কে ভিজিট করেছে আপনার ফেসবুক প্রোফাইলে?

 ফ্রেন্ড সাজেশন

আপনি অনেক সময় আপনাকে ফেসবুকের নোটিফিকেশন বারে দেখতে পারেন, ফেসবুক কর্তৃপক্ষ কার্তিক একটি নোটিফিকেশন You Have New Friends Suggestion”

 

সবচেয়ে সহজ উপায় জানুন কে কে ভিজিট করেছে আপনার ফেসবুক প্রোফাইলে?

 

আর যখনই ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে এরকম কোন নোটিফিকেশন দিবে তখনই খুব বেশি সম্ভাবনা থাকবে ওই ব্যক্তিটি আপনার প্রোফাইলে বেশিক্ষণ ভিজিট করে এই বিষয়টা।

আপনি চাইলে এরকম ফ্রেন্ড সাজেশন পেলে এটা নিশ্চিত হতে পারেন যে ব্যক্তিটি আপনার ফেসবুক প্রোফাইলে সার্বক্ষণিক ভিজিট করতে পারে।

 পোস্ট লাইক

অনেক সময় দেখা যায় আপনি যখন একটি নতুন স্ট্যাটাস আপনার টাইমলাইনে পাবলিশ করেন, তখনই কয়েক সেকেন্ড মধ্যে আপনার পোস্টে প্রথম লাইকটি পড়ে যায়।

আর যে আপনার স্ট্যাটাসটিতে সর্বপ্রথম লাইক দেয় তার টাইমলাইনে আপনার পোস্টটি সবার আগে চলে যায়।

এখন আপনি যদি অন্য কারো প্রোফাইলে সার্বক্ষণিক ভিজিট করেন তাহলে আপনি দেখতে পারবেন যে ওই ব্যক্তিটি পাবলিশ করা পোস্ট সবার আগে আপনি পাবেন।

আর তাই সব সময় আপনি এটা লক্ষ রাখবেন যে আপনার পোস্টটিতে সর্বপ্রথম লাইক দেয় সে আপনার প্রোফাইলে সার্বক্ষণিক ভিজিট করার একটি সম্ভাবনা আছে।

আর উপরে দেয়া তিনটি উপায় সবচেয়ে কার্যকরী সর্বশেষ কে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে এটা দেখার জন্য?

আপনি অন্য কোন এক্সটেনশন অথবা ফ্রী টুলস  যদি ব্যবহার করে থাকেন তাহলে এটা কোন কাজের হবে না। এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top