ফেইসবুকের পুরাতন পাসওয়ার্ড ভুলে গেছেন?

ফেইসবুকের পুরাতন পাসওয়ার্ড ভুলে গেছেন? সমস্যা নেই তৈরী করুন নতুন আরেকটি পাসওয়ার্ড! (আগের পাসওয়ার্ড ছাড়াই)



অনেক সময়ই লক্ষ্য করলে দেখা যায় যে আমরা  ফেসবুকের পাসওয়ার্ড  মনে রাখতে পারি না। হতে পারে সেটা আমাদের গাফিলতি কিংবা অন্যকিছু! 


সমস্যাটা হলো এই যে আমাদের অনেক আইডি থাকে,যাতে করে আমাদের প্রধান আইডির পাসওয়ার্ড ভুলে ফেলি।



তাছাড়া এটা কোন ব্যাপার হতে পারে না যখন আমাদের কাছে আমাদের আইডির ফোন নাম্বার কিংবা ইমেইল থাকে।



কিন্তু অধিকাংশ সময় এ বিষয়টি অনেক ভয়ঙ্কর হয়ে  উঠে, যে আমাদের কাছে ফোন নাম্বার কিংবা ইমেইল এর সঠিক ডকুমেন্ট থাকে না! 



যার কারণে আমরা সহজেই ফরগট পাসওয়ার্ড ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ডটি নতুন ভাবে সেট করতে পারিনা।  



এর কারণে আমরা আমাদের অনেক সাধের আইডি  বন্ধ করে রাখতে হয়।



কিন্তু ফেসবুকে এরকম অনেক জিনিস আছে যেগুলো এখনও আমাদের জানার বাইরে।


 এই পোষ্টটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার অল্ড পাসওয়ার্ডটি ছাড়া অর্থাৎ আগের পাসওয়ার্ড ছাড়া আপনার পাসওয়ার্ডটি বদলাবেন?



এর জন্য প্রথমে আপনাকে অবশ্যই আপনার আইডিতে লগিন থাকতে হবে।



এবং তারপর নিচের স্ক্রীনশট গুলা ফলো করুন!



তারপর আপনাকে আপনার আইডি থেকে Setting -Security And Login- Where You are Logged in.



বুঝতে সমস্যা হলে নিচের স্ক্রিনশট ফলো করুন!

ফেইসবুকের পুরাতন পাসওয়ার্ড ভুলে গেছেন? সমস্যা নেই  তৈরী করুন নতুন আরেকটি পাসওয়ার্ড! (আগের পাসওয়ার্ড ছাড়াই)



Not Me?  এটাতে ক্লিক করার পর আপনি নিচের পেইজের মতো একটি পেইজ দেখতে পারবেন। আপনি শুধুমাত্র ‘Continue‘ তে ক্লিক করুন।

ফেইসবুকের পুরাতন  পাসওয়ার্ড ভুলে গেছেন? সমস্যা নেই  তৈরী করুন নতুন আরেকটি পাসওয়ার্ড! (আগের পাসওয়ার্ড ছাড়াই)



এরপর তারা আপনাকে একটি নতুন পেজে নিয়ে আসবে, এবং আপনি এখান থেকে চাইলে নতুন আরেকটি পাসওয়ার্ড যুক্ত করতে পারেন।

ফেইসবুকের পুরাতন  পাসওয়ার্ড ভুলে গেছেন? সমস্যা নেই  তৈরী করুন নতুন আরেকটি পাসওয়ার্ড! (আগের পাসওয়ার্ড ছাড়াই)

তাহলেই আপনার কাজ শেষ। আপনি এই সিস্টেম টা ফলো করলে খুব সহজেই কোন রকম অল্ড পাসওয়ার্ড ছাড়াই  আপনার ফেইসবুক পাসওয়ার্ড বদলাতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top