ফেসবুক এর ৮টি গোপন টিপস জেনে নিন

নিঃসন্দেহে ফেসবুক এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম  এর মধ্যে প্রথম স্থান দখল করে নিয়েছে।

আমরা হয়তো অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকি কিন্তু এতে লুকিয়ে থাকা নতুন টিপস গুলো সম্পর্কে আমাদের জানা নেই।

তেমনি আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করব ফেসবুকে লুকিয়ে থাকা 8 টি গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে, যেগুলো সম্পর্কে আপনি হয়তো আগে জানতেন না।

 ফেসবুক ওভারলাইট আইডি

এখানে আমি আসলে ওভারলোডের কথা বলছি না, আপনি চাইলে ওভারলোডেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।

কিন্তু এটি ওভারলোডেড একাউন্ট ট্রিক্স নয়, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ওভারলাইট করে দেন, তাহলে ফেসবুক লাইট দিয়ে কেউ আপনার অ্যাকাউন্টে ভিজিট করতে পারবে না।

আর যদি আপনার ফেসবুক একাউন্টে কেউ ভিজিট করতে না পারে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিপোর্ট করা থেকে মুক্ত। তাহলে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিপোর্ট করতে পারবে না।

এজন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ভিজিট করতে হবে, এবং তারপরে প্রোফাইল এডিটিং সেকশনে আপনি পাবেন Hobbies নামক একটি অপশন।

আর এতে ক্লিক করে, এখানে দেওয়া সম্পূর্ণ জিনিসগুলো উপর টিক চিহ্ন দিয়ে দিন। তাহলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ওভারলাইট হয়ে যাবে।

ফেসবুক এর ৮টি গোপন টিপস সম্পর্কে জেনে নিন নয়তো পরে পস্তাবেন|



সবগুলোকে সিলেক্ট করার পর সেভ করে নিন,তারপর ফেসবুক লাইট অ্যাপস থেকে আপনার প্রোফাইলে ঢোকার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনি ভিজিট করতে পারছেন না।

 সোসিয়াল মিডিয়া লিংক

আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে আপনার অন্যান্য সোশ্যাল গণমাধ্যম একাউন্ট যেমন টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি লিঙ্ক প্রচার করতে পারেন।

এর জন্য প্রথমে আপনার প্রোফাইল সেটিং গিয়ে এবাউট এ ক্লিক করুন, এবং তারপর আপনি যখন  Contact Info এরপর ক্লিক করবেন, তখন আপনি আপনার অন্যান্য সোসিয়াল মিডিয়া একাউন্টে লিংক শেয়ার অপশন পেয়ে যাবেন।

Add a social link এর উপর ক্লিক করে আপনি চাইলে যেকোনো ধরনের সোসিয়াল গণমাধ্যমের লিংক আপনার প্রোফাইলে যুক্ত করতে পারবেন।

ফেসবুক এর ৮টি গোপন টিপস সম্পর্কে জেনে নিন নয়তো পরে পস্তাবেন|



আপনার অন্যান্য সোশ্যাল একাউন্ট এর লিংক যুক্ত করা হয়ে গেলে সেভ করে দিন , তাহলে আপনি দেখতে পাবেন এগুলো আপনার প্রোফাইলে যুক্ত হয়ে গেছে।

স্টাইলিশ ওয়ার্ক 

আপনি হয়তো অনেকেরই ফেসবুক প্রোফাইলে ঢোকার পর তাদের প্রোফাইলে প্রথমদিকে স্টাইলিশ ওয়ার্কিং ট্যাব দেখতে পারেন।

আর এতে করে হয়তো আপনার ইচ্ছা হয় যে কিভাবে আপনি আপনার প্রোফাইলে এরকম স্টাইলিস ওয়ার্ক যুক্ত করবেন।

আপনিও যদি এরকম স্টাইলিশ ওয়ার্ক যুক্ত করতে চান আপনার ফেসবুক একাউন্টে তাহলে নিচের পোস্টটি দেখে আসতে পারেন।

এই পোস্টটি সহযোগিতার আপনি আপনার প্রোফাইলকে ভিআইপি প্রোফাইলে পরিণত করতে পারবেন সহজেই।

স্ট্রং আইডি তৈরি

বর্তমানে একটি সমস্যা দেখা দিয়েছে যে আপনি যখনই কোনো একটি ফেসবুক একাউন্ট খুলবেন তখনই তা ডিজেবল হয়ে যায়।

কিংবা আপনি দেখতে পারেন যে আপনার রিয়েল অ্যাকাউন্ট ফেসলক ডিজেবল কিংবা প্রিটেন্ডিং ডিজেবল হয়ে যায়।

আর এর জন্য আপনাকে অবশ্যই একটি স্ট্রং ফেসবুক আইডি তৈরি করতে হয়, যাতে করে আপনি আপনার ফেসবুক আইডি নিয়ে অনেক সময় টিকে থাকতে পারেন।

স্ট্রং ফেইসবুক একাউন্ট তৈরী করার জন্য আপনি চাইলে নিচের দেয়া  প্রসেসটি ফলো করতে পারেন।

▪ ফেসবুক একাউন্টে নাম্বার এড করুন
▪ ইমেইল দিয়ে ফেসবুক একাউন্ট খুলবেন না
▪ একটি আদর্শ নাম দিন, স্টাইলিশ নাম দেয়া থেকে বিরত থাকুন
▪ প্রোফাইল 100 ভাগ কাস্টমাইজ করুন
▪ একটি আদর্শ প্রোফাইল পিকচার দিন যাতে মুখটি দেখা যাবে
▪ সব সময় একই লোকেশন থেকে লগইন করুন
▪ ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করুন একটি ইউএস এর নাম দিয়ে
▪ অ্যাকাউন্ট তৈরি করার সময় ভিপিএন ব্যবহার করলে লোকেশন আমেরিকা সিলেক্ট করুন

এছাড়াও আপনি চাইলে নিচের পোস্টটি দেখতে পারেন ফেসবুকে স্ট্রং আইডি তৈরি করার জন্য।

 

 জংলী নিকনেম

আপনি চাইলে ফেসবুকে স্টাইলিশ জঙ্গলি নিকনেমস দিয়ে ফেইসবুক  আইডি তৈরি করতে পারেন।

আর এজন্য আপনাকে একটি ভিপিএন এর সহযোগিতা নিতে হবে, কারণ আপনি বাংলাদেশ থেকে কিংবা অন্য কোন দেশে থেকে স্টাইলিশ জংলি নিক নেম ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না।

আর এজন্য আপনাকে আপনার রিয়েল লোকেশন চেঞ্জ করতে হবে, এবং স্পেনের ভিপিএন ব্যবহার করতে হবে। যার ফলে আপনি এটা করতে সক্ষম হবেন।

আপনি চাইলে যেকোন ভিপিএন ব্যবহার করতে পারবেন অথবা নিচে  দেয়া ভিপিএন টি ডাউনলোড করে নিতে পারেন।


Touch Vpn


ভিপিএন ডাউনলোড করা হয়ে গেলে এবার আপনাকে নিকনেম খুঁজতে হবে। আপনি নিচে দেয়া নিকনেম টি কপি করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে নিকনামে বসিয়ে দিন।

এবার হয়তো আপনার নিক নেম  সেইভ হবে না, এখন আপনাকে ওই ভিপিএন এ প্রবেশ করে তারপর ভিপিএন এর Proxy কে স্পেনে কালেক্ট করে দিন।

তারপর উপরে দেয়া জংলী নামটি আপনার ফেসবুকের নিক নেম অংশে বসিয়ে দিন এবং তারপর এটি অটোমেটিকলি সেইভ হয়ে যাবে।

এর পুরোপুরি টিউটরিয়াল এর জন্য আপনি চাইলে নিচের পোস্টটি ফলো করতে পারেন!

 

 ফেসবুকে স্টাইলিশ বায়ো

আমাদের ফেসবুক প্রোফাইলে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা সাধারনত আমাদের ফেসবুকের এবাউট সেকশনে স্টাইলিশ ফেসবুক বায়ো যুক্ত করে থাকি।

যাতে করে আমাদের ফেসবুক প্রোফাইলটি অন্যদের ফেসবুক প্রোফাইলে তুলনায় অনেক বেশি আকর্ষণীয় দেখায়।

কিন্তু কাজের ব্যাপার হল এটি যে আপনি চাইলে যেকোনো জায়গায় ফেসবুক উপযুক্ত স্টাইলিশ ফেসবুক বায়ো নাও পেতে পারেন।

এজন্য আপনি চাইলে নিচে দেয়া বায়ো গুলো কপি করে আপনার ফেসবুক প্রোফাইলে যুক্ত করতে পারবেন।

 

 ফেসবুক শর্টকাট

আপনি হয়তো নিচের স্ক্রিনশটটি দেখে এটা আপনার প্রোফাইলে অ্যাড করতে চাইছেন,

ফেসবুক এর ৮টি গোপন টিপস সম্পর্কে জেনে নিন নয়তো পরে পস্তাবেন|

আপনি চাইলে এই সিস্টেমের মাধ্যমে আপনার প্রোফাইলের সমস্ত শর্টকাট কে সরিয়ে শুধুমাত্র তিনটি শর্টকাট গঠনের করতে পারেন।

তারপর আপনার ফেসবুক প্রোফাইলটি অন্যরকম দেখাবে এবং বন্ধুদের সাথে আপনি মজা নিতে পারবেন।

এটা করার জন্য আপনার ফেসবুক প্রোফাইলে  প্রথমে সেটিং অপশনে যান এবং তারপর পেজটাকে একটু নিচের দিকে নিলে আপনি দেখতে পারবেন ‘Shortcut bar’ 

এটাতে ক্লিক করে আপনি চাইলে আপনার পছন্দমত ফেসবুক শর্টকাট এডিট করতে পারবে।

ফেসবুক এর ৮টি গোপন টিপস সম্পর্কে জেনে নিন নয়তো পরে পস্তাবেন|

 

 ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট

অনেক সময় দেখা যায় আমরা আমাদের ফেসবুক আইডি ডিলিট করতে চাই, কিন্তু অনেকেই এ জন্য ফেসবুক একাউন্ট ডিএকটিভ করে নেয়।

যার ফলে যে কেউ চাইলে আমার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে পারে, আর আজকে আপনি দেখতে পারবেন যে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন।

এজন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে হবে এবং তারপরে সেটিং অপশনে ক্লিক করতে হবে, 

তাহলে আপনি যখন আপনার ফেইসবুক সেটিং পেইজটিকে নিচের দিকে একটু স্ক্রোলিং করবেন তখন একটি অপশন দেখতে পারবেন। আপনাকে Account Ownership and control এটাতে ক্লিক করতে হবে।

এবং তারপর ক্লিক করতে হবে  Deactivated and Delection এটার উপর। এরপর Delete account  অপশনটিতে ক্লিক করে কন্টিনুয়ে তে ক্লিক করুন।

ফেসবুক এর ৮টি গোপন টিপস সম্পর্কে জেনে নিন নয়তো পরে পস্তাবেন|

Delete Account এটাতে আবার ক্লিক করুন। এবং তারপর আপনার ফেসবুক একাউন্টে পাসওয়ার্ড দিয়ে এটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিন।

ফেসবুক এর ৮টি গোপন টিপস সম্পর্কে জেনে নিন নয়তো পরে পস্তাবেন|


আর এতে করে ফেসবুক কর্তৃপক্ষ আপনার একাউন্টে ৩০ দিনের মধ্যে একেবারে পার্মানেন্টলি ডিলিট করে দিবে। 

মজার ব্যাপার হলো ফেসবুক একাউন্ট ডিএক্টিভ করলে এটা ফেসবুকের দেখাবে কিন্তু এভাবে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিন তাহলে এটা ফেসবুকে দেখা যাবেনা।

তাহলে আজকে এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে!

1 thought on “ফেসবুক এর ৮টি গোপন টিপস জেনে নিন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top