কমবেশি আমাদের সকলেরই মনের বাসনা থাকে যে আমাদের ফেসবুক আইডি যেন হয় খুবই স্ট্রং।
এবং এতে করে আমরা যাতে আমাদের ফেসবুক আইডি নিয়ে ফেসবুকে অনেকক্ষণ টিকে থাকতে পারি।কারন ফেসবুক অসাধু স্প্যামার এ ভরপুর।
যাতে করে তারা রিপোর্ট করে আপনার ফেসবুক আইডি খুব সহজেই ডিজেবল করে দেয়। তাছাড়া এখানে শুধু স্প্যামারের ভয় নেই এখানে আছে ফেসবুকের কড়া সিকিউরিটি।
আর এই সিকিউরিটির বেড়াজালে আপনি তখনই আটকা পড়ে যাবেন যখনই আপনি তাদের পলিসি গুলো অমান্য করে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন।
আজকের এই পোস্টটিতে আমি আলোচনা করব কিভাবে আপনি একটি সেলস ক্লিয়ার স্ট্রং ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন।
আর এতে করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোন ধরনের সমস্যা হবে না। আপনি নির্দ্বিধায় ফেসবুক ব্যবহার করতে পারবেন।
এর জন্য প্রথমে আপনি যে ফেসবুক একাউন্ট স্ট্রং করতে চান সেই একাউন্টে লগইন করুন! কিংবা যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলেও স্টেপ বাই স্টেপ ফলো করুন।
প্রথমে আপনার ফেসবুক একাউন্টে নেম সেটিং অপশন এ যান। এবং এখান থেকে চেঞ্জ নেম এ ক্লিক করুন।
এবার আপনার ফেসবুক একাউন্টের নাম ইউএসএ এর কোন একটা নামে পরিনত করুন।
আপনি চাইলে নিচের লিঙ্ক থেকে ইউএসএ এর কয়েকটি ছেলে ও মেয়ের নাম সংগ্রহ করতে পারেন।
Link: Usa Boys And Girls Name!!
এবার উপরের লিংক থেকে আপনার পছন্দের নামটি সিলেক্ট করা হয়ে গেলে ওই নামে সহকারে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করুন।
এবার একাউন্টে একটি ইউএসএ নাম্বার যুক্ত করুন. এখন প্রশ্ন হলো ইউএসএ নাম্বার আপনি কোথায় পাবেন?
এর জন্য আপনি নিচের লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করতে পারেন। এই অ্যাপটির সাহায্যে আপনি হাজার হাজার ফ্রি ইউএসএ নাম্বার পেয়ে যাবেন।
Link: 2nd Line Number
অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে একটি একাউন্ট ক্রিয়েট করুন।তারপর যখন আপনাকে নাম্বারের সিরিয়াল কোড টাইপ করতে বলবে তখন “512” চাপুন।
তাহলে আপনি কয়েকটি ফ্রি ইউএসএ নাম্বার পেয়ে যাবেন।
এবং এই ইউএসএ নাম্বারটি আপনার ফেসবুক একাউন্টে যোগ করুন।তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটি ইমেইল যুক্ত করুন।
এখানে মূল কথা হলো আপনার ফেসবুক অ্যাকাউন্টে অবশ্যই একটি ফোন নম্বর এবং কমপক্ষে একটি ইমেইল এড্রেস যুক্ত করা লাগবে।
ফোন নাম্বার এবং ইমেইল এড্রেস যোগ করা হয়ে গেলে এবার আপনাকে আপনার হোম এড্রেস সহ সমস্ত কিছুকে ইউএসএ এর এড্রেস এ পরিণত করতে হবে।
প্রথমে ‘Add work‘ ক্লিক করে আপনার ওয়ার্কিং প্লেস টা কে ইউ এস এর কোন একটা স্থানে নির্বাচন করুন।
যেমনটা আমি নিচের স্ক্রিনশটে দেখিয়েছি।
ঠিক একই রকম ভাবে আপনার “Hometown”, Education, সহ যেকোনো কিছুকে ইউএসএ লোকেশন দিন।
এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভালো মানের প্রোফাইল পিকচার এবং কভার ফটো যুক্ত করে রাখুন।
আর এবাউট সেকশনে ইংরেজিতে নিজের মনের মত কিছু একটা লিখুন! তাহলেই হয়ে গেল সেল্ফ ক্লিয়ার স্ট্রং ফেসবুক অ্যাকাউন্ট।
আপনার একাউন্টে কে চেক করার জন্য আপনি চাইলে ইউএসএ এর পেজ গুলোতে লাইক করে দেখতে পারেন।
কারণ এসমস্ত পেইজে আপনি যদি সাধারন কোন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লাইক করেন তাহলে আপনার একাউন্টে টেম্পোরারি লক হয়ে যাবে।
কিন্তু আপনি এখন যেই ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছেন এটা কখনোই হবে না! আপনি চাইলে নিচে প্রমাণটা দেখতে পারেন।
তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সাথে থাকার জন্য।