ফেসবুকে মেসেজ সিন করলেও কেউ টের পাবেনা

আমাদের শত ব্যস্ততার মধ্যেও অনেকেই আমাদেরকে ফেসবুকে মেসেজ দিয়ে বিরক্ত করে!

কিংবা অন্য যেকোনো কারণে আপনি চান যে মেসেজগুলা দেখতে, কিন্তু মেসেজগুলো সিন করার সাহস পান নাহ।

অর্থাৎ যে কারো মেসেজ সিন করলেই আপনাকে রিপ্লাই দিতে হয়।

অতএব আপনি চান যে আপনি যে কারো মেসেজটি দেখতে অথচ ওই ব্যবহারকারী যাতে এই বিষয়টি কোন রকমে অনুমান৷ করতে না পারে। যে আপনি তার দেয়া মেসেজটি সিন করেছেন।

এই পোস্টটিতে আমি আলোচনা করেছি, ফেসবুকে আপনাকে দেওয়া যে কারো মেসেজ সিন করলেও সে বুঝতে পারবে না যে আপনি এটা সিন করেছেন!

এর জন্য প্রথমে আপনি যেকোন একটা ব্রাউজারে আপনার ফেসবুক একাউন্ট লগ-ইন করুন।

এবং আপনি যে ব্যবহারকারীর জন্য এই সিস্টেমটি সেটাপ করতে চান তার প্রেরনকৃত মেসেজ এর উপর ক্লিক করুন।

মেসেজ এ ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে কয়েকটি অপশন দেখতে পারবেন এবং তার মধ্যে একটি অপশন হলো ” Ignore massages

ফেসবুকে আপনাকে দেওয়া মেসেজ সিন করলেও কেউ টের পাবেনা কখনও!(না জানলে পস্তাবেন)



এই অপশনটিতে ক্লিক করার পর “Ignore Massage“কে  করে অন করে দিন।

ফেসবুকে আপনাকে দেওয়া মেসেজ সিন করলেও কেউ টের পাবেনা কখনও!(না জানলে পস্তাবেন)

এখন প্রশ্ন হলো আপনি তার মেসেজগুলা কিভাবে পাবেন? এর জন্য আপনাকে ঠিক একই রকমভাবে আপনার মেসেজ অপশনে যেতে হবে!

এবং আপনি যদি যে কোন ব্রাউজার দিয়ে মেসেন্জারে লগ ইন করেন তাহলে আপনি নিচের স্ক্রীনশটএর মত একটি পেইজ দেখতে পাবেন।

এই পেইজটি আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন। এবং সেখানে একটি অপশন আছে ” View Faltered massage

ফেসবুকে আপনাকে দেওয়া মেসেজ সিন করলেও কেউ টের পাবেনা কখনও!(না জানলে পস্তাবেন)

এই অপশনটিতে ক্লিক করার পর আপনি সমস্ত মেসেজগুলো সিন করতে পারবেন কিন্তু সে কোনমতে বুঝবে না যে আপনি এগুলা সিন করেছেন।

 

ফেসবুকে আপনাকে দেওয়া মেসেজ সিন করলেও কেউ টের পাবেনা কখনও!(না জানলে পস্তাবেন)



আপনি চাইলে এখান থেকে রিপ্লাই করতে পারেন।

আর এভাবেই আপনি ফেসবুকে যে কারো সেন্ড করা  মেসেজ সিন করলেও সে কোনমতে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা সিন করেছেন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top