সার্চ ইঞ্জিন থেকে হাইড করুন ফেসবুক লিঙ্ক

অনেক সময় আমরা এটা করার চেষ্টা করি যে কেউ যাতে গুগল কিংবা যে কোন সার্চ ইঞ্জিন   আমাদের ফেসবুক আইডি খুজে না পাক!

আর এর কারনে আমরা অনেক সময় এটাই চাই যে কিভাবে যেকোনো সার্চ ইঞ্জিন থেকে আমাদের ফেসবুক আইডি লিঙ্ক থেকে করে ডিজেবল রাখা যায়।

কিংবা হাইড করে রাখা যায় অর্থাৎ কোন সার্চ ইঞ্জিনে আমাদের ফেসবুক আইডি দিয়ে সার্চ করলে যাতে আমাদের আইডি  না পাওয়া যায়।

আজকের এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য যারা চায় যে কোন সার্চ ইঞ্জিন থেকে তাদের ফেসবুক আইডি লিংক  রিমুভ করে দিতে।

একটি সহজ এবং সিম্পল প্রসেস যার মাধ্যমে আপনি যেকোন সার্চ ইঞ্জিন থেকে আপনার ফেসবুক আইডি লিংক হাইড করতে পারবেন!

এর জন্য প্রথমে আপনাকে আপনার ফেইসবুক একাউন্ট সেটিং এ ঢুকতে হবে এবং সেখান থেকে প্রাইভেসি অপশনটিতে ক্লিক করতে হবে!

এটা এ ক্লিক করার পর আপনি একেবারে নিচের দিকে এই অপশনটি দেখতে পারবেন আর সেটা হল “Do you want search engines outside of Facebook to link to your profile

খুব সহজেই যে কোন সার্চ ইঞ্জিন থেকে হাইড করুন আপনার ফেইসবুক আইডি লিংক!



আপনি এটাকে প্রথমত দেখতে পারবেন যে Yes দিয়ে সেভ করা আছে।

আপনি যেহেতু সার্চ ইঞ্জিন থেকে আপনার লিংক থেকে হাইড করতে চান সেজন্য আপনাকে “Allow search engines outside of Facebook to link to your profile” এই অপশনটি  সিলেক্ট সিলেট করা থাকলে তা রিমুভ করতে হবে।

তারপর সিলেক্ তাকে রিমুভ করার পর আপনাকে একটা ওয়ার্নিং দিবে আপনি “Turn Off” করে দিন।

খুব সহজেই যে কোন সার্চ ইঞ্জিন থেকে হাইড করুন আপনার ফেইসবুক আইডি লিংক!

তাহলেই আপনার কাজ শেষ! এবার আর  সার্চ ইঞ্জিনে আপনার ফেসবুক আইডিতে কেউ খুজে পাবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top