কিন্তু আপনি যদি এটা চান যে আপনার পোস্ট এর তারিখ পরিবর্তন করতে, তাহলে আপনি আপনার পোস্টটা কে প্রথমে নিয়ে আসতে পারবেন।
এর জন্য আপনাকে আপনার পোস্ট এর তারিখ পাল্টাতে হবে।এই পোস্টের আলোচ্য বিষয় কিভাবে আপনি আপনার পোস্টের ডেট পরিবর্তন করে ওটাকে রিসেন্ট পোস্ট করে দেবেন?
এর জন্য আপনাকে প্রথমে ওই পোস্ট টি সিলেক্ট করতে হবে যে পোস্টটির ডেট আপনি পরিবর্তন করতে চান।
তারপর সিলেক্ট করার পর আপনার ব্রাউজারটিকে ডেক্সটপ মোডে নিয়ে যান এবং স্ক্রীনশট গুলা ফলো করেন।
পোস্টটিতে যাওয়ার পর আপনার ডান দিকে দেওয়া 3 ডট ক্লিক করুন এবং চেঞ্জ ডেট এ ক্লিক করুন।
![এবার ফেসবুকে আপনার যে কোন পোস্ট এর ডেট বদলান! এবং এটা কে করে তুলুন রিসেন্ট পোস্ট! এবার ফেসবুকে আপনার যে কোন পোস্ট এর ডেট বদলান! এবং এটা কে করে তুলুন রিসেন্ট পোস্ট!](https://fbhelpbd.com/wp-content/uploads/2019/06/PicsArt_06-13-12.07.20.jpg)
তাহলে আপনাকে নিয়ে আসা হবে নতুন একটা পেইজে, সেখানে আপনি আপনার ইচ্ছা মত ডেট পরিবর্তন করতে পারবেন।
![এবার ফেসবুকে আপনার যে কোন পোস্ট এর ডেট বদলান! এবং এটা কে করে তুলুন রিসেন্ট পোস্ট! এবার ফেসবুকে আপনার যে কোন পোস্ট এর ডেট বদলান! এবং এটা কে করে তুলুন রিসেন্ট পোস্ট!](https://fbhelpbd.com/wp-content/uploads/2019/06/PicsArt_06-13-12.09.46.jpg)
তারিখ চেঞ্জ করা হয়ে গেলে সেভ করে বেরিয়ে আসুন তারপর দেখুন আপনার পোস্টটি ডেট পরিবর্তন হয়েছে কিনা।
আশা করি ভাল লেগেছে! ধন্যবাদ.