ফেসবুকে ফলোয়ার অপশন চালু করুন ১০ সেকেন্ডে

ফেসবুকে সাধারণত ফ্রেন্ডস এর লিমিট ৫ হাজার হয়, আপনি এর উপরে কোন ফ্রেন্ড রাখতে পারবেন না। কিংবা আপনার ফ্রেন্ডলিস্টে ৫০০০ ফ্রেন্ড হওয়ার পর কেউ আপনাকে এড করতে পারবে না।

আমাদের মধ্যে অনেকেই আছে যাদের প্রতিদিনের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, কিন্তু তারা এগুলোকে একসেপ্ট করতে চান না।

আর আপনি যদি এভাবে কারো ফ্রেন্ড রিকুয়েস্ট ঝুলিয়ে রাখেন তাহলে আপনার কোন লাভ হবেনা, অবশ্য আপনি যদি ফলোয়ার অপশনটি অন করে দেন তাহলে এর সুফল আপনি পাবেন।

আপনি ফেসবুকের যখনই ফলোয়ার অপশনটি অন করবেন,তখনই এরপর থেকে যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে সেগুলো আপনার ফলোয়ার হিসেবে যুক্ত হবে।

অনেকেই আছেন যারা ফেসবুকে ফলোয়ার অপশন অন করতে পারেন না, কিংবা অন করার পরেও তাদের ফ্রেন্ডগুলো ফলোয়ার হিসেবে যুক্ত হয় না।

ফলোয়ার অপশন অন  করা কিন্তু আহামরি কিছু নয়, এর জন্য রয়েছে ছোট্ট একটি প্রসেস। যা আপনি নিচে থেকে ফলো করেন।

প্রথমেই আপনাকে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যে ফেসবুক একাউন্টে ফলোয়ার অন করতে চান সে একাউন্টের বয়স অবশ্যই ১৮ হতে হবে।

ওই ফেসবুক অ্যাকাউন্টের বয়স ১৮ এর নিচে হলে আপনি  ফেসবুকে ফলোয়ার অপশনটি দেখতে পারবেন না, এটা সাধারণত লুকানো থাকে আপনার বয়স যতক্ষন না ১৮ বছর হয়।

আর আপনি সাধারণত ফেসবুক এর নিয়ম অনুযায়ী  মাত্র দুইবার আপনার ডেট অফ বার্থ পরিবর্তন করতে পারবেন।

আপনি যদি আপনার লিমিট ক্রস করার পরেও আপনার বয়স ১৮ বছর হয়নি তাহলে আপনি নিচের লিঙ্কটি দেখতে পারেন।

এই লিঙ্কটির মাধ্যমে আপনি চাইলে যতবার ইচ্ছা ততবার ই আপনার ফেসবুকের জন্মদিন পরিবর্তন করতে পারেন।

আপনাকে শুধুমাত্র  ফেসবুক অ্যাকাউন্টে থাকা আপনার বয়স ১৮ বছর বা তার বেশি করে দিতে হবে।

ফেসবুকে জন্মদিন পরিবর্তন


যখন আপনি আপনার ফেসবুকের জন্মদিন পরিবর্তন করবেন, এরপর আপনাকে ফেসবুকের প্রাইভেসি টা কিছুটা পরিবর্তন করতে হবে।

আপনার সমস্ত স্ট্যাটাস, ছবি দিন বা যাবতীয় বিষয় ছিল শুধুমাত্র আপনার কন্টাক্ট ইনফরমেশন গুলো বাদে সবগুলো কে পাবলিক করে দিতে হবে।

আর এগুলো করার পর প্রথমে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেটিং অপশনে যেতে হবে।

এরপর আপনি এখানে দেয়া অনেকগুলো অপশন এর মধ্যে দেখতে পারবেন “Public Post ‘ নামের একটি অপশন। আর এটাতে ক্লিক করুন।

এটাতে ক্লিক করার পর যথাক্রমে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, প্রথম অপশনটি Who Can Follow Me সেটাকে Public করে দিন



তাছাড়া আর যতগুলো অপশন আছে সবগুলো প্রাইভেসি পাবলিক করে দিন। তাহলেই আপনার ফেসবুকে ফলোয়ার অপশন টি খোলা করা হয়ে গেল।

এবার ফেসবুকে যে  আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে আপনি যতক্ষণ না তাদের রিকোয়েস্ট একসেপ্ট করছেন, ততক্ষণ তারা আপনার ফলোয়ার হিসেবে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top