ফেসবুক সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুকে যত টুকু সময় পার করি তার এক-তৃতীয়াংশ সময় আমরা চ্যাটবক্সে যে কারো সাথে কথা বলতে কাটিয়ে দেই।
আর প্রিয়জনের সাথে চ্যাট করার জন্য আমরা ফেসবুকের অ্যাপস ব্যবহার না করে মেসেঞ্জার ব্যবহার করে থাকি।
আর এই ফেসবুক মেসেঞ্জারে এরকম অনেক গোপন ফিচারস আছে যার সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না।
আর আজকের এই পোস্টটিতে এটা নিয়ে আলোচনা করব ফেসবুক মেসেঞ্জারের এরকম লুকিয়ে থাকা ফিচারস সম্পর্কে, যা আপনি দেখলে অবাক হবেন।
পোস্টের ভিতরে যা থাকছে
সিক্রেট কনভারসেশন –
মেসেঞ্জার মাধ্যমে আপনি চাইলে আপনার প্রিয় মানুষটির সাথে কোন ধরনের সিক্রেট কথা থাকলে তা বলতে পারেন!
এবং আপনি যখনই কথাগুলো বলবেন এ কথাগুলো ততক্ষণ থাকবে যতক্ষণ আপনি ফেসবুকে একটিভ থাকবেন বা ওই মানুষটির সাথে চাট চালিয়ে যাবেন।

মোটকথা হলো সিক্রেট কনভারসেশন এর মাধ্যমে আপনি যখন ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করবেন তখন এর কোন হিস্টরি জমা থাকবে না।
এতে করে এই ফিচারটির মাধ্যমে আপনি চাইলে আপনার প্রিয়জনের সাথে সিক্রেট কোনো কথাবার্তা থাকলে তা অচিরেই বলে ফেলতে পারেন।
যা মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই আর আপনি খুঁজে পাবেন না।
প্লে গেমস
ফেসবুক কিংবা যেকোন পপুলার গণমাধ্যমে এটা আমরা জানি যে তাদের ব্যবহারকারীরা গেম এর প্রতি বেশি আসক্ত হয়ে থাকে।
ফলশ্রুতিতে তাদের অবসর সময়ে ফেসবুকে যখন তারা কাটাতে আসবে তখনই তাদের দরকার হবে নতুন ধরনের এন্টারটেইনমেন্ট।

এরই ফলশ্রুতিতে ফেসবুক মেসেঞ্জারে যুক্ত করা হয়েছে ২০৪৮ টি গেম। আর সকল গেম আপনি চাইলে ফেসবুক মেসেঞ্জারে পাবেন।
শুধু তাই নয় এই গেমসগুলো আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবের সাথে খেলতে পারবেন, এবং উপভোগ করতে পারবেন প্রত্যেকটি সময়।
প্রোফাইল কোডের মাধ্যমে বন্ধুবান্ধবকে খুঁজে পাওয়া –
আপনি চাইলে ম্যাসেঞ্জারের মাধ্যমে যেকোনো কিউআর কোডটি স্ক্যান করতে পারবেন, এছাড়াও আপনি শুধুমাত্র আপনার প্রোফাইলে একটি ট্যাপ করলেই আপনার প্রোফাইল কোড পেয়ে যাবেন,

তাছাড়া আপনার বন্ধু বান্ধবের প্রোফাইল করে একইভাবে সংগ্রহ করে খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই তাদেরকে খুঁজে পাবেন।
মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন ফেসবুক একাউন্ট ছাড়াই-
মেসেন্জারে চ্যাট করতে পারবেন ফেসবুক ব্যবহার করা ছাড়া
অনেক সময় নানা কারনে আমাদের ফেসবুক একাউন্ট ডিএকটিভ ডিজেবল করা লাগে,
এবং এতে করে আমরা ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েক দিনের জন্য সরে যেতে চাই, বা কোন জটিল কারণে অ্যাকাউন্টে লগইন করতে পারি না।
তবে কোনো না কোনো কারণে আমাদের ফেসবুক একাউন্টে আবার যেতে হয়, সেটা হলো প্রিয়জনের সাথে চ্যাট করতে।
আর আপনি চাইলে আপনার ফেইসবুক একাউন্ট ছাড়াই ম্যাসেঞ্জারের মাধ্যমে চ্যাটিং করতে পারবেন।
যদি আপনি আপনার ফেসবুক একাউন্ট ডিএক্টিভ করার সময় একটি সিম্পল প্রসেস মেনে চলেন।
আপনি যখনই আপনার ফেইসবুক একাউন্ট ডিএক্টিভ করতে যাবেন তখন এসব গুলো প্রসেস ফলো করার পর একেবারে শেষের দিকে আপনি দেখতে পারবেন ‘Keep Using Messenger‘ এটিতে টিক চিহ্ন দিয়ে তারপর ডিএক্টিভ করুন।

তাহলে আপনার ফেসবুক একাউন্ট ডিএক্টিভ হয়ে গেল আপনি ফেইসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে যে কারো সাথে চ্যাট করতে পারবেন।
দিনের গুরুত্বপূর্ণ মোমেন্ট গুলো যুক্ত করুন স্টোরিতে
মেসেঞ্জারে আপনি চাইলে আপনার প্রতিদিনের গুরুত্বপূর্ণ সময় গুলোকে তুলে ধরতে পারেন, আর এর কারণে আপনি চাইলে মেসেঞ্জারে আপনার স্টোরি যুক্ত করতে পারবেন।

এটা করে প্রত্যেকদিন নতুন করে কোন স্ট্যাটাস লিখতে হবে না, শুধুমাত্র আপনার প্রতিদিনের গুরুত্বপূর্ণ মোমেন্ট গুলো ফুটিয়ে তুলতে পারবেন।
ডার্ক মোড–
আপনি বর্তমানে মেসেঞ্জারে আসা গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে অবশ্যই জানতে পেরেছেন। আর সেটা হলো ডার্ক মোড।
ফেসবুক মেসেঞ্জার এর ফিচার দ্বারা আপনি চাইলে রাতের বেলা মেসেঞ্জার ব্যবহার করতে খুব ভাল একটা সুবিধা পাবেন।

তাছাড়া এই পেজটিতে রয়েছে নতুন ধরনের অভিজ্ঞতা, যা আপনাকে ফেসবুক ব্যবহারে আরো বেশি আগ্রহী করে তুলবে। এবং প্রিয়জনের সাথে চ্যাট করার এক্সপেরিয়েন্স আরো বাড়িয়ে দেবে।
অডিও এবং ভিডিও কল
বর্তমানে আপনি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে স্বল্প নেটওয়ার্কে আপনার প্রিয়জনের সাথে অডিও এবং ভিডিও কলে কথা বলতে পারবেন।

শুধু তা নয় আপনি চাইলে গ্রুপ কল করতে পারেন, আপনার শুভাকাঙ্ক্ষী কয়েকজন বন্ধুর সাথে একসাথে কথা বলার সুযোগ দিচ্ছে ফেসবুক তাও আবার ভিডিও কিংবা অডিও কলে। ব্যাপারটা দারুন না!!
নিকনেমস এবং কনভারসেশন কালারস
ফেসবুক একাউন্ট খোলার জন্য একটি নির্দিষ্ট নাম থাকলেও আপনি চাইলে মেসেঞ্জার ব্যবহার করলে আপনার প্রিয়জনের যেকোন নাম দিতে পারেন।
শুধু তা নয় নিকনেম দেয়ার পাশাপাশি ওই ব্যক্তিটি আপনার জন্য একটি নিক নেম তৈরি করতে পারবে, যা সত্যি অবিস্মরণীয়।

শুধু তাই নয় আপনার চ্যাট বক্সে কোন কালার পরিবর্তন করার ইচ্ছা হয়, আপনার যদি মেসেঞ্জার কর্তৃক দেয়া কালার গুলো পছন্দ না হয় তাহলে আপনি তা পরিবর্তন করতে পারবেন।
এবং আপনার মনের মত কালার গুলো ব্যবহার করতে পারবেন সহজেই।
চ্যাট করুন রোবটের সাথে
মেসেঞ্জারে যে কারো তৈরি করা এরকম অনেক যান্ত্রিক বুট পারে যার সাথে আপনি অবসর সময়ে চ্যাট করার মাধ্যমে তৃপ্তি পাবেন।
এছাড়াও নানান ধরনের বইপত্র পড়া থেকে শুরু করে যেকোনো কাজেই আপনি তাদের সাথে করতে পারবেন, তাও একদম ফ্রিতে।

ফেসবুক মেসেঞ্জারে চ্যাট বুট নিয়ে অন্য আরেকটি পোস্টে বিস্তারিত আলোচনা করা যাবে এবং কয়েকটি লিংক দেয়া যাবে, যাতে করে আপনি চ্যাট করতে পারেন।
কাউকে পছন্দ না হলে অবহেলা করা-
যদি আপনার জীবনে এরকম কোন মানুষ থাকে থাকে যার সাথে আপনি কোন কথা বলতে চান না, অথচ ঐ ব্যক্তিটি আপনাকে মেসেজ দেয়ার মাধ্যমে বিরক্ত করে।

আপনি হয়তো এই ব্যক্তিটি কে ব্লক করার সাহস পান না, তাহলে ফেসবুক মেসেঞ্জারে এই গুরুত্বপূর্ণ ফিচারস আপনার জন্য।
এর মাধ্যমে আপনি চাইলে তার মেসেজ ইগনোর করতে পারবেন, যাতে করে ওই ব্যক্তিটি মেসেজ দিলেও আপনি এতে বিরক্তি বোধ করবেন না।