তবে কোথায় আপনি খুজে পাবেন একটি মনোমুগ্ধকর গেম? সত্য বলতে কি আপনি চাইলেই গুগল প্লে স্টোর কিংবা যেকোন যায়গা থেকে গেইম ডাউনলোড করে নিতে পারেন।
তবে আমাদের এন্ড্রয়েড ফোনের স্টোরেজ বা রেম কম থাকার কারনে একটি ভালো একশন গেইম খেলতে পারি নাহ।যার ফলে।
বর্তমানে একটি গেম বহুল জনপ্রিয়তা লাভ করেছে, আর সেটা হলো ‘পাবজি‘ যা সকলের ফোনে খেলা সম্ভব হয় নাহ।
তবে এই গেমটির বিকল্প আরেকটি গেম এখন পাবলিশ হয়েছে প্লে স্টোরে, সেটা হলো ‘ গ্যারেনা ফ্রি ফায়ার’ যা যেকোন ধরনের এন্ড্রয়েড ফোনে খেলা যাচ্ছে
তবে আনন্দের ব্যাপার হলো যে এই গেমটি পুরোটা পাবজি গেমের মতো, অসাধারণ গেমপ্লে এর কারনে গেমটি বর্তমানে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে।
তাই আমাদের সকলেরই নজর এটার দিকে।তবে অনেকেই হয়ত এই গেমটি সম্পর্কে খুব ভালো একটা ধারনা নেই,বা গেমটি ডাউনলোড করতে পারছেন নাহ।
ফ্রি ফায়ার একটি মোবাইল গেম এবং এই গেমটি ২০১৭ সালে সিঙ্গাপুরের অধিনে পাবলিশ করা হয় গুগল প্লে স্টোরে।
গেমটি গুগল প্লে স্টোর এবং আইফোন এর আপেল স্টোর এ আপনি চাইলেই পেয়ে যেতে পারেন। তবে পোস্টের নিচের আমি ফ্রি ফায়ার ডাউনলোড করার অনেকগুলো লিঙ্ক দিয়ে দিবো।
যে লিঙ্কগুলো থেকে আপনি সাচ্ছন্দ্যে আপনার পছন্দের গেমটি ডাউনলোড করে নিতে পারবেন।
পোস্টের ভিতরে যা থাকছে
গেমটির বিবরন
সাপোর্টেড- এন্ড্রয়েড, এবং IOS,
মিনিমাম ভার্সন-Android 4.0.3+,
র্যাম- ৫১২, তবে বেশি হলে ভালো হয়,
গেমটির বর্তমান ভার্সন-1.43.0
আপনি চাইলে প্রথমেই ডাইরেক্ট গুগল প্লে স্টোর এর লিঙ্ক ব্যবহার করে ডাউনলোড করে নিতে পারেন।
Download From Google Play Store
ফোনের প্লে স্টোরে কোন সমস্যা থাকলে আপনি চাইলে নিচের দেয়া লিঙ্কগুলো থেকে ডাউনলোড করে নিতে পারেন।
গ্যারেনা ফ্রী ফায়ার ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক
Download From ApkPure
Download From Uptodown
Download From ApkMirror
আপনি যদি এই লিঙ্কগুলো থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে কয়েকটি স্টেপ ভালোভাবে ফলো করতে হবে।
~প্রথমে আপনাকে নিচের দেয়া লিঙ্ক থেকে এপসটি ডাউনলোড করে নিতে হবে-
DOWNLOAD
অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে আপনার ডাউনলোড কৃত ফাইলটি ওপেন করুন, তাহলে আপনি এখান থেকে একটি অপশন খুজে পাবেন আর সেটা হল-Extract‘

অপশনটিতে যখনই আপনি ক্লিক করবেন তখনই অ্যাপসটি আপনাকে রিকমেন্ড করবে যে কোন একটি ফোল্ডার চয়েজ করার জন্য যে ফোল্ডারটিতে আপনি গেইমে ডাটা ফাইলটি এক্সট্রাক্ট করতে চান।
আপনাকে এর জন্য অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ থেকে Android- Obb- paste file` যদি অ্যান্ড্রয়েড নামক ফোল্ডারে Obb ফোল্ডারটি না থাকে তাহলে এই একই নামক একটি ফোল্ডার তৈরি করে নিন।

এবং ফাইলটি এখানে এক্সট্রাক্ট করুন, তাহলে আপনি এখানে গারেনা ফ্রী ফায়ার এর ডাটা ফাইল এবং অ্যাপস ফাইল টি দেখতে পারবেন, অ্যাপসটি এখান থেকে ইন্সটল করুন।
এবং তারপর ইনজয় করুন আপনার পছন্দের ফ্রী ফায়ার গেমটি।
গ্যারেনা ফ্রী ফায়ার পিসির জন্য ডাউনলোড লিঙ্ক
উপরের ফাইলগুলো পিসিতে ডাউনলোড করার পর সেগুলো যথাযথ ফোল্ডারে এক্সট্রাক্ট করুন।
তাহলে উপভোগ করতে পারবেন আপনার পছন্দের ফ্রী ফায়ার গেম টি আপনার পিসিতে। কোন ধরনের জটিলতা ছাড়াই।
এছাড়াও আরেকটি আকর্ষনীয় গেম রয়েছে, যা আপনার ট্রাই করা দরকার। ফ্রী ফায়ার খেলার পাশাপাশি আপনি চাইলে gta 5 গেমটিও খেলতে পারেন।