SSC full meaning , PSC full meaning , JDC full meaning , HSC full meaning , BCS full meaning আসলে কি হতে পারে?
পোস্টের ভিতরে যা থাকছে
PSC, JSC, JDC, SSC , HSC , BCS, Full Meaning
আপনি যে এক নজরে, PSC, JSC, JDC, SSC , HSC , BCS, Full Meaning সম্পর্কে সবার আগে অবগত হয়ে যেতে চান তাহলে সেটি সম্পর্কিত তথ্য নিচে থেকে জেনে নিন।
Exam Name | Full meaning |
---|---|
PSC full meaning | Primary school certificate |
JSC Full Meaning | Junior School Certificate |
JDC Full Meaning | Junior Dakhil certificate |
SSC Full meaning | Secondary School Certificate |
HSC full meaning | Higher Secondary Certificate |
BCS full meaning | Bangladesh Civil Service |
ব্যাখ্যা সহকারে PSC, JSC, JDC, SSC , HSC , BCS, Full Meaning
এবার আপনি যদি ব্যাখ্যা সহকারে PSC, JSC, JDC, SSC , HSC , BCS, Full Meaning তথ্য সংক্রান্ত যাবতীয় তথ্যটি জেনে নিতে ইচ্ছুক হন, তাহলে নিচে থেকেই সেই সংক্রান্ত তথ্য জেনে নিতে পারেন।
PSC full Meaning
PSC full meaning: Primary school certificate.
যার বাংলা অর্থ – প্রাথমিক বিদ্যালয়ের প্রশংসাপত্র।
আপনি একদম শুরুর দিকে যখন ক্লাস ১ থেকে ৫ পর্যন্ত লেখাপড়া করে একটি পরীক্ষার সম্মুখীন হন, থাকে সাধারণত PSC পরীক্ষা নামে আমরা সকলেই চিনি।
JSC full meaning
JSC full Meaning: Junior School Certificate.
বাংলা অর্থ হলো: জুনিয়র স্কুল সার্টিফিকেট।
আপনি যখন সবেমাত্র প্রাইমারি স্কুল সার্টিফিকেটের লেখাপড়া শেষ করে আসবেন, তখন আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট এর জন্য লেখাপড়া শুরু করতে হবে।
আর তখনই আপনি JSC পরীক্ষা নামক এক ধরনের পরীক্ষার কথা শুনবেন। যার সঠিক অর্থ হয়তো আপনার আগে জানা নেই।
JDC full meaning
JDC full meaning:– Junior Dakhil Certificate.
বাংলাঃ জুনিয়র দাখিল প্রশংসাপত্র
আপনি যদি মাদ্রাসা বোর্ডের সাথে লেখাপড়া করেন এবং আপনার জুনিয়র এর পর্যায়কে অতিক্রম করতে চান, শিক্ষা দিয়ে তাহলে আপনাকে JDC পরিক্ষা নামক একটি পরীক্ষার নাম শুনতে হতে হবে।
SSC full meaning
SSC full meaning:- Secondary School Certificate.
যার বাংলা অর্থ: মাধ্যমিক স্কুল প্রসংশা পত্র।
আপনি সবেমাত্র যখন জুনিয়র স্কুল সার্টিফিকেট এর পর্যায় শেষ করে নিবেন, তখন আপনাকে স্কুল জীবনের একদম শেষ পরীক্ষা অর্থাৎ SSC পরীক্ষার সম্মুখীন হতে হবে।
HSC full Meaning
SSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দুই বছর পরে আপনাকে একদম শেষ বোর্ড পরীক্ষার সম্মুখীন হতে হয়। যেই পরীক্ষা কে আমরা HSC নামে চিনি।
HSC full meaning: Higher Secondary Certificate.
এর বাংলা অর্থ হল– উচ্চ মাধ্যমিক প্রসংশা পত্র ।
তাহলে আশা করা যায় আর আপনাকে কখনোই PSC, JSC, JDC, SSC এবং HSC এর Meaning সংক্রান্ত জটিলতায় ভুগতে হবে না।
BCS full Meaning
BCS full Meaning:- Bangladesh Civil Service.
বাংলা অর্থ – বাংলাদেশ সিভিল সার্ভিস।
বাংলাদেশের একমাত্র প্রশ্ন ফাঁস বিহীন পরীক্ষার নামই হয়তো BCS পরীক্ষা। যাতে আপনি উত্তীর্ণ হতে পারলেই বাংলাদেশ একটি সরকারী চাকরির নামের জায়গায় আপনার নামটি বসে যাবে।
অনেকেই আছেন যারা এ পরীক্ষা দিতে ইচ্ছুক কিন্তু আসলেই এর অর্থ কি বহণ করে তা জানেন না। তাহলে জেনে নিন BCS Meaning আসলে কি?
শেষকথাঃ এই সমস্ত কয়েকটি শব্দ আসলে কি রকম অর্থ বহন করে তা হয়তো আমরা অনেকেই জানিনা। আবার অনেকেই আছেন যে HSC লেভেলের ছাত্র হওয়া সত্ত্বেও এখনো JSC meaning ঠিকমত বলতে পারেনা।
উদাহরণস্বরূপ, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি তো এত দূর লেখাপড়া করে চলে এলেন বলেনতো দেখি PSC meaning আসলে কি?
এই সময়টাতে আপনি যদি ওই ছোট ভাই বোন কিংবা বড় কারো প্রশ্নের জবাব না দিতে পারেন তাহলে আপনি ওই মানুষটির কাছে নিজেকে কতটা ছোট বোধ করবেন?
হয়তো এটা সারা জীবনের জন্য আপনার খোটার কারন হয়ে থেকে যাবে। এই সমস্ত খারাপ অবস্থার সম্মুখীন হওয়ার আগেই PSC, JSC, SSC এবং HSC Meaning গুলো শিখে রাখা ভালো নয় কি?
অবশ্যই ভালো। তাহলে আপনাকে আর কখনোই কোন খারাপ অবস্থার সম্মুখীন হতে হবে না, প্রশ্নবিদ্ধ হতে হবে না আপনার শিক্ষাজীবন নিয়ে।
তাহলে আর দেরী না করে এখনি উপরে উল্লেখিত বিষয়সমূহ দেখে নিন। এবং শিখে নিন, SSC full meaning , PSC full meaning , JDC full meaning , HSC full meaning , BCS full meaning .
তথ্যসুত্রঃ Wikipedia এবং অন্যান্য সোর্স।
কয়েকদিন আগে একজন এসএসসি শিক্ষার্থী কে জিজ্ঞেস করেছিলাম, SSC পূর্ণরূপ কি? বলতে পারে নাই। আমি আশা করি এই টিউটোরিয়াল টি অনেকের কাজে আসবে। লেখক কে ধন্যবাদ।