নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ | নগদ মোবাইল রিচার্জ অফার

নগদ একাউন্টের মাধ্যমে আপনি চাইলে খুব সহজে নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারেন; আপনি নগদ একাউন্ট থেকে যখন মোবাইল রিচার্জ করবেন তখন কোন চার্জ প্রযোজ্য হবে না।

এছাড়াও আপনি চাইলে আপনার নগদ একাউন্ট থেকে যখন মোবাইল রিচার্জ করবেন তখন অনেক রকম অফার উপভোগ করতে পারবেন।

মোবাইল রিচার্জ করার সময় আপনি ভিন্ন ভিন্ন সিমের জন্য ভিন্ন ভিন্ন অফার উপভোগ করতে পারবেন; যা সম্পর্কে বিস্তারিত এই পোস্টে আলোচনা করা হবে।

নগদ মোবাইল রিচার্জ অফার

শুধুমাত্র রবি এবং এয়ারটেল গ্রাহকদের জন্য নগদ এক অবিশ্বাস্য অফার নিয়ে এসেছে; এক্ষেত্রে রবি এবং এয়ারটেল গ্রাহক যখন নতুন নগদ একাউন্ট তৈরি করবে তখন বিভিন্ন অফারের আওতায় আসবে।

রবি এবং এয়ারটেল গ্রাহকরা চাইলে নগদ অ্যাপস অথবা *167# ডায়াল করার মাধ্যমে নতুন একাউন্ট তৈরি করতে পারবেন। এবং একাউন্ট খুলেই আপনি 25 টাকা ফ্রি পেয়ে যাবেন।

রবি এবং এয়ারটেল গ্রাহক হওয়ার পরে আপনি যখন নগদ ব্যবহার করে রিচার্জ করবেন তখন অবিশ্বাস্য যত রকমের অফার রয়েছে সেগুলো উপভোগ করতে পারবেন।

  • 17 টাকা রিচার্জে ১ জিবি -৩ দিন (সর্বোচ্চ একবার)
  • ৳৫৪ ইন্টারনেট ২ জিবি + (২ জিবি ফোরজি) মেয়াদ 3 দিন * (সর্বোচ্চ
    একবার)
  • 34 টাকা রিচার্জে 20 মিনিট সাথে থাকছে 1gb, (মেয়াদ 3 দিন)
  • 24 টাকায় 40 মিনিট মেয়াদ 1 দিন, 23 টাকায় 38 মিনিট (যতবার খুশি ততবার)
  • 43 টাকায় 70 মিনিট মেয়াদ 4 দিন, 46 টাকায় 77 মিনিট মেয়াদ 7 দিন ( যতবার খুশি ততবার)

আর উপরে যে সমস্ত অফার গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলো আপনি শুধুমাত্র রবি এবং এয়ারটেল গ্রাহক হলে উপভোগ করতে পারবেন।

নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ

আপনি যদি খুব সহজেই নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে চান তাহলে নিচের দেয়া প্রসেস ফলো করুন; তবে এক্ষেত্রে আপনার অবশ্যই একটি নগদ একাউন্ট থাকতে হবে।

নগদ একাউন্ট দেখার পরে আপনি চাইলে নিম্নলিখিত অপারেটরের সিম এরমধ্যে সহজে ফ্রিতে রিচার্জ করতে পারবেন।

গ্রামীণফোন।
রবি।
এয়ারটেল।
টেলিটক।

আপনি মূলত নগদ একাউন্ট থেকে উপরে উল্লেখিত সিম গুলোতেই মোবাইল রিচার্জ করতে পারবেন। অন্যান্য যে সিম বাকি রয়েছে সেগুলো খুব শীঘ্রই হয়তো যুক্ত করা হবে।

এবার দেখে নেয়া যাক কিভাবে আপনি খুব সহজেই রিচার্জ করতে পারবেনঃ

  • প্রথমেই নগদ মোবাইল মেন্যু ওপেন ওপেন করুন; ডায়াল করুন :*167#
  • এবার আপনি যেহেতু মোবাইল রিচার্জ করবেন তাই আপনাকে 3 নাম্বার অপশন রয়েছে তা সিলেক্ট করতে হবে, “3” লিখে সেন্ড করে দিন।
  • এবার আপনি যে অপারেটরের সিমে টাকা প্রেরণ করতে চান সেটি সিলেক্ট করে নিন। এখানে ক্রমানুসারে প্রত্যেক সিমের কথা উল্লেখ করা হয়েছে, আপনি যে সিমে রিচার্জ করবেন তার নাম্বার উল্লেখ করুন।
  • এর পরে আপনি প্রিপেইড সিম এ নাকি পোষ্টপেইড সিম এ টাকা রিচার্জ করতে চান সেটি সিলেক্ট করে নেবে।
  • এবার আপনি যে নাম্বারে রিচার্জ করতে চান সেই নাম্বারটি লিখে দিন।
  • আপনি যত টাকা রিচার্জ করতে চান তার পরিমাণ উল্লেখ করুন; এবং তারপরে পিন নাম্বার দিয়ে রিচার্জ নিশ্চিত করুন।

নগদ অ্যাপস এর মাধ্যমে রিচার্জ

আপনি যদি মোবাইল রিচার্জের কাজ আরো বেশি সহজ ভাবে করতে চান; তাহলে নগদ এর যে অফিশিয়াল অ্যাপ রয়েছে তার সহযোগিতা নিতে পারেন।

নগদ অ্যাপ ডাউনলোড 

নগদ অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে এবার আপনি আপনার ইনফরমেশন দিয়ে এই অ্যাপটিতে লগ-ইন করে নিন।

এবং তারপরে মোবাইল রিচার্জ করার জন্য Mobile Recharge নামে যে অপশন রয়েছে তাতে ক্লিক করার পর নাম্বার এবং ইনফরমেশন দিয়ে টাকা প্রেরণ নিশ্চিত করুন।

 

নগদ মোবাইল রিচার্জ

আর এভাবে আপনি চাইলে খুব সহজেই নগদ অ্যাপ এর মাধ্যমে টাকা রিচার্জ করতে পারবেন। উপরে উল্লেখিত 2 টি উপায়ে ফলো করতে পারেন নগর থেকে আপনার যেকোনো সিমে টাকা রিচার্জ করার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top